স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৫ অক্টোবর ২০২৪, ০২:৩৩ পিএম
আপডেট : ০৫ অক্টোবর ২০২৪, ০৪:১২ পিএম
অনলাইন সংস্করণ

ভারতকে হারানোর পরিকল্পনা জানালেন হৃদয়

সতীর্থদের সঙ্গে অনুশীলনে তাওহীদ হৃদয়। ছবি : সংগৃহীত
সতীর্থদের সঙ্গে অনুশীলনে তাওহীদ হৃদয়। ছবি : সংগৃহীত

টেস্ট সিরিজ শেষে অপেক্ষা টি-টোয়েন্টির রোমাঞ্চের। রোববার (৬ অক্টোবর) তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে বাংলাদেশ-ভারত। গোয়ালিয়রের শ্রীমন্ত মাধবরাও সিন্ধিয়া ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায়।

প্রথম ম্যাচ ঘিরে নিজেদের লক্ষ্য ও পরিকল্পনার কথা জানিয়েছে বাংলাদেশের তরুণ ক্রিকেটার তাওহীদ হৃদয়। শনিবার (৫ অক্টোরব) ম্যাচের আগে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে মারকুটে এ ব্যাটসম্যান নিজেদের লক্ষ্য নিয়ে বলেন, ‘এখানে আমাদের খুব ভালো সুযোগ আছে পারফর্ম করার। আমরা অবশ্যই জিততে চাইব।’

প্রথম ম্যাচের ভেন্যু গোয়ারিয়রের আবহাওয়া অনেকটা বাংলাদেশের মতো। তাই এখানকার গরম নিয়ে চিন্তত নয় বাংলাদেশ দল। হৃদয় বলেন, ‘এখানে আসার আগে বেশিরভাগ ক্রিকেটারই দেশে অনুশীলন করেছি। আমি মনে করি, আমরা সিরিজের জন্য খুবই ভালো প্রস্তুতি নিয়েছি। আশা করছি আমরা ভালো করব। এখানকার গরম আমাদের জন্য তেমন দুশ্চিন্তার বিষয় নয়। আমরা এই গরমে খেলে অভ্যস্ত। বাংলাদেশেও একই আবহাওয়া।’

ভারত-বাংলাদেশের এ ম্যাচ দিয়ে অভিষেক হবে গোয়ারিয়রের এই স্টেডিয়ামের। তাই উইকেট সম্পর্কে খুব ভালো ধারণা নেই কারও। ঘরোয়া ক্রিকেট থেকে প্রাপ্ত তথ্য দিয়ে রণকৌশল সাজাতে চায় বাংলাদেশ। হৃদয় বলেন, ‘আমরা এখানে দুই দিন অনুশীলন করলাম। উইকেট কিছুটা মন্থর ও নিচু। আমরা মাঠকর্মীদের কাছ থেকে তথ্য নিচ্ছি। ঘরোয়া ক্রিকেটের কিছু ম্যাচও হয়েছে এখানে। মনে হচ্ছে উইকেটটা মন্থরই হবে। আমরা আমাদের মতো খেলার চেষ্টা করব।’

নিজেদের পরিকল্পনা নিয়ে তরুণ এ ব্যাটার বলেন, ‘দলের পরিকল্পনা তো এখানে বলতে পারব না। অবশ্য পরিকল্পনাটা আমাদের ভেতরেই থাক। এখানে যে উইকেট আমার কাছে মনে হয় আগে কি হয়েছে এটা নিয়ে আমরা খুব বেশি ফোকাস না করি। এই উইকেট এখানে কি ডিমান্ড করে, সে অনুযায়ী আমরা এক্সিকিউশন করার চেষ্টা করব এবং আমাদের সামনে যে চ্যালেঞ্জগুলো আসবে, সে অনুযায়ী পারফর্ম করার চেষ্টা করব।’

টেস্ট সিরিজে হারলেও টি-টোয়েন্টিতে ভারতকে হারানোর সুযোগ রয়েছে বলে মনে করেন হৃদয়, ‘আমরা যখন মাঠে খেলতে নামি তখন প্লেয়ার কে আছে কে নেই, এগুলো ওভাবে মাথায় কাজ করে না। আমরা সবসময় আমাদের দিকটা ফোকাস করি। আমাদের যে প্রক্রিয়া আছে সেগুলো মেনটেইন করার চেষ্টা করি। হয়তো বা সুযোগ আছে হারানোর, এমন না যে তাদের বড় দলকে আমরা হারাইনি। বড় দল-ছোট দল বলে টি-টোয়েন্টি ক্রিকেটে কিছু নেই। আমার কাছে মনে হয় নির্দিষ্ট দিনে যে ভালো করবে সেই (জিতবে)।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ায় হিরো আলমসহ ছয়জনের বিরুদ্ধে মামলা

পররাষ্ট্র উপদেষ্টাকে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর ফোন

প্রতিবন্ধকতা ছাড়াই সিলেটে ঢুকবে কোরবানির পশুর গাড়ি

সাভারে ৩১ দফা বাস্তবায়নে যুবদলের লিফলেট বিতরণ

মসজিদের নামকরণ নিয়ে সংঘর্ষ, আহত ১০

পরীক্ষা দিতে গিয়ে আটক জাবিপ্রবির ছাত্রলীগ নেতা

স্বাস্থ্য পরামর্শ / হাইপোসপেডিয়াস হলে ১৮ মাসের মধ্যে অপারেশন করা উচিত

বিএনপি নেতা প্রকৌশলী তুহিনের মুক্তির দাবিতে নিউইয়র্কে মানববন্ধন

‘এটা আমার এলাকা’ বলেই ভাঙচুর শুরু করেন কলেজ ছাত্রদল সভাপতি

অভিভাবকের আয়ের ভিত্তিতে টিউশন ফি নেবে ইউডা, থাকবে আরও সুবিধা

১০

বর্ধিত পল্লবী বাড়ি মালিক কল্যাণ সমিতি / আনীত অভিযোগ ‘উদ্দেশ্যমূলক ও বিভ্রান্তিকর’ দাবি

১১

‘ভাইয়ার দিকে খেয়াল রেখো’ বললেন খালেদা জিয়া

১২

কবি নজরুল বিশ্ববিদ্যালয় / ছাত্রলীগ, শিক্ষক-কর্মকর্তাসহ ২১০ জনের বিরুদ্ধে মামলা

১৩

জামিনে মুক্তি পেয়ে ৬ বিএনপি নেতাকর্মীকে কোপালেন যুবলীগ নেতা

১৪

পিরোজপুরে সমিতির পরিচালকের গ্রেপ্তার দাবিতে থানা ঘেরাও

১৫

দুই চিকিৎসক দিয়ে চলছে দেড় লাখ মানুষের সেবা

১৬

বিমানবন্দর সড়ক ব্যবহারে হাজযাত্রীদের জন্য বিশেষ নির্দেশনা

১৭

বরিশালের রাস্তায় উড়ছে টাকা আর টাকা

১৮

জামায়াত কর্মী পরিচয় দিয়েও রক্ষা হলো না কৃষক লীগ নেতার

১৯

আতঙ্কে ভারত, বাংলাদেশ-পাকিস্তান সীমান্ত নিয়ে নতুন পরিকল্পনা

২০
X