স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৫ অক্টোবর ২০২৪, ১২:৫৫ পিএম
আপডেট : ০৫ অক্টোবর ২০২৪, ০৪:২৬ পিএম
অনলাইন সংস্করণ

টাইগারদের বিপক্ষে কেমন হবে ভারতের একাদশ?

অনুশীলনে ভারতীয় দল। ছবি : সংগৃহীত
অনুশীলনে ভারতীয় দল। ছবি : সংগৃহীত

টেস্ট সিরিজ শেষে অপেক্ষা টি-টোয়েন্টির রোমাঞ্চের। রোববার (৬ অক্টোবর) তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে বাংলাদেশ-ভারত। গোয়ালিয়রের শ্রীমন্ত মাধবরাও সিন্ধিয়া ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায়।

ম্যাচ শুরুর আগে আগ্রহের কেন্দ্রে দুই দলের একাদশ। বিশেষ করে ভারতের একাদশ নিয়ে আলোচনা হচ্ছে বেশি। কারণ গত শনিবার (২৮ অক্টোবার) ঘোষণা করা হয় ভারতের টি-টোয়েন্টি স্কোয়াড। সেই স্কোয়াডে একমাত্র বিশেষজ্ঞ ওপেনার হিসেবে ডাক পান অভিষেক শর্মা।

গত জুলাইয়ে শ্রীলঙ্কার বিপক্ষে সবশেষ টি-টোয়েন্টি খেলেন তিনি। পাঁচ ম্যাচের দুটিতে ওপেন করে তুলে নেন এক সেঞ্চুরি। ফলে বাংলাদেশের বিপক্ষে তার ওপেনিং করা নিশ্চিত। এখন প্রশ্ন উঠছে বাঁহাতি এ ব্যাটারের সঙ্গে ওপেনিং করবেন কে?

টি-টোয়েন্টি সিরিজে শুভমান গিল ও যশস্বী জয়সোয়ালকে বিশ্রাম দেওয়া হয়েছে। আর বিশ্বকাপ জয়ের পর টি-টোয়েন্টি থেকে অবসর নেন রোহিত শর্মা। ফলে সিরিজের প্রথম ভারতের ওপেনিং জুটি নিয়ে চলছে বিশ্লেষণ।

ধারণা করা হচ্ছে- এক প্রান্তে অভিষেক শর্মার খেলা নিশ্চিত। আর অন্য প্রান্তের ওপেনার হতে পারেন সঞ্জু স্যামসন। ২০১৫ সালে আন্তর্জাতিক টি-টোয়েন্টি অভিষেক হয় ডানহাতি এ ব্যাটারের। এরপর থেকে এ পর্যন্ত মাত্র ৩০ টি-টোয়েন্টি খেলার সুযোগ হয়েছে ২৯ বছর বয়সী উইকেটকিপার-ব্যাটারের।

এর মধ্যে ওপেন করেছেন ৫ ম্যাচে। ক্যারিয়ারে সর্বোচ্চ ৭৭ রানের ইনিংস খেলেছেন ওপেনিং করতে নেমেই। গত জুলাইয়ে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজে দুই ম্যাচ খেলার সুযোগ পান তিনি। পারফরম্যান্স ভালো না হলেও টাইগারদের বিপক্ষে আরও একটি সুযোগ পেয়েছেন তিনি। গোয়ালিয়রের ম্যাচে ওপেনার হিসেবে তার খেলার সম্ভাবনাই বেশি।

টি-টোয়েন্টি অধিনায়ক হিসেবে ঘরের মাঠে এটি প্রথম সিরিজ সূর্যকুমার যাদবের। ব্যাটিং অর্ডারে তিন নম্বর জায়গাটি তার। সর্বশেষ শ্রীলঙ্কার বিপক্ষে চার নম্বরে ব্যাট করেন রিয়ান পরাগ। বাংলাদেশের বিপক্ষেও একই পজিশনে দেখা যাবে তাকে।

পাঁচে তারকা অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া। ছয় নম্বরে দেখা যেতে পারে রিংকু সিংকে। সাতে দেখা যেতে পারে স্পিন অলরাউন্ডার হিসেবে খেলতে নামা ওয়াশিংটন সুন্দরকে। একমাত্র বিশেষজ্ঞ স্পিনার হিসেবে দেখা যেতে পারে রবি বিষ্ণোইকে।

ফলে একাদশে ফেরার অপেক্ষা বাড়বে আরেক লেগ স্পিনার বরুণ চক্রবর্তীর। এরপর ভারতীয় একাদশে থাকছে তিন স্পিনার রবি, পরাগ ও ওয়াশিংটন। একই সঙ্গে তিন পেসার খেলাতে পারে স্বাগতিকরা।

আর পেস আক্রমণে নেতৃত্বে দেবেন অর্শদীপ সিং। বাঁহাতি এ পেসারের সঙ্গে একাদশে থাকতে পারেন অভিষেকের অপেক্ষায় থাকা দুই পেসার হর্ষিত রানা ও মায়াঙ্ক যাদব।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আগামীর জন্য বিনিয়োগ : সিঙ্গার বাংলাদেশের নতুন যুগ

মদিনায় ২১ লাখ বৃক্ষরোপণ করল সৌদি সরকার

এবার নিশিরাতে নির্বাচন করতে দেব না : তারেক রহমান

ফ্ল্যাট থেকে জনপ্রিয় অভিনেত্রীর মরদেহ উদ্ধার, গৃহকর্মী পলাতক

গণতান্ত্রিক বাংলাদেশ গঠনে ১২ ফেব্রুয়ারির নির্বাচন গুরুত্বপূর্ণ : হাবিব

যুক্তরাষ্ট্রে আঘাত হানতে যাচ্ছে শক্তিশালী ‘বোম্ব সাইক্লোন’

পিটিয়ে মানুষ হত্যাকারীদের কাছে বাংলাদেশ নিরাপদ নয় : গোলাম পরওয়ার

প্রেমিক বিবাহিত, সন্তানও আছে! গোপন তথ্য ফাঁস করল চ্যাটজিপিটি

টেলিগ্রামে গুজব ও বিভ্রান্তিমূলক তথ্য প্রচারকারী গ্রেপ্তার

গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান তারেক রহমানের

১০

নেদারল্যান্ডসে প্রযুক্তি খাতে বছরে ৪০ হাজার কর্মীর চাহিদা, সম্ভাবনায় বাংলাদেশ

১১

ইরানে হামলায় নিজেদের ভূখণ্ড ব্যবহার করতে দেবে না আজারবাইজান

১২

‘বি’ ইউনিটের মাধ্যমে শেষ জবির ভর্তি পরীক্ষা

১৩

ক্ষমতার রাজনীতি করতে আসিনি : মান্নান

১৪

ঘুম থেকে উঠে মানুষ নাম নেয় আল্লাহর, একজন নেন আমার : মির্জা আব্বাস

১৫

প্যারাডাইস ল্যান্ডের ‘আশুলিয়া আরবান সিটি’র শুভ উদ্বোধন

১৬

নিজের ছাড়া অন্যের ভোটের দিকে হাত বাড়াবেন না : জামায়াত আমির

১৭

নির্ধারিত সময় শেষ হওয়ার আগেই সরকারি বাসা ছেড়েছি : আসিফ মাহমুদ

১৮

ইন্টারন্যাশনাল মেরিটাইম একাডেমির ১৪তম ব্যাচের পাসিং আউট অনুষ্ঠিত

১৯

কোনো ট্রিটমেন্ট ছাড়াই ত্বক উজ্জ্বল রাখতে যা খাবেন

২০
X