স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৫ অক্টোবর ২০২৪, ১২:৫৫ পিএম
আপডেট : ০৫ অক্টোবর ২০২৪, ০৪:২৬ পিএম
অনলাইন সংস্করণ

টাইগারদের বিপক্ষে কেমন হবে ভারতের একাদশ?

অনুশীলনে ভারতীয় দল। ছবি : সংগৃহীত
অনুশীলনে ভারতীয় দল। ছবি : সংগৃহীত

টেস্ট সিরিজ শেষে অপেক্ষা টি-টোয়েন্টির রোমাঞ্চের। রোববার (৬ অক্টোবর) তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে বাংলাদেশ-ভারত। গোয়ালিয়রের শ্রীমন্ত মাধবরাও সিন্ধিয়া ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায়।

ম্যাচ শুরুর আগে আগ্রহের কেন্দ্রে দুই দলের একাদশ। বিশেষ করে ভারতের একাদশ নিয়ে আলোচনা হচ্ছে বেশি। কারণ গত শনিবার (২৮ অক্টোবার) ঘোষণা করা হয় ভারতের টি-টোয়েন্টি স্কোয়াড। সেই স্কোয়াডে একমাত্র বিশেষজ্ঞ ওপেনার হিসেবে ডাক পান অভিষেক শর্মা।

গত জুলাইয়ে শ্রীলঙ্কার বিপক্ষে সবশেষ টি-টোয়েন্টি খেলেন তিনি। পাঁচ ম্যাচের দুটিতে ওপেন করে তুলে নেন এক সেঞ্চুরি। ফলে বাংলাদেশের বিপক্ষে তার ওপেনিং করা নিশ্চিত। এখন প্রশ্ন উঠছে বাঁহাতি এ ব্যাটারের সঙ্গে ওপেনিং করবেন কে?

টি-টোয়েন্টি সিরিজে শুভমান গিল ও যশস্বী জয়সোয়ালকে বিশ্রাম দেওয়া হয়েছে। আর বিশ্বকাপ জয়ের পর টি-টোয়েন্টি থেকে অবসর নেন রোহিত শর্মা। ফলে সিরিজের প্রথম ভারতের ওপেনিং জুটি নিয়ে চলছে বিশ্লেষণ।

ধারণা করা হচ্ছে- এক প্রান্তে অভিষেক শর্মার খেলা নিশ্চিত। আর অন্য প্রান্তের ওপেনার হতে পারেন সঞ্জু স্যামসন। ২০১৫ সালে আন্তর্জাতিক টি-টোয়েন্টি অভিষেক হয় ডানহাতি এ ব্যাটারের। এরপর থেকে এ পর্যন্ত মাত্র ৩০ টি-টোয়েন্টি খেলার সুযোগ হয়েছে ২৯ বছর বয়সী উইকেটকিপার-ব্যাটারের।

এর মধ্যে ওপেন করেছেন ৫ ম্যাচে। ক্যারিয়ারে সর্বোচ্চ ৭৭ রানের ইনিংস খেলেছেন ওপেনিং করতে নেমেই। গত জুলাইয়ে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজে দুই ম্যাচ খেলার সুযোগ পান তিনি। পারফরম্যান্স ভালো না হলেও টাইগারদের বিপক্ষে আরও একটি সুযোগ পেয়েছেন তিনি। গোয়ালিয়রের ম্যাচে ওপেনার হিসেবে তার খেলার সম্ভাবনাই বেশি।

টি-টোয়েন্টি অধিনায়ক হিসেবে ঘরের মাঠে এটি প্রথম সিরিজ সূর্যকুমার যাদবের। ব্যাটিং অর্ডারে তিন নম্বর জায়গাটি তার। সর্বশেষ শ্রীলঙ্কার বিপক্ষে চার নম্বরে ব্যাট করেন রিয়ান পরাগ। বাংলাদেশের বিপক্ষেও একই পজিশনে দেখা যাবে তাকে।

পাঁচে তারকা অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া। ছয় নম্বরে দেখা যেতে পারে রিংকু সিংকে। সাতে দেখা যেতে পারে স্পিন অলরাউন্ডার হিসেবে খেলতে নামা ওয়াশিংটন সুন্দরকে। একমাত্র বিশেষজ্ঞ স্পিনার হিসেবে দেখা যেতে পারে রবি বিষ্ণোইকে।

ফলে একাদশে ফেরার অপেক্ষা বাড়বে আরেক লেগ স্পিনার বরুণ চক্রবর্তীর। এরপর ভারতীয় একাদশে থাকছে তিন স্পিনার রবি, পরাগ ও ওয়াশিংটন। একই সঙ্গে তিন পেসার খেলাতে পারে স্বাগতিকরা।

আর পেস আক্রমণে নেতৃত্বে দেবেন অর্শদীপ সিং। বাঁহাতি এ পেসারের সঙ্গে একাদশে থাকতে পারেন অভিষেকের অপেক্ষায় থাকা দুই পেসার হর্ষিত রানা ও মায়াঙ্ক যাদব।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খুলনা ও বরিশাল বিভাগে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক

এক সপ্তাহে ১৫ হাজার প্রবাসীকে ফেরত পাঠাল সৌদি

খাতা চ্যালেঞ্জ করে সুখবর পেল ২৩৩১ শিক্ষার্থী

আবারও ভারত-পাকিস্তান ম্যাচে হ্যান্ডশেক বিতর্ক

সংখ্যালঘু ঐক্যমোর্চার কনভেনশন / ঐক্যবদ্ধ রাজনৈতিক প্ল্যাটফর্ম গঠন সময়ের দাবি

ঢাকায় শিক্ষক সমাবেশে অসুস্থ হওয়া ফাতেমা মারা গেছেন

পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে ডিবিসিসিআই প্রতিনিধিদলের বৈঠক

এনসিপির যুব সংগঠনের নেত্রী ঐশীর পদত্যাগ

সিরাজগঞ্জে যুবলীগ নেতা গ্রেপ্তার

মনোনয়ন নিলেন সারজিস, বিএনপির যে প্রার্থীর বিপক্ষে লড়বেন

১০

খরা কাটাতে কৃত্রিম বৃষ্টি ঝরানোর চেষ্টা ইরানের

১১

নির্বাচন প্রশ্নে বিএনপি কোনো আপস করবে না : মিনু

১২

এমআইসিএস জরিপ, বাল্যবিবাহ কমলেও কিশোরী মাতৃত্ব বাড়ছে

১৩

পদত্যাগ করে রাজনীতি থেকে অবসর নিলেন শমসের মবিন

১৪

রাবিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা

১৫

যেভাবে ইয়ামালকে হারানোর ঝুঁকি সামলায় বার্সা

১৬

নির্বাচন ভন্ডুল করার ক্ষমতা কারও নেই : আমান

১৭

অন্যের চার্জার দিয়ে ফোন চার্জ দিলে কী হয়? যা বলছেন বিশেষজ্ঞরা

১৮

শেখ হাসিনার মামলার রায় / নাশকতা ঠেকাতে ঢাকা-আরিচা মহাসড়কে বিএনপি নেতাকর্মীদের অবস্থান

১৯

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে অভিযান

২০
X