শুক্রবার, ২৩ জানুয়ারি ২০২৬, ১০ মাঘ ১৪৩৩
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৬ অক্টোবর ২০২৪, ০৪:১৮ পিএম
আপডেট : ০৬ অক্টোবর ২০২৪, ০৪:২১ পিএম
অনলাইন সংস্করণ

সাকিববিহীন টি-টোয়েন্টি একাদশ কেমন হতে পারে?

বাংলাদেশ ক্রিকেট দল। ছবি : সংগৃহীত
বাংলাদেশ ক্রিকেট দল। ছবি : সংগৃহীত

গোয়ালিয়রের সিন্ধিয়া স্টেডিয়ামে রোববার (৬ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টায় ভারতের বিপক্ষে সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ। টেস্টে হতাশাজনক পারফরম্যান্সের পর, টি-টোয়েন্টিতে ঘুরে দাঁড়ানোর লক্ষ্যে মাঠে নামছে টাইগাররা। তবে তাদের বড় চ্যালেঞ্জ হবে অভিজ্ঞ অলরাউন্ডার সাকিব আল হাসানকে ছাড়া খেলতে নামা।

সাকিব ইতোমধ্যেই কানপুর টেস্টের আগে অবসরের ঘোষণা দিয়েছেন এবং জানিয়েছেন, গত টি-টোয়েন্টি বিশ্বকাপে তিনি জাতীয় দলের হয়ে শেষ আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ খেলে ফেলেছেন। ফলে ভারতের বিপক্ষে দলের অন্যতম সেরা খেলোয়াড়কে ছাড়া মাঠে নামতে হবে বাংলাদেশকে। সাকিববিহীন একাদশ নিয়ে টাইগারদের কীভাবে পরিকল্পনা সাজানো হবে, তা নিয়ে আলোচনা চলছে।

অবশ্য সাকিববিহীন ম্যাচে বাংলাদেশ খেলার অভিজ্ঞতা আছে, এমনকি সাকিবকে ছাড়াও বেশ কিছু ম্যাচে জয়ও এসেছে। তবে এবার পরিস্থিতি একটু আলাদা, কারণ সাকিবের শূন্যতা পূরণ করা এখন বড় চ্যালেঞ্জ হবে।

সাকিবের পরিবর্তে মেহেদী মিরাজের সুযোগ

সাকিবের অনুপস্থিতিতে মেহেদী হাসান মিরাজকে টি-টোয়েন্টি দলে অন্তর্ভুক্ত করা হয়েছে। যদিও তিনি টেস্ট ও ওয়ানডেতে নিয়মিত, তবে টি-টোয়েন্টিতে সম্প্রতি খুব বেশি সুযোগ পাননি। সর্বশেষ তিনি গত বছর আফগানিস্তানের বিপক্ষে আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলেছিলেন। তবে প্রথম একাদশে মিরাজের জায়গা পাওয়া এখনো অনিশ্চিত। শেখ মেহেদী হাসান এগিয়ে থাকতে পারেন তার চেয়ে, যিনি স্পিনিং অলরাউন্ডার হিসেবে একাদশে থাকতে পারেন। এ ছাড়া অভিজ্ঞ মাহমুদউল্লাহ রিয়াদও প্রয়োজনে বোলিংয়ে ভূমিকা রাখতে পারেন।

সম্ভাব্য একাদশে পেস ও স্পিন সংমিশ্রণ

বাংলাদেশের সম্ভাব্য একাদশে দেখা যেতে পারে তিন পেসার এবং একজন বিশেষজ্ঞ স্পিনারকে। তাসকিন আহমেদ এবং মোস্তাফিজুর রহমানের একাদশে থাকা প্রায় নিশ্চিত। তৃতীয় পেসার হিসেবে তানজিম হাসান সাকিব এবং শরিফুল ইসলামের মধ্যে একজন সুযোগ পাবেন। সাম্প্রতিক পারফরম্যান্স বিবেচনায় তানজিম এগিয়ে থাকতে পারেন। স্পিন বিভাগে রিশাদ হোসেন থাকবেন, যিনি শেষের দিকে কার্যকরী ব্যাটারও হতে পারেন।

ব্যাটিং অর্ডারে ওপেনার হিসেবে লিটন দাসের সঙ্গী হতে পারেন তানজিদ হাসান তামিম। অধিনায়ক নাজমুল হোসেন শান্ত তিন নম্বরে, আর মিডল অর্ডারে তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ এবং জাকের আলী অনিকের থাকার সম্ভাবনা রয়েছে। লোয়ার মিডল অর্ডারে শেখ মেহেদী হাসানও থাকতে পারেন।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ : তানজিদ হাসান তামিম, লিটন দাস, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলী অনিক, শেখ মেহেদী হাসান/মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেন, তানজিম হাসান সাকিব/শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ ও মোস্তাফিজুর রহমান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এক্সপ্রেসওয়েতে বিশ্ববিদ্যালয়ের বাসে টোল দিতে হবে না ঢাবি শিক্ষার্থীদের

ভাসানীর কাঙ্ক্ষিত বাংলাদেশ প্রতিষ্ঠায় গণভোটকে ‘হ্যাঁ’ বলুন

জামায়াত প্রার্থীর নির্বাচনী সমাবেশে অস্ত্রসহ আটক ২

ম্যানইউকে বিদায় বলছেন ক্যাসেমিরো

একটি দল প্রবাসীদের ব্যালট পেপার দখল করে নিয়েছে : তারেক রহমান

বিপিএল ফাইনালকে ঘিরে বিসিবির বর্ণিল আয়োজন

রাষ্ট্রের গুণগত পরিবর্তনে ধানের শীষই ভরসা : রবিউল

বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল এমপি প্রার্থীর

ঝিনাইদহ-৪ আসনে স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী জনসভায় জনতার ঢল

প্রবাসীদের নিয়ে জামায়াত আমিরের স্ট্যাটাস

১০

নির্বাচনে এমএফএসের অপব্যবহার রোধে আর্মড পুলিশ ব্যাটালিয়ন-বিকাশের সমন্বয় কর্মশালা

১১

আন্দোলনে এনসিপি নেতাদের কী অবদান, প্রমাণ চেয়ে জিএম কাদেরের চ্যালেঞ্জ 

১২

স্কুলে শিশু নির্যাতনের ঘটনায় মামলা, অভিযুক্ত দম্পতিকে খুঁজছে পুলিশ

১৩

বিগত ১৫ বছর নির্বাচনের নামে প্রহসন করা হয়েছিল : তারেক রহমান

১৪

শেখ হাসিনাকে ফিরিয়ে দেওয়ার বিষয়ে যা বলল জাতিসংঘ

১৫

বিএনপির আরেক নেতাকে গুলি

১৬

এবার দেশে স্বর্ণের দামে বড় পতন

১৭

এবার পাকিস্তানকেও বিশ্বকাপ বয়কট করতে বললেন সাবেক অধিনায়ক

১৮

তারেক রহমানের পক্ষে গণজোয়ার সৃষ্টির আহ্বান সালামের

১৯

চট্টগ্রাম-৫ আসন / মীর হেলালের নির্বাচনী প্রচারণা শুরু

২০
X