বুধবার, ১৫ অক্টোবর ২০২৫, ৩০ আশ্বিন ১৪৩২
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৭ অক্টোবর ২০২৪, ১০:৫৯ এএম
আপডেট : ১৭ অক্টোবর ২০২৪, ১২:০৫ পিএম
অনলাইন সংস্করণ

‘জুম মিটিং’ থেকে আসবে সাকিবের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত

সাকিব আল হাসান। ছবি: সংগৃহীত
সাকিব আল হাসান। ছবি: সংগৃহীত

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের তারকা অলরাউন্ডার সাকিব আল হাসানের দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজে খেলা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। যদিও প্রথমে তার খেলার ব্যাপারে সবকিছুই ঠিকঠাক ছিল, তবে সাম্প্রতিক ঘটনার প্রেক্ষিতে এই বিষয়ে নতুন করে ভাবতে হচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি)।

বুধবার (১৬ অক্টোবর) বিসিবির মিডিয়া উইং থেকে প্রকাশিত এক ভিডিওতে প্রধান নির্বাচক হান্নান সরকার জানান, সাকিবের অংশগ্রহণ নিশ্চিত করার জন্য বোর্ড থেকে সবুজ সংকেত পাওয়া গেছে এবং তাকে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্টের দলে অন্তর্ভুক্ত করা হয়েছে। তবে তার দেশে ফেরা ও খেলা নিয়ে নতুন করে শঙ্কা দেখা দিয়েছে, বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে সাকিববিরোধী আন্দোলনের পর।

সাকিব যুক্তরাষ্ট্র থেকে দুবাই হয়ে বৃহস্পতিবার রাতে ঢাকায় ফেরার কথা ছিল। কিন্তু নিরাপত্তাজনিত তাকে দুবাইতে অবস্থান করতে বলা হয়েছে। বর্তমান পরিস্থিতিতে সাকিবের দেশে ফেরা এবং তার খেলার সম্ভাবনা নিয়ে বিসিবি আজ বৃহস্পতিবার দুপুরে একটি ‘জুম মিটিং’ আয়োজন করেছে। বোর্ড পরিচালকদের এই বৈঠকে সাকিবের ফেরা এবং পরিস্থিতি বিশ্লেষণ করে সিদ্ধান্ত নেওয়া হবে।

বিসিবি সভাপতি ফারুক আহমেদ এবং সিইও নিজামউদ্দীন চৌধুরী দুবাইতে আইসিসির সভায় যোগদান করার কারণে তাদের সরাসরি মতামত নেওয়া কঠিন হয়ে পড়েছে। তবে অনলাইনে এই মিটিংয়ে বোর্ড সদস্যরা সাকিবের পরিস্থিতি নিয়ে আলোচনা করবেন এবং সিদ্ধান্ত দেবেন।

এদিকে সাকিবের দেশে ফেরা নিয়ে সবচেয়ে বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে তার নিরাপত্তা। ঢাকা বিশ্ববিদ্যালয়ে সাকিববিরোধী আন্দোলন মাথাচাড়া দেওয়ায় তার ফেরা ঝুঁকিপূর্ণ হতে পারে। আজকের বৈঠকেই সিদ্ধান্ত নেওয়া হবে যে, সাকিব দেশে ফিরতে পারবেন কিনা এবং নিরাপত্তা নিয়ে কোনো জটিলতা তৈরি হবে কিনা।

বিসিবির সবুজ সংকেত না পাওয়া পর্যন্ত সাকিবকে ফ্লাইটে ওঠার অনুমতি দেওয়া হয়নি। এখন দুপুর ১২টার ‘জুম মিটিং’ থেকে চূড়ান্ত সিদ্ধান্ত আসার পরই জানা যাবে, তিনি দেশে ফিরছেনন নাকি ভারতেই শেষ টেস্ট খেলে ফেলেছেন তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুদ্ধের উসকানি দিয়ে শান্তির প্রতীক হওয়া যায় না, ট্রাম্পকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী

বাবার সঙ্গে আলোর শেষ কথা—আমরা আটকে গেছি

লাইভে এসে সংসদ ভেঙে দিলেন পালিয়ে যাওয়া মাদাগাস্কারের প্রেসিডেন্ট

মিরপুরে অগ্নিকাণ্ড : দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান তারেক রহমানের

ছাত্রশিবির সমর্থিত ভিপি প্রার্থীকে নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ

মেসি নন, নতুনদের নিয়েই পুয়ের্তো রিকোর মুখোমুখি আর্জেন্টিনা

বিএনপি কোনো দলের বিরুদ্ধে কুৎসা রটায় না : কফিল উদ্দিন 

বিএনপি নেতা নজরুল ইসলাম খান হাসপাতালে ভর্তি

পিআর পদ্ধতি নিয়ে আলোচনার মধ্য দিয়ে ঐকমত্যে পৌঁছাতে হবে : পরওয়ার

নির্বাচন বানচালের ষড়যন্ত্রের ব্যাপারে সজাগ থাকতে হবে : লায়ন ফারুক

১০

ভারতের হারে এশিয়ান কাপ খেলার স্বপ্ন শেষ বাংলাদেশের

১১

সাবেক স্ত্রীকে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগ, যুবক গ্রেপ্তার

১২

পর্তুগালসহ যেসব দল আজ নিশ্চিত করতে পারে বিশ্বকাপের টিকিট!

১৩

এক দিনের ব্যবধানে দেশে স্বর্ণের দাম আরও বাড়ল

১৪

সুস্থ থাকতে খেলাধুলার বিকল্প নেই : মেয়র ডা. শাহাদাত

১৫

ভুল বুঝিয়ে স্বাক্ষর নেওয়ায় প্রতিবন্ধীর প্রতিবাদ

১৬

হোয়াইটওয়াশ এড়াতে মিরাজদের সামনে বিশাল লক্ষ্য

১৭

চাকসুতে এক প্রার্থীর বিরুদ্ধে নারী শিক্ষার্থীকে হেনস্তার অভিযোগ

১৮

গুমের শিকার পরিবারগুলোর মানববন্ধন / স্বজনদের ফেরত দিন, না পারলে জড়িতদের বিচার করুন

১৯

অগ্নিকাণ্ডে মৃত ব্যক্তিদের পরিচয় শনাক্তে ডিএনএ পরীক্ষা লাগবে : ফায়ার সার্ভিস

২০
X