শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫, ৬ অগ্রহায়ণ ১৪৩২
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৫ নভেম্বর ২০২৪, ০১:১০ পিএম
অনলাইন সংস্করণ

টেস্ট ক্রিকেটকে বিদায় বললেন সাউদি

টিম সাউদি। ছবি : সংগৃহীত
টিম সাউদি। ছবি : সংগৃহীত

সাবেক নিউজিল্যান্ড অধিনায়ক টিম সাউদি টেস্ট ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। চলতি বছরের নভেম্বর-ডিসেম্বরে ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজের পর তিনি এই ফরম্যাটকে বিদায় জানাবেন। তবে, ব্ল্যাক ক্যাপস যদি পরের বছরের আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠে, তাহলে সেটি হবে তার বিদায়ী ম্যাচ।

৩৫ বছর বয়সী সাউদি তার শেষ টেস্ট খেলবেন নিজের ঘরের মাঠ হ্যামিলটনের সেডন পার্কে ১৩-১৮ ডিসেম্বর অনুষ্ঠিতব্য ম্যাচে।

সাউদি বলেছেন, ‘নিউজিল্যান্ডের হয়ে খেলা আমার ছোটবেলার স্বপ্ন ছিল। ব্ল্যাক ক্যাপসের হয়ে ১৮ বছর খেলা আমার জীবনের সবচেয়ে বড় সম্মান এবং গর্বের বিষয়। এখন সময় এসেছে সেই খেলা থেকে সরে যাওয়ার, যা আমাকে এত কিছু দিয়েছে। এটি এক অসাধারণ যাত্রা ছিল, যা আমি কোনোভাবেই বদলাতে চাই না।’

টেস্ট ক্রিকেটে সাউদির রেকর্ডও কম নয়। ১০২টি টেস্ট ম্যাচ খেলে তিনি ২৯.৮৭ গড়ে ৩৮৫ উইকেট শিকার করেছেন। তিনি নিউজিল্যান্ডের হয়ে সর্বোচ্চ টেস্ট উইকেট শিকারীদের তালিকায় স্যার রিচার্ড হ্যাডলির (৪৩১) পর দ্বিতীয় স্থানে রয়েছেন।

এছাড়াও, তিনি একমাত্র খেলোয়াড় যিনি টেস্টে ৩০০, ওয়ানডেতে ২০০ এবং টি-টোয়েন্টিতে ১০০ এর বেশি উইকেট নিয়েছেন।

নিউজিল্যান্ড কোচ গ্যারি স্টেড বলেন, ‘টিমের স্থায়িত্ব এবং মানসিক দৃঢ়তা অসাধারণ। তিনি বড় ম্যাচের জন্য নিজেকে সবসময় প্রস্তুত রাখেন এবং খুব কমই ইনজুরিতে পড়েন। টিম দলের প্রতি গভীরভাবে যত্নশীল এবং তার অভাব ব্ল্যাক ক্যাপস শিবিরে অনুভূত হবে।’

সাউদি তার ক্যারিয়ারে ২০২১ সালে নিউজিল্যান্ডকে প্রথম আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ জিততে সহায়তা করেছিলেন। তিনি ২০২২ সালের ডিসেম্বরে কেন উইলিয়ামসনের কাছ থেকে টেস্ট অধিনায়কত্ব গ্রহণ করেছিলেন, তবে গত মাসে সেই দায়িত্ব টম লাথামের কাছে হস্তান্তর করেন।

ইংল্যান্ড সিরিজ শেষে নিউজিল্যান্ড শ্রীলঙ্কার বিপক্ষে হোয়াইট-বল সিরিজ খেলবে। তবে সাউদি সেই সিরিজে খেলবেন কি না, তা এখনো নিশ্চিত নয়।

সাউদি টেস্ট থেকে অবসরের পরও ঘরোয়া এবং ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাবেন।

এদিকে, ইংল্যান্ডের বিপক্ষে আসন্ন সিরিজের জন্য নিউজিল্যান্ড স্কোয়াডে দুইজন নতুন মুখ রয়েছে—অলরাউন্ডার নাথান স্মিথ এবং পেসার জ্যাকব ডাফি। ২৬ বছর বয়সী স্মিথ প্রথমবার টেস্ট দলে ডাক পেয়েছেন। এছাড়া, চোট কাটিয়ে দলে ফিরেছেন কেন উইলিয়ামসন।

নিউজিল্যান্ডের স্কোয়াড: টম লাথাম (অধিনায়ক), টম ব্লান্ডেল (উইকেটরক্ষক), ডেভন কনওয়ে, জ্যাকব ডাফি, ম্যাট হেনরি, ড্যারিল মিচেল, উইল ও’রুর্ক, গ্লেন ফিলিপস, রাচিন রবীন্দ্র, মিচেল স্যান্টনার (দ্বিতীয় ও তৃতীয় টেস্ট), নাথান স্মিথ, টিম সাউদি, কেন উইলিয়ামসন, উইল ইয়াং।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাফিয়ার বাড়িতে ককটেল-অগ্নিসংযোগ, ঢাবি শিক্ষক মোনামির প্রশ্ন

ঢাকার খাবারের ঝালে মজেছেন ইরানি ফাকরি

শেখ হাসিনা-কামালকে ফেরাতে সরকারের নতুন কৌশল

পুনরায় দুঃসংবাদ পেলেন বিএনপির এক নেতা

সেই বিচারকের মোবাইল ফোন ও চশমা উদ্ধার

তারেক রহমানের জন্মদিনে শীতবস্ত্র বিতরণ

নিউমুরিং টার্মিনালের চুক্তির সব কার্যক্রম স্থগিতের নির্দেশ

সিলেটের যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না শুক্রবার 

আ.লীগের ৫ শতাধিক সমর্থকের নামে চার মামলা, গ্রেপ্তার ২২

নির্বাচনের আগে ইসির ৯ কর্মকর্তাকে বদলি-পদায়ন

১০

স্ত্রী হারালেন তোফায়েল আহমেদ

১১

রাতে ৫৬ নেতাকে সুখবর দিল বিএনপি

১২

মাটি খুঁড়তেই বেরিয়ে আসে গ্রেনেড, বাড়িতে নিয়ে যান কৃষক

১৩

ইতালি যাওয়ার পথে গোপালগঞ্জের দুই যুবকের মৃত্যু

১৪

জিম্বাবুয়ের কাছে লঙ্কানদের লজ্জার পরাজয়

১৫

প্রথমবারের মতো কৃত্রিম দ্বীপ বানাচ্ছে পাকিস্তান

১৬

গভীর রাতে সাংবাদিক-ব্যবসায়ীকে তুলে নেওয়ার ঘটনায় টিআইবির উদ্বেগ

১৭

২০২৬ বিশ্বকাপের প্লে-অফের ড্র চূড়ান্ত

১৮

ব্রাকসু নির্বাচনে তপশিল পরিবর্তন, জানা গেল ভোটের নতুন তারিখ

১৯

নিউইয়র্ক এলেই নেতানিয়াহুকে গ্রেপ্তারের হুঁশিয়ারি মামদানির

২০
X