ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ : ০৯ ডিসেম্বর ২০২৪, ০৮:১১ পিএম
অনলাইন সংস্করণ

এবার হোয়াইটওয়াশ হলেন জ্যোতিরা

ম্যাচের দৃশ্য। ছবি: সংগৃহীত
ম্যাচের দৃশ্য। ছবি: সংগৃহীত

৬ বলে ১৫ রানের লক্ষ্য। জেতার সুবাতাসই মিলছিল বাংলাদেশ শিবিরে। কিন্তু শেষ ওভারে স্পিনার এনে যেন কফিনে শেষ পেরেক ঠুকে দিলেন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। ফল সেটাই হলো। হ্যাটট্রিক বাউন্ডারি হাঁকিয়ে এক বল বাকি রেখেই ম্যাচ জিতে নেয় আয়ারল্যান্ড। এতে তিন ম্যাচের সিরিজে ৩-০ ব্যবধানে হেরে হোয়াইটওয়াশের লজ্জায় ডুবলেন জ্যোতিরা। প্রথমবার আইরিশদের কাছে সংক্ষিপ্ত সংস্করণে এমন নাস্তানাবুদ হলেন তারা; সেটাও আবার ঘরের মাঠেই।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আগে ব্যাটিং করে ৬ উইকেটে মাত্র ১২৪ রান তোলে স্বাগতিক। একাই ৪ উইকেট নেন ওরলা প্রেন্ডারগাস্ট। জবাবে ১ বল বাকি রেখেই ৪ উইকেটের জয় নিশ্চিত করেছে সফরকারীরা। ৩১ বলে অপরাজিত ৩৬ রানের ইনিংসে দলের জয় নিশ্চিত করে মাঠ ছাড়া লরা ডেলানি পেয়েছেন ম্যাচসেরা পুরস্কার।

আগেই সিরিজ হেরেছিল বাংলাদেশ। হোয়াইটওয়াশের লজ্জা এড়াতে চ্যালেঞ্জের মুখে পড়ে তারা। টস হেরে ব্যাটিং পাওয়া বাংলাদেশের শুরুটা ছিল দারুণ। ৪ ওভারেই ৩৩ রানের সংগ্রহ পায় তারা। এরপর ভাঙে উদ্বোধনী জুটি ১২ বলে ১২ রান করে ফেরেন ওপেনার মুর্শিদা খাতুন। তিনে নামা শারমিন আক্তার সুপ্তার সঙ্গে রানের চাকা দ্রুতই এগিয়ে নেন ওপেনার সোবহানা মোস্তারি। ছন্দময় সুপ্তাও দলের সংগ্রহ বড় করার পথ মসৃণ করেন। তাদের ৬৭ রানের জুটি ভাঙলে ফেরেন সুপ্তা (৩৪)। ৩ রানের ব্যবধানে ফেরেন ৪৫ রান করা সোবহানাও। পরের ২৮ বলে বাংলাদেশের ব্যাটিং ধ্বসই নেমেছে। মাত্র ১৬ রান তুলতেই ফেরেন ৪ ব্যাটার। প্রেন্ডারগাস্টের তোপে পড়েন তারা। দলের মিডল অর্ডারের কেউই দুই অঙ্কও ছুঁতে পারেনি। এমন ব্যর্থতায় দলের পুঁজিও বলের সমানই থেকে গেছে।

ছোট লক্ষ্য পেয়ে সফরকারীরা শুরুটা করেছিল দাপুটে। উদ্বোধনী জুটিতে ৫৫ রান তোলে তারা। ৮ম ওভারের চতুর্থ বলে বাংলাদেশকে ব্রেক থ্রু এনে দেন জান্নাতুল ফেরদৌস সুমনা। ২৪ বলে ২৮ রান করে ফেরেন ওপেনার অ্যামি হান্টার। এরপর দ্রুতই আরও ৩ ব্যাটারকে ফেরায় বাংলাদেশের বোলাররা। ৭০ রান তুলতেই ৪ উইকেট নেই আইরিশদের। পঞ্চম উইকেটে ঘুরে দাঁড়ায় সফরকারীরা। বাংলাদেশও ম্যাচ ধীরে ধীরে লড়াইয়ের দিকে নিয়ে যায়। শেষ ওভারেৃ যখন ১৫ রান করলেই জয়। তখন প্রথম বলেই দুই রান নিয়ে গিয়ে রানআউট হন আর্লেনে ক্যালি। কিন্তু এরপর স্বর্ণা আক্তারকে টানা তিন বাউন্ডারিতে জয় তুলে নেন অপরাজিত ব্যাটার ডেলানি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সেনাপ্রধানের বক্তব্য বিকৃতি ও অপপ্রচারের বিরুদ্ধে সেনাবাহিনীর বিবৃতি

ইসলামী ব্যাংকে ‘অবৈধ নিয়োগ’ বাতিলের দাবিতে ঢাকাসহ সারাদেশে মানববন্ধন

নাটোরে বাসচাপায় অটোরিকশার ৩ যাত্রী নিহত

প্রথম দেখাতেই মানুষ চিনে নিন ৫ মনোবিজ্ঞানভিত্তিক ট্রিকসে

পাচার অর্থ ফেরাতে / ১২টি আন্তর্জাতিক প্রতিষ্ঠানের সঙ্গে বাণিজ্যিক ব্যাংকগুলোকে চুক্তি করতে নির্দেশ

খাগড়াছড়িতে ইউপিডিএফের গোপন আস্তানায় অভিযান, অস্ত্র উদ্ধার

সাতক্ষীরায় সিভিল সার্জনের অপসারণ দাবিতে অফিস ঘেরাও

এভারেস্ট উপত্যকায় শতাধিক পর্যটক আটকা, উদ্ধার অভিযান চলছে

জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবসের আয়োজনে বক্তারা / জন্ম ও মৃত্যু নিবন্ধন সর্বজনীন করতে আইন সংস্কার অপরিহার্য

তুরস্কের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বিএনপি মহাসচিবের বৈঠক

১০

ভর্তার স্বাদ বাড়াতে জানুন ছোট্ট কিন্তু দারুণ কিছু টিপস

১১

ট্রেনে কুবি শিক্ষার্থীকে উত্ত্যক্ত করায় ৫ যুবক আটক

১২

যাই দেখছি সব নতুন লাগছে, বিসিবি নির্বাচনে ভোট দিয়ে আমিনুল

১৩

ধর্মভিত্তিক দলগুলোর ঐক্যকে ষড়যন্ত্র হিসেবে দেখি : নিলোফার মনি

১৪

নারী সহকর্মীদের নিয়ে বিস্ফোরক দাবি রুনা খানের

১৫

‘উপসর্গ থাকলেও নারীর মৃত্যু অ্যানথ্রাক্সে নয়’

১৬

ওমরাহ নিয়ে সুখবর দিল সৌদি আরব

১৭

জামায়াত আমিরের সঙ্গে কসোভোর রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

১৮

আশুলিয়ায় পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

১৯

দুর্ঘটনায় মা হারানো শিশুটির কান্না থামাবে কে ‎

২০
X