স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৬ ডিসেম্বর ২০২৪, ০৭:১৪ পিএম
অনলাইন সংস্করণ

লিটনের ফর্ম নিয়ে চিন্তিত বিসিবি

লিটন দাস। ছবি : সংগৃহীত
লিটন দাস। ছবি : সংগৃহীত

বাংলাদেশ জাতীয় দলের প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন সোমবার (১৬ ডিসেম্বর) জানিয়েছেন, টাইগার ব্যাটার লিটন দাসের সাম্প্রতিক সাদা বলের পারফরম্যান্স নিয়ে তারা উদ্বিগ্ন। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে লিটন যথাক্রমে ২, ৪ এবং ০ রান করেন। এরপর প্রথম টি-টোয়েন্টি ম্যাচেও শূন্য রানে আউট হন তিনি। সেই ম্যাচে যদিও বাংলাদেশ জয় পায় ৭ রানে।

শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় আশরাফ বলেন, ‘লিটনের ব্যাটিং সামর্থ্য নিয়ে দলের প্রত্যাশা বরাবরই বেশি। তবে সাম্প্রতিক সময়ে তিনি সাদা বলের ক্রিকেটে ধারাবাহিক নন। এ কারণেই টুর্নামেন্টের একটি গুরুত্বপূর্ণ ম্যাচে তাকে একাদশের বাইরে রাখা হয়েছিল।’

তিনি আরও যোগ করেন, ‘লিটন বর্তমানে টি-টোয়েন্টি দলের অধিনায়ক এবং একটি চলমান সিরিজের মধ্যে আছি। তাই এই মুহূর্তে তার ফর্ম নিয়ে বিস্তারিত কিছু বলা সম্ভব নয়। তবে আমরা অবশ্যই উদ্বিগ্ন যে তিনি যেভাবে আউট হচ্ছেন, সেটা ভালো লক্ষণ নয়। তার ব্যাটিংয়ে কোনও টেকনিক্যাল পরিবর্তন প্রয়োজন হলে কোচরা সহযোগিতা করবেন। প্রয়োজন হলে তাকে বিশ্রাম দেওয়ার ব্যবস্থা করা যেতে পারে। তবে পরের দুই ম্যাচে হয়তো তিনি ফিরে আসতেও পারেন।’

লিটনের অধিনায়কত্বের বিষয়ে আশরাফ বলেন, ‘জাতীয় দলের অধিনায়ক নির্বাচনের দায়িত্ব বোর্ডের। আমাদের কাজ দল নির্বাচন করা। বোর্ডই পরিস্থিতি বিবেচনায় অধিনায়ক বেছে নেয়। আমি দায়িত্ব নেওয়ার পর ‘এ’ দল এবং হাই-পারফরম্যান্স দলের অধিনায়ক বাছাইয়ের সুপারিশ করেছি, কিন্তু জাতীয় দলের বিষয়ে নয়। তাই লিটনকে অধিনায়ক করার সিদ্ধান্ত বোর্ডের।’

এদিকে, তামিম ইকবাল এবং সাকিব আল হাসানের চ্যাম্পিয়ন্স ট্রফি খেলা নিয়ে ধোঁয়াশা এখনও কাটেনি। সাকিবের রাজনৈতিক ইস্যু এবং বোলিং অ্যাকশন সন্দেহের কারণে তার আন্তর্জাতিক ক্রিকেটে বোলিং চালিয়ে যাওয়া নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। অন্যদিকে, তামিম এনসিএল টি-টোয়েন্টি দিয়ে ক্রিকেটে ফিরেছেন এবং ইতোমধ্যেই দুইটি হাফ সেঞ্চুরি করেছেন।

তামিম প্রসঙ্গে আশরাফ বলেন, ‘তামিমের ফিটনেস আরও উন্নত করার প্রয়োজন। তবে দীর্ঘদিন খেলায় থাকলে খেলোয়াড়রাই জানেন কীভাবে নিজেদের প্রস্তুত করতে হয়। বোর্ড তার পাশে থাকবে এবং প্রয়োজনীয় সহায়তা দেবে।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এপ্রিলে সীমান্তে ১০১ কোটি টাকার চোরাচালান পণ্য জব্দ বিজিবির

আওয়ামী লীগকে নিষিদ্ধে সর্বদলীয় কনভেনশনের আহ্বান এবি পার্টির

আওয়ামী লীগসহ তাদের অঙ্গসংগঠনকে নিষিদ্ধ করতে হবে : সপু

সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘুর ওপর নিরাপত্তা নির্ভর করে না : তারেক রহমান

বিএনপি ক্ষমতায় গেলে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান দলীয়করণ করা হবে না : আমিনুল হক

কেশবপুরে পূজা উদযাপন ফ্রন্টের কর্মীসভা

আ.লীগ নিষিদ্ধের আন্দোলনে পানি ছেটানো নিয়ে যা জানাল ডিএনসিসি

স্কুল পড়ুয়া ৩৭ শিক্ষার্থী পেল বাইসাইকেল

স্বাস্থ্য পরামর্শ / হিটস্ট্রোক থেকে বাঁচতে পর্যাপ্ত পানি পান করতে হবে

বাবাকে হত্যায় মেয়ে শিফার দোষ স্বীকার

১০

সুন্দরবন দিয়ে ৬২ জনকে পুশইন বিএসএফের

১১

বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে পশ্চিমাঞ্চলের রেল যোগাযোগ বন্ধ

১২

নরসিংদীতে সাংবাদিকের ওপর দুর্বৃত্তদের হামলা, প্রাণনাশের হুমকি

১৩

আওয়ামী লীগ নিষিদ্ধের আন্দোলন নিয়ে এনসিপির বিশেষ বার্তা

১৪

পিবিপ্রবিতে গুচ্ছভুক্ত ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

১৫

ডিআইইউসাসের দিনব্যাপী সাংবাদিকতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

১৬

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেন লাইনচ্যুত, ঢাকার সঙ্গে চট্টগ্রাম-সিলেটের রেল যোগাযোগ বন্ধ

১৭

শিক্ষার্থীদের জন্য পানির ফিল্টার দিলেন ঢাবি ছাত্রদল নেতা

১৮

ঢাকা ছাড়াও আ.লীগ নিষিদ্ধের আন্দোলন হয়েছে যেসব জায়াগায়

১৯

পাক-ভারত উত্তেজনা : অতীতে কারা পেয়েছে সুবিধা, এবার সামনে কে?

২০
X