স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৬ ডিসেম্বর ২০২৪, ০৭:১৪ পিএম
অনলাইন সংস্করণ

লিটনের ফর্ম নিয়ে চিন্তিত বিসিবি

লিটন দাস। ছবি : সংগৃহীত
লিটন দাস। ছবি : সংগৃহীত

বাংলাদেশ জাতীয় দলের প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন সোমবার (১৬ ডিসেম্বর) জানিয়েছেন, টাইগার ব্যাটার লিটন দাসের সাম্প্রতিক সাদা বলের পারফরম্যান্স নিয়ে তারা উদ্বিগ্ন। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে লিটন যথাক্রমে ২, ৪ এবং ০ রান করেন। এরপর প্রথম টি-টোয়েন্টি ম্যাচেও শূন্য রানে আউট হন তিনি। সেই ম্যাচে যদিও বাংলাদেশ জয় পায় ৭ রানে।

শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় আশরাফ বলেন, ‘লিটনের ব্যাটিং সামর্থ্য নিয়ে দলের প্রত্যাশা বরাবরই বেশি। তবে সাম্প্রতিক সময়ে তিনি সাদা বলের ক্রিকেটে ধারাবাহিক নন। এ কারণেই টুর্নামেন্টের একটি গুরুত্বপূর্ণ ম্যাচে তাকে একাদশের বাইরে রাখা হয়েছিল।’

তিনি আরও যোগ করেন, ‘লিটন বর্তমানে টি-টোয়েন্টি দলের অধিনায়ক এবং একটি চলমান সিরিজের মধ্যে আছি। তাই এই মুহূর্তে তার ফর্ম নিয়ে বিস্তারিত কিছু বলা সম্ভব নয়। তবে আমরা অবশ্যই উদ্বিগ্ন যে তিনি যেভাবে আউট হচ্ছেন, সেটা ভালো লক্ষণ নয়। তার ব্যাটিংয়ে কোনও টেকনিক্যাল পরিবর্তন প্রয়োজন হলে কোচরা সহযোগিতা করবেন। প্রয়োজন হলে তাকে বিশ্রাম দেওয়ার ব্যবস্থা করা যেতে পারে। তবে পরের দুই ম্যাচে হয়তো তিনি ফিরে আসতেও পারেন।’

লিটনের অধিনায়কত্বের বিষয়ে আশরাফ বলেন, ‘জাতীয় দলের অধিনায়ক নির্বাচনের দায়িত্ব বোর্ডের। আমাদের কাজ দল নির্বাচন করা। বোর্ডই পরিস্থিতি বিবেচনায় অধিনায়ক বেছে নেয়। আমি দায়িত্ব নেওয়ার পর ‘এ’ দল এবং হাই-পারফরম্যান্স দলের অধিনায়ক বাছাইয়ের সুপারিশ করেছি, কিন্তু জাতীয় দলের বিষয়ে নয়। তাই লিটনকে অধিনায়ক করার সিদ্ধান্ত বোর্ডের।’

এদিকে, তামিম ইকবাল এবং সাকিব আল হাসানের চ্যাম্পিয়ন্স ট্রফি খেলা নিয়ে ধোঁয়াশা এখনও কাটেনি। সাকিবের রাজনৈতিক ইস্যু এবং বোলিং অ্যাকশন সন্দেহের কারণে তার আন্তর্জাতিক ক্রিকেটে বোলিং চালিয়ে যাওয়া নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। অন্যদিকে, তামিম এনসিএল টি-টোয়েন্টি দিয়ে ক্রিকেটে ফিরেছেন এবং ইতোমধ্যেই দুইটি হাফ সেঞ্চুরি করেছেন।

তামিম প্রসঙ্গে আশরাফ বলেন, ‘তামিমের ফিটনেস আরও উন্নত করার প্রয়োজন। তবে দীর্ঘদিন খেলায় থাকলে খেলোয়াড়রাই জানেন কীভাবে নিজেদের প্রস্তুত করতে হয়। বোর্ড তার পাশে থাকবে এবং প্রয়োজনীয় সহায়তা দেবে।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তরুণদের সঙ্গে মতবিনিময় তারেক রহমান / ৪ কোটি নারীর হাতে থাকবে ফ্যামিলি কার্ড

৪১৯ উপজেলায় ভর্তুকি মূল্যে চাল বিক্রি শুরু, কেজিপ্রতি কত

সিলেটে জনসভায় যোগ দিলেন তারেক রহমান

এবার আপিলে যাচ্ছেন বিএনপির মঞ্জুরুল আহসান মুন্সী

পদত্যাগের ঘোষণা জামায়াত নেতার

১০০০ গোলের মাইলফলক থেকে মাত্র ৪০ গোল দূরে রোনালদো

নাটোর-২ আসনের জনগণ বিপুল ভোটে বিজয়ী করবে: দুলু

পাকিস্তানে মার্কেটে আগুন, এক দোকানেই মিলল ৩০ মরদেহ

পুলিশের সঙ্গে ঢাকা কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষ, ইটপাটকেল নিক্ষেপ 

৬০ পেরিয়ে নতুন প্রেমিকা নিয়ে মুখ খুললেন আমির

১০

ভাইবোনের উপহারে ছাড় দিলেও শ্বশুরবাড়ির উপহারে দিতে হবে কর

১১

কানায় কানায় পূর্ণ আলিয়া মাদ্রাসার মাঠ

১২

৮৪ বছর ধরে পড়ে আছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের যুদ্ধবিমানের ধ্বংসাবশেষ

১৩

জব্দকৃত ১০৩ মণ জাটকা গেল এতিমখানায়

১৪

ক্লাস চলাকালীন জবি ক্যাম্পাসে মাইক ও খেলাধুলা নিষিদ্ধ

১৫

রক্তচাপ কমাতে সাহায্য করে যে ৮ খাবার

১৬

বিয়ে করেছেন শাকিব-মান্নার নায়িকা

১৭

আপনার শিশুকে সবজি খাওয়ানোর সহজ কিছু উপায়

১৮

‘সব প্রশ্নের উত্তর দিতে নেই’—মা হওয়ার গুঞ্জনে কি শাকিবের পথেই হাঁটছেন বুবলী

১৯

নিজেকে ‘এমএলএ ফাটাকেষ্ট’ বললেন এমপি প্রার্থী

২০
X