স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ৩১ ডিসেম্বর ২০২৪, ০৮:৩৯ পিএম
আপডেট : ৩১ ডিসেম্বর ২০২৪, ০৯:০৭ পিএম
অনলাইন সংস্করণ
বিপিএল ২০২৫

দ্বিতীয় ম্যাচেও রংপুরের জয়

ভালো বোলিংয়ে দুর্দান্ত জয়ই তুলে নিয়েছে রংপুর। ছবি : সংগৃহীত
ভালো বোলিংয়ে দুর্দান্ত জয়ই তুলে নিয়েছে রংপুর। ছবি : সংগৃহীত

বিপিএলে নিজেদের দ্বিতীয় ম্যাচে মাঠে নেমেছিল নুরুল হাসান সোহানের রংপুর রাইডার্স। প্রথম ম্যাচের মতো দ্বিতীয় ম্যাচেও জয় তুলে নিয়েছে রংপুর রাইডার্স। মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্টিত দিনের দ্বিতীয় ম্যাচে সিলেট স্ট্রাইকার্সকে ৩৪ রানে হারিয়েছে সোহান-সাইফউদ্দিনরা।

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) বিকেল ৫টায় শুরু হওয়া ম্যাচে টস জিতে আগে ব্যাটিং করে ৬ উইকেট হারিয়ে ১৫৫ রান করে রংপুর। জবাবে সিলেট ৯ ‍উইকেট হারিয়ে করে ১২১ রান। এর ফলে ৩৪ রানের জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান নিজেদের করে নিল রংপুর।

রংপুরের শুরুটা ভালো না হলেও অধিনায়ক নুরুল হাসান সোহান ও ইফতিখার আহমেদের দায়িত্বশীল ব্যাটিংয়ে তারা ১৫৫ রানের লড়াকু পুঁজি গড়ে।

ইনিংসের শুরুতেই চাপে পড়ে রংপুর। সিলেটের পেসার তানজিম হাসান সাকিব ও আল-আমিন হোসেন দারুণ বোলিং করে প্রথম ৬ ওভারে রংপুরকে মাত্র ৩৩ রানে ৩ উইকেট হারাতে বাধ্য করেন। এমন পরিস্থিতিতে ইফতিখার আহমেদ দলের হাল ধরেন। ধীরগতির ইনিংসে ৪২ বলে ৪টি চার ও ১ ছক্কায় ৪৭ রান করেন এই পাকিস্তানি ব্যাটার। অন্যদিকে, অধিনায়ক সোহান আক্রমণাত্মক ব্যাটিংয়ে ২৪ বলে ৪টি চার ও ২ ছক্কায় ৪১ রান করে দলকে এগিয়ে নেন।

শেষদিকে শেখ মেহেদীর ৮ বলে ১৬ রান এবং খুশদিল শাহর ১৬ বলে ২১ রানের ছোট কিন্তু কার্যকর ইনিংসে রংপুর নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৫৫ রান করে। সিলেটের পক্ষে তানজিম হাসান সাকিব ও আল-আমিন হোসেন নেন ২টি করে উইকেট।

লক্ষ্য তাড়ায় সিলেটের শুরুটা ছিল বিপর্যস্ত। দলীয় মাত্র ৪ রানে ওপেনার জর্জ মুনসী আউট হন। জাকির হাসান দ্রুতগতিতে রান করার আভাস দিলেও ১২ বলে ১৮ রান করে ফিরে যান। এরপর রনি তালুকদার একপ্রান্ত আগলে রাখার চেষ্টা করলেও, অন্য প্রান্তে নিয়মিত উইকেট হারাতে থাকে সিলেট। পল স্টার্লিং মাত্র ৬ রান এবং আরিফুল হক শূন্য রানে আউট হন।

জাকের আলি অনিক ধীরগতির ইনিংস খেলে দলের ওপর চাপ বাড়িয়ে দেন। ৩৩ বলে ২২ রান করা এই ব্যাটার একটি ছক্কা হাঁকানোর পরপরই আউট হন। রনি তালুকদার ৩৬ বলে সর্বোচ্চ ৪১ রান করেন। তবে সিলেটের আর কোনো ব্যাটার বলার মতো পারফরম্যান্স দেখাতে পারেননি।

রংপুরের হয়ে দুর্দান্ত বোলিং করেন নাহিদ রানা। তিনি ৪টি উইকেট শিকার করে সিলেটের ব্যাটিং লাইনআপ ধসিয়ে দেন। এ ছাড়া মোহাম্মদ সাইফউদ্দিন ও খুশদিল শাহ নেন ২টি করে উইকেট।

ফলস্বরূপ, নির্ধারিত ২০ ওভারে সিলেট ৯ উইকেটে ১২১ রানে থেমে যায়, আর রংপুর ৩৪ রানে জয় তুলে নেয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেসিকে না পারলেও রোনালদোকে ছাড়িয়ে গেছেন টেইলর সুইফট

কিডনি রোগ হলে কী কী লক্ষণ হবে শরীরে

এবার ৫ কোটি টাকা চাঁদাবাজির মামলায় সমন্বয়ক রিয়াদ রিমান্ডে 

কাগজপত্র জালিয়াতি করে অধ্যক্ষ হয়েছেন জাকির হোসেন

বিপিএলে ১ বলে ১৫ রান দেওয়া বোলার এবার দিলেন ১ বলে ২২ রান!

পেছাল রাকসু নির্বাচনের তারিখ, প্রতিবাদে শিবিরের বিক্ষোভ

রুমমেটকে ছুরিকাঘাত, ঘটনাটি সাজানো বললেন ভিপি প্রার্থী জালাল

ইরানে ফিরলেন আইএইএ পরিদর্শকরা, পরমাণু সহযোগিতা অনিশ্চিত

জরায়ুমুখের ক্যানসার কেন হয়, কারা বেশি ঝুঁকিতে আছেন?

প্রেমিকাকে ফ্ল্যাট ভাড়া দিলেন হৃত্বিক, নেবেন কত রুপি?

১০

বাজারে চিংড়ির খোলসের ভেতর জেলি, অতঃপর...

১১

ডিএমপির ডিবিপ্রধান হলেন শফিকুল ইসলাম

১২

জম্মু-কাশ্মীরে বৈষ্ণোদেবী মন্দিরের পথে ভয়াবহ ধস, ৩০ জনের মৃত্যু

১৩

আত্মহত্যায় সাহায্যের অভিযোগে চ্যাটজিপিটির বিরুদ্ধে মামলা

১৪

স্বপ্ন ছোঁয়ার আগেই থেমে গেল অরণ্যের জীবন

১৫

সন্তানকে বাঁচাতে মেট্রোরেলের গেট ধরে মায়ের আহাজারি

১৬

এবার নতুন কর্মসূচির ঘোষণা প্রকৌশল শিক্ষার্থীদের

১৭

অভিনেত্রী মানেই পোশাক খুলে দাঁড়িয়ে পড়বে?

১৮

প্রীতির হ্যাটট্রিকে নেপালের বিপক্ষে আরেকটি জয় বাংলাদেশের

১৯

গ্রেপ্তার ডাকসুর ভিপি প্রার্থী জালালকে নিয়ে রাশেদের পোস্ট

২০
X