ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ : ১৫ আগস্ট ২০২৩, ০৭:২৪ পিএম
অনলাইন সংস্করণ

এখনই রিয়াদের শেষ দেখছেন না সুজন

এখনো মাহমুদউল্লাহর সামনে সুযোগ দেখছেন সুজন। ছবি : সংগৃহীত
এখনো মাহমুদউল্লাহর সামনে সুযোগ দেখছেন সুজন। ছবি : সংগৃহীত

বর্তমানে দেশের ক্রিকেট অঙ্গনে আলোচনার কেন্দ্রবিন্দু মাহমুদউল্লাহ রিয়াদ। সিনিয়র এই ক্রিকেটারকে ছাড়াই এশিয়া কাপের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ। অনেকের ধারণা, রিয়াদ নিজের শেষ ম্যাচটা খেলে ফেলেছেন । তবে এসব ধারণার বাইরেও আছেন অনেকে। যার মধ্যে রয়েছে বাংলাদেশের সাবেক অধিনায়ক খালেদ মাহমুদ সুজন। তার মতে, রিয়াদের কাছে এখনো সুযোগ রয়েছে।

আজ জাতীয় শোক দিবসের অনুষ্ঠানে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বিসিবি কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি বলেন, ‘আমি এখনই বলব না যে ওর শেষটা দেখছি। এখনো রিয়াদ ভালো লড়াকু মানসিকতা রাখে। দলের কম্বিনেশন বা যে কারণেই বাদ পড়ুক না কেন, তাতে ভেঙে পড়ার কিছু নেই। এটাও সত্যি কথা, রিয়াদের বয়সও হচ্ছে। তবে আমি এখনো বিশ্বাস করি, রিয়াদ যেভাবে লড়াই করে, চেষ্টা করে, তাতে ‘শেষ হয়ে গেছে’ বলাটা ঠিক হবে না। সুযোগ আবার আসতেও পারে।’

রিয়াদের প্রতি সুজনের আবার আলাদা কিছু প্রত্যাশাও আছে। তিনি বলেন, 'নিজের সাথে লড়াই করবে (রিয়াদ) এবং নিজের সাথে লড়াই করাটাই সবচেয়ে বড় লড়াই হবে। আমার মনে হয় ইটস টু আর্লি টু সে রিয়াদ শেষ হয়ে গেছে। ওয়ান্স ইউ আর এ ক্রিকেটার, ইউ আর এ ক্রিকেটার। রিয়াদ যতক্ষণ না পর্যন্ত বলছে ও শেষ করছে, ততক্ষণ পর্যন্ত পাইপলাইনে সে অবশ্যই থাকবে। রিয়াদ বাংলাদেশে খেলার মতো যোগ্যতা অবশ্যই রাখে।'

সুজন আরও বলেন, 'কেউ খারাপ খেলুক, রিয়াদ ওখানে জায়গা করে নিক আমি এটাও বলছি না। আবার এটাও বলতে পারি না, কেউ ইনজুরি আক্রান্ত হোক আর রিয়াদ ওখানে খেলুক। রিয়াদের যদি যোগ্যতা থাকে সে অবশ্যই সুযোগ করে নেবে। তবে আমি এটা বলতে চাই, বিশ্বকাপটাই রিয়াদের শেষ কেন। বিশ্বকাপ তো অক্টোবরে শেষ। এরপর তো অনেক ক্রিকেট আছে। রিয়াদ যদি ইয়ো ইয়ো টেস্টে ১৭.৬ পায়, তাহলে তো ও নিজেকে তৈরি করে আরও এক বছর চেষ্টা করতে পারে।

তিনি আরও উল্লেখ করেন, 'কোনো একটা বিশ্বকাপ আসুক, সেটা ওয়ানডে বা টি-টোয়েন্টি... কোনো ক্রিকেটার সুযোগ না পেলে আপনারা বলেন শেষ হয়ে গেল। রিয়াদ তো আর অন্য কিছু করে না, এটাই তার পেশা। আমার মনে হয় ও ঘরোয়া ক্রিকেট খেলবে। আমার ক্যারিয়ারে আমি দশবার বাদ পড়েছি, দশবার ঢুকে গেছি। এটা ইস্যু বানানোর কিছু নাই। রিয়াদ গুরুত্বপূর্ণ ক্রিকেটার। সুযোগ পায়নি। যে পেয়েছে, সে হয়তো এই মুহূর্তে কাজে লাগবে। ফেয়ার এনাফ... তবে হ্যাঁ, রিয়াদের অভিজ্ঞতা যেটা আমাদের বর্তমান মিডল অর্ডারে কারো কাছে নেই। আমি মনে করি, অভিজ্ঞতা সবসময় বিবেচনা করা হয়।'

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভূমিকম্পে হতাহতের ঘটনায় তারেক রহমানের শোক

টানা ৩০ দিন প্রতি রাতে জিরা ভেজানো পানি পান করলে কী হয়?

যে মাত্রায় ভূমিকম্প হয়েছে তার তুলনায় ‘ইনজুরড’ বেশি : স্বাস্থ্য উপদেষ্টা

মোটরসাইকেল না দেয়ায় বাড়িতে পেট্রোল ও ককটেল বিস্ফোরণ যুবকের

পাকিস্তানে বয়লার বিস্ফোরণে ১৫ শ্রমিক নিহত

অ্যাশেজ সিরিজ : ১০০ বছরে এমন ঘটনা এবারই প্রথম ঘটল

আগামী নির্বাচনে ছাত্র-জনতা দুর্নীতিবাজদের লাল কার্ড দেখাবে : গোলাম পরওয়ার

সপ্তাহের সেরা চাকরির বিজ্ঞপ্তি, পদ সংখ্যা ৩ হাজারেরও বেশি

ভূমিকম্পে ৪ জেলায় নিহত ৭, আহত দুই শতাধিক

সেনাকুঞ্জে পৌঁছেছেন খালেদা জিয়া

১০

৩০ মিনিটে ৯ কোটি টাকা লুট

১১

আইপিএল নিলামে বাংলাদেশের ৩ ক্রিকেটার

১২

ভূমিকম্প শেষে নারায়ণগঞ্জ বন্দরে তুলার গুদামে আগুন

১৩

নাকে আইফোনের তার ঢুকিয়ে ভয়াবহ প্রতারণা

১৪

কিবরিয়া হত্যায় আটক ব্যক্তির মৃত্যু, ব্যাখ্যা দিল ডিএমপি

১৫

যে ভূমিকম্পে পরিবর্তন হয়ে যায় পৃথিবীর ঘূর্ণনগতি

১৬

ভূমিকম্পে দুর্ঘটনা সম্পর্কিত যোগাযোগের জন্য জরুরি নিয়ন্ত্রণ কক্ষ চালু

১৭

প্রধান উপদেষ্টার সঙ্গে তিন বাহিনীর প্রধানদের সাক্ষাৎ

১৮

নরসিংদীতে ভূমিকম্পে শিশুসহ নিহত ২, আহত শতাধিক

১৯

রাতে ফোন চার্জে রেখে ঘুমালে কি ফোনে আগুন লাগতে পারে?

২০
X