স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১২ জানুয়ারি ২০২৫, ১০:৫১ পিএম
অনলাইন সংস্করণ

টানা ছয় হারের পর ঢাকার দুর্দান্ত প্রত্যাবর্তন

দুর্দান্ত ব্যাটিংয়ের পর দারুণ বোলিংয়ে জয় নিজেদের করে নিয়েছে ঢাকা। ছবি : সংগৃহীত
দুর্দান্ত ব্যাটিংয়ের পর দারুণ বোলিংয়ে জয় নিজেদের করে নিয়েছে ঢাকা। ছবি : সংগৃহীত

টানা ছয় হারের দুঃস্বপ্ন পেরিয়ে রাজকীয়ভাবে বিপিএলে ঘুরে দাঁড়াল ঢাকা ক্যাপিটালস। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে দুর্বার রাজশাহীর বিপক্ষে লিটন দাস ও তানজিদ হাসান তামিমের ঝোড়ো ব্যাটিংয়ে রেকর্ড বইয়ের পাতা ওলটপালট হয়ে গেল। তাদের অসাধারণ পারফরম্যান্সে বিপিএলের ইতিহাসে সর্বোচ্চ দলীয় রানসহ আরও বেশ কিছু রেকর্ড গড়ে ১৪৯ রানের বিশাল জয় পেয়েছে ঢাকার দলটি।

ঢাকা ক্যাপিটালস প্রথম ইনিংসে মাত্র এক উইকেট হারিয়ে তোলে ২৫৪ রান। এটি বিপিএলের ইতিহাসে সর্বোচ্চ দলীয় সংগ্রহ। এর আগে ২০১৯ সালে রংপুর রাইডার্স চট্টগ্রামের বিপক্ষে ২৩৯ রান তুলেছিল। লিটন দাস ৪৪ বলে ৮ চার ও ৭ ছক্কার সাহায্যে করেন ক্যারিয়ারের প্রথম টি-টোয়েন্টি সেঞ্চুরি। এটি বিপিএলে দ্বিতীয় দ্রুততম সেঞ্চুরি এবং বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে দ্রুততম সেঞ্চুরি। লিটন এই রেকর্ডে ভাগ বসিয়েছেন ক্রিস গেইলের সঙ্গে, যিনি ২০১২ সালে ৪৪ বলেই সেঞ্চুরি করেছিলেন।

অন্যদিকে, তানজিদ হাসান তামিম ইনিংসের শেষ ওভারে সেঞ্চুরি পূর্ণ করেন। ১০৮ রানে অপরাজিত তামিম বিপিএলে দ্বিতীয় বাংলাদেশি হিসেবে দুটি সেঞ্চুরির রেকর্ড গড়লেন, তামিম ইকবালের সঙ্গে। লিটন ও তানজিদের ২৪১ রানের জুটি বিপিএলের ইতিহাসে সর্বোচ্চ পার্টনারশিপ। এর আগে এই রেকর্ড ছিল ব্রেন্ডন ম্যাককালাম ও ক্রিস গেইলের, যারা ২০১৭ সালের ফাইনালে করেছিলেন ২০১ রান।

২৫৫ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে দুর্বার রাজশাহী পুরোপুরি ভেঙে পড়ে। প্রথম ওভারেই সাজঘরে ফিরে যান পাকিস্তানি ব্যাটার মোহাম্মদ হারিস। এরপর অধিনায়ক এনামুল হক বিজয়ও শূন্য রানে বিদায় নেন। পাওয়ারপ্লেতে ৬ ওভারে ৪ উইকেট হারিয়ে মাত্র ৩৪ রান তোলে রাজশাহী।

শেষ দিকে রায়ান বার্ল কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করেন। তিনি ৩২ বলে ৪৭ রান করে অপরাজিত থাকলেও তা কেবল হারের ব্যবধানই কমায়। রাজশাহী ১০৫ রানে গুটিয়ে যায় এবং ১৪৯ রানের বড় ব্যবধানে জয় পায় ঢাকা ক্যাপিটালস।

ঢাকার হয়ে বল হাতে মুকিদুল ইসলাম মুগ্ধ, আবু জায়েদ রাহি, মোসাদ্দেক হোসেন সৈকত ও ফারমানউল্লাহ নেন দুটি করে উইকেট। এক উইকেট শিকার করেন মোস্তাফিজুর রহমান।

বিপিএলের শুরুতে টানা ছয় হার নিয়ে সমালোচনার শীর্ষে থাকা ঢাকা ক্যাপিটালসের জন্য এটি ছিল স্বস্তির জয়। শাকিব খানের মালিকানাধীন দলটি সিলেটে ব্যাটে-বলে রাজত্ব করে নিজেদের সামর্থ্যের প্রমাণ দিয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডেমরায় ময়লার গাড়ির ধাক্কায় দুই বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিহত

ইসলামিক জীবনধারায় ‘ইসলামিক স্মার্ট সিটি’র যাত্রা

পরপর ৩ জুমা না পড়লে যা ঘটে

ডাফির দাপটে তিন দিনেই কিউইদের টেস্ট জয়

শিশু সাজিদের শেষ প্রেসক্রিপশনে যা লিখলেন চিকিৎসক

ইউটিউবে স্ক্রিন বন্ধ রেখে গান শুনবেন যেভাবে

জাপানে আবারও শক্তিশালী ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি

নেতাকর্মীদের উদ্দেশে জামায়াত আমিরের বার্তা

তেঁতুলিয়ায় বইছে মৃদু শৈত্যপ্রবাহ, তাপমাত্রা ৯ ডিগ্রির ঘরে

স্কুলছাত্রীদের হিজাব নিষিদ্ধ করল অস্ট্রিয়া

১০

জজের বাসভবনের সামনে ককটেল বিস্ফোরণ, শহরজুড়ে আতঙ্ক

১১

আজ থেকে নতুন দামে স্বর্ণ বিক্রি শুরু

১২

মেট্রো চলাচল নিয়ে স্বস্তির বার্তা ডিএমটিসিএলের

১৩

বিজিবির অভিযানে সাড়ে ৮৭ লাখ টাকার অবৈধ সিগারেট জব্দ

১৪

নিষ্ঠার সঙ্গে কাজ করতে সদস্যদের প্রতি বিমানবাহিনী প্রধানের আহ্বান

১৫

সীমান্তে সংঘাতের মধ্যেই পার্লামেন্ট ভেঙে দিল থাইল্যান্ড

১৬

কুড়িয়ে পাওয়া শিশুকে দত্তক নিতে আগ্রহী ৪৫ পরিবার

১৭

ব্যাংক এশিয়ায় চাকরি, আবেদন করুন আজই

১৮

দলমত নির্বিশেষে খালেদা জিয়ার সুস্থতা কামনা করি : আব্দুল্লাহ

১৯

মেডিকেলে ভর্তি পরীক্ষা আজ, মানতে হবে যেসব নির্দেশনা

২০
X