স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১২ জানুয়ারি ২০২৫, ১০:৫১ পিএম
অনলাইন সংস্করণ

টানা ছয় হারের পর ঢাকার দুর্দান্ত প্রত্যাবর্তন

দুর্দান্ত ব্যাটিংয়ের পর দারুণ বোলিংয়ে জয় নিজেদের করে নিয়েছে ঢাকা। ছবি : সংগৃহীত
দুর্দান্ত ব্যাটিংয়ের পর দারুণ বোলিংয়ে জয় নিজেদের করে নিয়েছে ঢাকা। ছবি : সংগৃহীত

টানা ছয় হারের দুঃস্বপ্ন পেরিয়ে রাজকীয়ভাবে বিপিএলে ঘুরে দাঁড়াল ঢাকা ক্যাপিটালস। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে দুর্বার রাজশাহীর বিপক্ষে লিটন দাস ও তানজিদ হাসান তামিমের ঝোড়ো ব্যাটিংয়ে রেকর্ড বইয়ের পাতা ওলটপালট হয়ে গেল। তাদের অসাধারণ পারফরম্যান্সে বিপিএলের ইতিহাসে সর্বোচ্চ দলীয় রানসহ আরও বেশ কিছু রেকর্ড গড়ে ১৪৯ রানের বিশাল জয় পেয়েছে ঢাকার দলটি।

ঢাকা ক্যাপিটালস প্রথম ইনিংসে মাত্র এক উইকেট হারিয়ে তোলে ২৫৪ রান। এটি বিপিএলের ইতিহাসে সর্বোচ্চ দলীয় সংগ্রহ। এর আগে ২০১৯ সালে রংপুর রাইডার্স চট্টগ্রামের বিপক্ষে ২৩৯ রান তুলেছিল। লিটন দাস ৪৪ বলে ৮ চার ও ৭ ছক্কার সাহায্যে করেন ক্যারিয়ারের প্রথম টি-টোয়েন্টি সেঞ্চুরি। এটি বিপিএলে দ্বিতীয় দ্রুততম সেঞ্চুরি এবং বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে দ্রুততম সেঞ্চুরি। লিটন এই রেকর্ডে ভাগ বসিয়েছেন ক্রিস গেইলের সঙ্গে, যিনি ২০১২ সালে ৪৪ বলেই সেঞ্চুরি করেছিলেন।

অন্যদিকে, তানজিদ হাসান তামিম ইনিংসের শেষ ওভারে সেঞ্চুরি পূর্ণ করেন। ১০৮ রানে অপরাজিত তামিম বিপিএলে দ্বিতীয় বাংলাদেশি হিসেবে দুটি সেঞ্চুরির রেকর্ড গড়লেন, তামিম ইকবালের সঙ্গে। লিটন ও তানজিদের ২৪১ রানের জুটি বিপিএলের ইতিহাসে সর্বোচ্চ পার্টনারশিপ। এর আগে এই রেকর্ড ছিল ব্রেন্ডন ম্যাককালাম ও ক্রিস গেইলের, যারা ২০১৭ সালের ফাইনালে করেছিলেন ২০১ রান।

২৫৫ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে দুর্বার রাজশাহী পুরোপুরি ভেঙে পড়ে। প্রথম ওভারেই সাজঘরে ফিরে যান পাকিস্তানি ব্যাটার মোহাম্মদ হারিস। এরপর অধিনায়ক এনামুল হক বিজয়ও শূন্য রানে বিদায় নেন। পাওয়ারপ্লেতে ৬ ওভারে ৪ উইকেট হারিয়ে মাত্র ৩৪ রান তোলে রাজশাহী।

শেষ দিকে রায়ান বার্ল কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করেন। তিনি ৩২ বলে ৪৭ রান করে অপরাজিত থাকলেও তা কেবল হারের ব্যবধানই কমায়। রাজশাহী ১০৫ রানে গুটিয়ে যায় এবং ১৪৯ রানের বড় ব্যবধানে জয় পায় ঢাকা ক্যাপিটালস।

ঢাকার হয়ে বল হাতে মুকিদুল ইসলাম মুগ্ধ, আবু জায়েদ রাহি, মোসাদ্দেক হোসেন সৈকত ও ফারমানউল্লাহ নেন দুটি করে উইকেট। এক উইকেট শিকার করেন মোস্তাফিজুর রহমান।

বিপিএলের শুরুতে টানা ছয় হার নিয়ে সমালোচনার শীর্ষে থাকা ঢাকা ক্যাপিটালসের জন্য এটি ছিল স্বস্তির জয়। শাকিব খানের মালিকানাধীন দলটি সিলেটে ব্যাটে-বলে রাজত্ব করে নিজেদের সামর্থ্যের প্রমাণ দিয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খালেদা জিয়াকে প্রার্থী ঘোষণা করায় ফেনীতে উচ্ছ্বাস

মেসিকে সেরা মানতে নারাজ রোনালদো!

বগুড়ায় বিএনপির প্রার্থী হলেন যারা

ফিফপ্রোর বর্ষসেরা একাদশ ঘোষণা, জায়গা পেলেন কারা?

দাবি আদায়ে নতুন কর্মসূচি মুক্তিযোদ্ধা পরিবার ও বস্তিবাসীদের

তুরাগে মোস্তফা জামানের উঠান বৈঠকে জনতার ঢল

বিএনপি শুধু পরিবর্তনের কথা বলে না, বাস্তবায়নও করে : মিল্লাত

বগুড়ায় খালেদা জিয়া ও তারেক রহমান প্রার্থী হওয়ায় আনন্দ মিছিল

বিএনপি-জামায়াতের প্রার্থী হয়ে ভোটযুদ্ধে আপন দুই ভাই

বাবার আসন পুনরুদ্ধারে লড়বেন নায়াব ইউসুফ

১০

সহকর্মীকে আপত্তিকর মন্তব্যের দায়ে নিউরোসার্জনকে অব্যাহতি

১১

সম্মিলিত খতমে নবুওয়ত পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

১২

শাহরাস্তি-হাজীগঞ্জে বিএনপির ভরসা মমিনুল হক

১৩

৪৫ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বহালসহ ৮ দাবিতে আলটিমেটাম

১৪

বিএনপির মনোনয়ন বঞ্চিতদের ‘সুখবর’ দিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

১৫

এনসিপির প্রার্থী ঘোষণা শিগগিরই, যেসব আসনে লড়তে পারেন শীর্ষ নেতারা

১৬

যে জেলার কোনো আসনেই প্রার্থী দেয়নি বিএনপি

১৭

সেই প্রিয়াঙ্কাতেই আস্থা বিএনপির

১৮

ঢাকা-১৪ আসনে বিএনপির প্রার্থী ‘মায়ের ডাকের’ তুলি

১৯

কুমিল্লার ৯ আসনে যাদের পেল বিএনপি

২০
X