স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৩ জানুয়ারি ২০২৫, ১০:৪৩ পিএম
অনলাইন সংস্করণ

বিপিএলে রংপুর রাইডার্সের জয়রথ অব্যাহত

টানা ৭ ম্যাচ জিতল রংপুর রাইডার্স। ছবি : সংগৃহীত
টানা ৭ ম্যাচ জিতল রংপুর রাইডার্স। ছবি : সংগৃহীত

রংপুর রাইডার্স যেন অপ্রতিরোধ্য। সিলেট পর্বের শেষ ম্যাচে খুলনা টাইগার্সকে ৮ রানে হারিয়ে চলতি বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) অপরাজিতই থাকল রংপুর। এ জয়ের মধ্য দিয়ে তারা সিলেট পর্ব শেষ করল জয়রথ অব্যাহত রেখে। এবার টুর্নামেন্টের উত্তাপ ছড়াবে চট্টগ্রামে।

সোমবার (১৩ জানুয়ারি) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় রংপুর। নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১৮৬ রানের বড় পুঁজি গড়ে তারা। জবাবে খুলনা ৯ উইকেটে ১৭৮ রানে থেমে যায়, যদিও শেষ মুহূর্তে ম্যাচের ফল যেকোনো দিকেই যেতে পারত।

রংপুরের শুরুটা খুব একটা ভালো হয়নি। ওপেনার স্টিভেন টেইলর (১) এবং সাইফ হাসান (৭) দ্রুতই প্যাভিলিয়নে ফেরেন। তবে তৌফিক খান (৩৬) এবং ইফতিখার আহমেদের (৪৩) ব্যাটিং রক্ষা করে দলকে। ইফতিখারের ৩৬ বলে ৪৩ রানের ইনিংস ছিল ইনিংসের মেরুদণ্ড।

শেষদিকে খুশদিল শাহ রীতিমতো তাণ্ডব চালান। মাত্র ৩৫ বলে ৭৩ রানের বিধ্বংসী ইনিংস খেলে রংপুরকে চ্যালেঞ্জিং স্কোর এনে দেন। খুলনার হয়ে হাসান মাহমুদ ২ উইকেট নেন, তবে বাকি বোলাররা রংপুরের ব্যাটিং দমাতে ব্যর্থ হন।

১৮৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে খুলনার শুরুটা ঠিক খারাপ ছিল না। দলীয় ৩১ রানে ওপেনার দারবিশ রাসুলি (১৭) আউট হন। তবে মোহাম্মদ নাঈম (৫৮) এবং অধিনায়ক মেহেদি হাসান মিরাজ (৩৯) মিলে দলের স্কোরবোর্ড সচল রাখেন।

মিরাজ আউট হলেও আফিফকে নিয়ে জয়ের দিকেই ছুটছিলেন নাঈম শেখ। তবে তিনি বিদায় নেন ৫০ রান বাকি থাকতে। এরপরও মধ্য ওভারে আফিফ হোসেন (২৯) এবং মাহিদুল ইসলাম অঙ্কন (১৫) দ্রুত রান তোলার চেষ্টা করলে মনে হচ্ছিল প্রথম হারের স্বাদ পেতে যাচ্ছে রংপুর। তবে ৮ রানে ৫ উইকেট নিয়ে রংপুরের বোলাররা তাদের বেশিক্ষণ টিকতে দেননি। শেষদিকে অভিজ্ঞ ইমরুল কায়েস (৫) দলের জয়ের স্বপ্ন জাগালেও তা বাস্তবায়িত হয়নি।

রংপুরের হয়ে আতিক জাভেদ ৩টি এবং সাইফউদ্দিন ২টি উইকেট নেন। খুশদিল শাহ এবং মেহেদি হাসানের কৌশলী বোলিংও খুলনার রান তোলার গতি থামিয়ে দেয়।

সিলেট পর্ব শেষ করে এখন বিপিএলের উত্তাপ ছড়াবে চট্টগ্রামে। তবে খুলনার জন্য এই পরাজয় ছিল বেদনাদায়ক, কারণ জয় থেকে তারা মাত্র ৮ রান দূরে ছিল। অন্যদিকে, রংপুর তাদের জয়রথ অব্যাহত রেখে শিরোপার অন্যতম দাবিদার হিসেবে নিজেদের প্রমাণ করেছে।

সিলেট পর্বে এটাই ছিল শেষ ম্যাচ। এবার চট্টগ্রামের সমর্থকরা অপেক্ষা করছে বিপিএলের নতুন রোমাঞ্চের।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জুলাই অভ্যুত্থানের মামলায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

এত চেষ্টা করেও দিল্লির আকাশে মিলল না এক ফোঁটা পানি

মালয়েশিয়ায় পাচারকালে নারী-শিশুসহ ২৬ রোহিঙ্গা উদ্ধার

শিক্ষকদের আপত্তি টিকল না, লটারিতেই স্কুলে ভর্তি

প্লট দুর্নীতি  / আত্মসমর্পণ করে কারাগারে রাজউকের খুরশিদ

ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৯৬৪

টেকসই গণতন্ত্র, সুশাসন ও জবাবদিহিতা ছাড়া দেশের উন্নয়ন সম্ভব নয় : মাসুদ সাঈদী

মুখ ধোয়ার জন্য বার সাবান ভালো না কি খারাপ? যা বলছেন বিশেষজ্ঞরা

পুলিশি তৎপরতায় ধানুশ-রজনীকান্ত

যে চরের সন্তানদের সঙ্গে বিয়ে করাতে নারাজ অনেকে

১০

১০ বছর পর অব্যাহতি পেলেন বিএনপি-জামায়াতের ৪৭ নেতাকর্মী

১১

মিথ্যা তথ্য দেওয়ায় / ১২৮ জুলাই যোদ্ধার গেজেট বাতিল

১২

নাফ নদ থেকে ৭ বাংলাদেশিকে ধরে নিয়ে গেল আরাকান আর্মি

১৩

বন্যাপ্রবণ নদ-নদীর পানি দ্রুত বাড়ার শঙ্কা

১৪

ডিসেম্বরের প্রথম সপ্তাহে জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা

১৫

আসছে এনইআইআর / ১৬ ডিসেম্বর থেকে বন্ধ হচ্ছে অবৈধ মোবাইল ফোন

১৬

১৫ নভেম্বরের মধ্যে নির্বাচনী প্রস্তুতি শেষ করার তাগিদ

১৭

ফ্যানের সঙ্গে ঝুলছিলেন মা, খাটে শিশুর নিথর দেহ

১৮

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বড় নিয়োগ, আবেদন যেভাবে

১৯

প্রবাসী হয়েও রাজশাহীর রাজনীতির মাঠে আলোচনায় ‘মানবিক মিঠু’

২০
X