স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২২ জানুয়ারি ২০২৫, ০৮:৪৯ পিএম
অনলাইন সংস্করণ

ভারতের চ্যাম্পিয়ন্স ট্রফির জার্সিতে থাকবে পাকিস্তানের নাম

আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি। ছবি : সংগৃহীত
আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি। ছবি : সংগৃহীত

ভারতের চ্যাম্পিয়ন্স ট্রফির জার্সি নিয়ে চলমান বিতর্কের অবসান ঘটিয়ে বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই) নিশ্চিত করেছে যে, তারা আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)-এর নির্ধারিত গাইডলাইন অনুসরণ করবে। এর ফলে ভারতের অফিসিয়াল জার্সিতে আইসিসি অনুমোদিত লোগো থাকবে, যেখানে পাকিস্তানের নামও অন্তর্ভুক্ত রয়েছে।

বিসিসিআই-এর সচিব দেবজিত সাইকিয়া স্পষ্ট জানিয়েছেন, ‘আমরা আইসিসি’র গাইডলাইন অনুসরণ করবো,’ — ক্রিকবাজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন। ভারতীয় জার্সিতে পাকিস্তানের উল্লেখ থাকা নিয়ে প্রশ্ন করা হলে সাইকিয়া পুনরায় জোর দিয়ে বলেন, ‘আমরা আইসিসি’র নির্দেশনা মেনে চলবো।’

পাকিস্তানে খেলতে যাবে না ভারত, তবে লোগোতে থাকবে তাদের নাম

চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫-এর আয়োজক পাকিস্তান হলেও, ভারতীয় দল তাদের ম্যাচ খেলবে দুবাইতে। ভারতের জার্সিতে পাকিস্তানের নাম থাকার বিষয়ে আপত্তি জানানো হলেও বিসিসিআই তা অনুসরণ করবে বলে নিশ্চিত করেছে।

আগামী ১৯ ফেব্রুয়ারি থেকে ৯ মার্চ পর্যন্ত অনুষ্ঠিতব্য এই টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ পাকিস্তানের করাচিতে অনুষ্ঠিত হবে। যদিও এখনো নিশ্চিত নয় যে ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেবেন কিনা, কারণ ২০০৮ সালের পর থেকে ভারত কোনো দ্বিপাক্ষিক বা বহুপাক্ষিক ক্রিকেট ইভেন্টের জন্য পাকিস্তান সফর করেনি।

বিশ্ব ক্রিকেট সংস্থার নিয়ম অনুযায়ী, প্রতিযোগিতায় অংশগ্রহণকারী দলগুলোকে তাদের কিট এবং জার্সি অনুমোদনের জন্য আইসিসি’র কাছে পাঠাতে হয়। ২০১৭ সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতেও ইংল্যান্ড দলকে ইংল্যান্ড ও ওয়েলস লেখা জার্সি পড়তে হয়েছিল, একইভাবে পাকিস্তান বিশ্বকাপ ২০২৩-এ ভারতের নামযুক্ত জার্সি পড়েছিল।

তবে, এশিয়া কাপে বিষয়টি ভিন্ন ছিল। ২০২৩ সালে অনুষ্ঠিত এশিয়া কাপে পাকিস্তান স্বাগতিক থাকলেও টুর্নামেন্টের লোগোতে তাদের নাম অন্তর্ভুক্ত ছিল না। এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) সেই সময় নীতিমালা পরিবর্তন করে হোস্ট দেশের নাম না রাখার সিদ্ধান্ত নিয়েছিল।

পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) বিষয়টি নিয়ে কোনো মন্তব্য করেনি এবং আইসিসি-ও আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানায়নি। জানা গেছে, বিসিসিআই এই বিষয়ে আইসিসি’র কাছে কোনো আনুষ্ঠানিক আবেদনও করেনি।

চ্যাম্পিয়ন্স ট্রফিকে কেন্দ্র করে ভারত-পাকিস্তান সম্পর্কের রাজনৈতিক উত্তাপের মধ্যেও ক্রিকেটের নিয়ম ও শর্ত মেনেই ভারতের অংশগ্রহণ নিশ্চিত হতে চলেছে। এখন দেখার বিষয়, মাঠের পারফরম্যান্স কেমন হয় এবং দুই দেশের ক্রিকেটীয় সম্পর্ক কোন দিকে মোড় নেয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জানাজায় ব্যস্ত খামারি, সেই সুযোগে ৮০০ হাঁস লুট

স্থানীয় সরকার নির্বাচনে থাকছে না দলীয় প্রতীক, অধ্যাদেশ জারি

‘বিএনপিকে শুধু বাংলাদেশে নয়, সারা বিশ্বের নেতারা বিশ্বাস করে’

৩৬ হাজারে বিক্রি ২৪ কেজির কোরাল

কিছু বিষয় আলোচনা না হলেও জুলাই সনদে রাখা হয়েছে : সালাহউদ্দিন

খাবারে বিষক্রিয়া, বন্ধ হলো রণবীরের সিনেমার শুটিং

ভিটাসহ শ্বশুরবাড়ি বিক্রি করে দিলেন নাজমুল

ব্রাজিল দলে জায়গা হারাচ্ছেন ভিনি!

সৌন্দর্যের রহস্য ফাঁস করলেন সানি লিওন

কম্পিউটারের জন্য নিখোঁজ, ১০ দিনেও মেলেনি রাকিবের সন্ধান

১০

বুকে ব্যথা, জ্ঞান হারালেন পাকিস্তানি অভিনেত্রী

১১

ডাকসু নির্বাচনে ছাত্রদলের মনোনয়নপত্র ক্রয় ঠেকাতে মব করা হয়েছে : রিজভী

১২

আশুলিয়ায় হত্যা মামলার আসামি যুবলীগ নেতা গ্রেপ্তার

১৩

ওয়াইফাইয়ের গতি কম? বাড়াবেন যে ১০ উপায়ে

১৪

জেনেভা ক্যাম্পের হত্যা মামলায় ২৬ আসামিকে গ্রেপ্তার  

১৫

রিয়ালের চুক্তির প্রস্তাব ফিরিয়ে দিলেন ভিনি

১৬

মাউশির চেয়ারম্যানসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

১৭

সচিবালয়ের সামনে জুলাই শহীদ পরিবার ও আহতদের অবস্থান

১৮

শিক্ষার্থীদের রাতের আড্ডা বন্ধে চৌদ্দগ্রাম ইউএনওর অভিযান

১৯

কাজে আসছে না কোটি টাকার নৌ অ্যাম্বুলেন্স

২০
X