স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৯ জানুয়ারি ২০২৫, ০৬:৪১ পিএম
অনলাইন সংস্করণ

রংপুরকে হারিয়ে প্লে-অফের দোরগোড়ায় চিটাগাং কিংস

দুর্দান্ত ব্যাটিং করেছেন হায়দার আলি। ছবি : সংগৃহীত
দুর্দান্ত ব্যাটিং করেছেন হায়দার আলি। ছবি : সংগৃহীত

টানা ৮ ম্যাচ জিতে সবার আগে প্লে-অফ নিশ্চিত করা রংপুর রাইডার্স এখন যেন ছন্দ হারিয়ে ফেলেছে! দারুণ ফর্মে থাকা দলটি হঠাৎই ব্যর্থতার বৃত্তে ঘুরপাক খাচ্ছে। এবার চিটাগাং কিংসের বিপক্ষেও ব্যাটিং ব্যর্থতায় ধরা খেল রাইডার্স। কম স্কোর গড়ে চাপে পড়ার পর বোলাররাও ম্যাচে ফিরিয়ে আনতে পারেননি দলকে। ফলে ৫ উইকেটের ব্যবধানে হারতে হলো তাদের।

এই জয়ে প্লে-অফের এক পা দিয়ে রাখলো চিটাগাং। ১০ ম্যাচ শেষে ৬ জয়ে ১২ পয়েন্ট নিয়ে টেবিলের তিন নম্বরে উঠে এসেছে তারা। সমান পয়েন্ট নিয়েই চারে রয়েছে দুর্বার রাজশাহী, তবে তাদের লিগ পর্বের ম্যাচ শেষ। পাঁচ নম্বরে থাকা খুলনা টাইগার্সের দুটি ম্যাচ বাকি, যা জিতলে তাদেরও ১২ পয়েন্ট হবে। ফলে শেষ চারে জায়গা নিশ্চিত করতে নেট রানরেটের হিসাব গুরুত্বপূর্ণ হয়ে উঠবে।

বুধবার (২৯ জানুয়ারি) টস হেরে আগে ব্যাট করতে নেমে রংপুর নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে সংগ্রহ করে মাত্র ১৪৩ রান। ইনিংসের শুরু থেকেই উইকেট হারিয়ে চাপে পড়ে যায় তারা। ওপেনার স্টিভেন টেইলর ৭ বল খেলে কোনো রান না করেই ফিরলে ধাক্কা খায় রংপুর। সৌম্য সরকার ২৩ রান করলেও ইনিংস বড় করতে পারেননি। তিন নম্বরে নেমে ব্যর্থ হন ইনফর্ম সাইফ হাসান, তার ব্যাট থেকে আসে মাত্র ৮ রান।

তবে একপ্রান্ত আগলে রেখে রংপুরকে লড়াইয়ে রাখার চেষ্টা করেছেন ইফতিখার আহমেদ। পাকিস্তানি ব্যাটার ৪৭ বলে ৬৫ রানের অপরাজিত ইনিংস খেললেও তার সঙ্গে বড় জুটি গড়ে স্কোর বাড়ানোর মতো কেউ ছিলেন না।

১৪৪ রানের সহজ লক্ষ্য তাড়া করতে নেমে চিটাগাং শুরুতেই ধাক্কা খায়। ওপেনার লাহিরু মিলান্থা মাত্র ৬ রান করে ফিরলে ভাঙে ১৩ রানের উদ্বোধনী জুটি। এরপর তিন নম্বরে নামা গ্রাহাম ক্লার্ক (১৫) ও মোহাম্মদ মিঠুন (১০) সুবিধা করতে পারেননি।

৬৩ রানে ৩ উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়লেও এরপর ম্যাচের লাগাম নিজেদের হাতে নিয়ে নেয় চিটাগাং। পারভেজ হোসেন ইমন ও হায়দার আলি মিলে ৪৩ রানের গুরুত্বপূর্ণ জুটি গড়েন। ইমন ৪১ রান করে আউট হলেও হায়দার আলির দুর্দান্ত ব্যাটিংয়ে জয় নিশ্চিত করে চিটাগাং।

মাত্র ১৮ বলে ৪৮ রানের বিধ্বংসী ইনিংস খেলে অপরাজিত থাকেন হায়দার। তার ব্যাটিং ঝড়েই ১৭.৪ ওভারেই জয় তুলে নেয় চিটাগাং কিংস, হাতে থাকে ৫ উইকেট।

এই জয়ের ফলে প্লে-অফ প্রায় নিশ্চিত করেই ফেলেছে চিটাগাং কিংস। এখন তাদের ভাগ্য কিছুটা নির্ভর করছে খুলনার শেষ দুই ম্যাচের ফলাফলের ওপর। তবে নেট রানরেটে এগিয়ে থাকায় তারা অনেকটাই নিরাপদ অবস্থানে রয়েছে।

চিটাগাং কিংসের প্লে-অফ নিশ্চিত করতে খুলনার অন্তত একটি ম্যাচ হারলেই হয়। অন্যদিকে, রংপুর রাইডার্সের জন্য চিন্তার বিষয় হয়ে উঠেছে তাদের টানা হার। নিজেদের শুরুর দাপট ধরে রাখতে না পারলে নকআউটে গিয়ে সমস্যায় পড়তে পারে দলটি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাসপোর্ট জালিয়াতি, যে শাস্তি পেলেন সহকারী প্রোগ্রামার

তারেক রহমানের জন্মদিনে শিক্ষা উপকরণ বিতরণ

ব্রাজিলে জাতিসংঘের জলবায়ু সম্মেলনে ভয়াবহ অগ্নিকাণ্ড

রাফিয়ার বাড়িতে ককটেল-অগ্নিসংযোগ, ঢাবি শিক্ষক মোনামির প্রশ্ন

ঢাকার খাবারের ঝালে মজেছেন ইরানি ফাকরি

শেখ হাসিনা-কামালকে ফেরাতে সরকারের নতুন কৌশল

পুনরায় দুঃসংবাদ পেলেন বিএনপির এক নেতা

সেই বিচারকের মোবাইল ফোন ও চশমা উদ্ধার

তারেক রহমানের জন্মদিনে শীতবস্ত্র বিতরণ

নিউমুরিং টার্মিনালের চুক্তির সব কার্যক্রম স্থগিতের নির্দেশ

১০

সিলেটের যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না শুক্রবার 

১১

আ.লীগের ৫ শতাধিক সমর্থকের নামে চার মামলা, গ্রেপ্তার ২২

১২

নির্বাচনের আগে ইসির ৯ কর্মকর্তাকে বদলি-পদায়ন

১৩

স্ত্রী হারালেন তোফায়েল আহমেদ

১৪

রাতে ৫৬ নেতাকে সুখবর দিল বিএনপি

১৫

মাটি খুঁড়তেই বেরিয়ে আসে গ্রেনেড, বাড়িতে নিয়ে যান কৃষক

১৬

ইতালি যাওয়ার পথে গোপালগঞ্জের দুই যুবকের মৃত্যু

১৭

জিম্বাবুয়ের কাছে লঙ্কানদের লজ্জার পরাজয়

১৮

প্রথমবারের মতো কৃত্রিম দ্বীপ বানাচ্ছে পাকিস্তান

১৯

গভীর রাতে সাংবাদিক-ব্যবসায়ীকে তুলে নেওয়ার ঘটনায় টিআইবির উদ্বেগ

২০
X