স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৯ জানুয়ারি ২০২৫, ০৬:৪১ পিএম
অনলাইন সংস্করণ

রংপুরকে হারিয়ে প্লে-অফের দোরগোড়ায় চিটাগাং কিংস

দুর্দান্ত ব্যাটিং করেছেন হায়দার আলি। ছবি : সংগৃহীত
দুর্দান্ত ব্যাটিং করেছেন হায়দার আলি। ছবি : সংগৃহীত

টানা ৮ ম্যাচ জিতে সবার আগে প্লে-অফ নিশ্চিত করা রংপুর রাইডার্স এখন যেন ছন্দ হারিয়ে ফেলেছে! দারুণ ফর্মে থাকা দলটি হঠাৎই ব্যর্থতার বৃত্তে ঘুরপাক খাচ্ছে। এবার চিটাগাং কিংসের বিপক্ষেও ব্যাটিং ব্যর্থতায় ধরা খেল রাইডার্স। কম স্কোর গড়ে চাপে পড়ার পর বোলাররাও ম্যাচে ফিরিয়ে আনতে পারেননি দলকে। ফলে ৫ উইকেটের ব্যবধানে হারতে হলো তাদের।

এই জয়ে প্লে-অফের এক পা দিয়ে রাখলো চিটাগাং। ১০ ম্যাচ শেষে ৬ জয়ে ১২ পয়েন্ট নিয়ে টেবিলের তিন নম্বরে উঠে এসেছে তারা। সমান পয়েন্ট নিয়েই চারে রয়েছে দুর্বার রাজশাহী, তবে তাদের লিগ পর্বের ম্যাচ শেষ। পাঁচ নম্বরে থাকা খুলনা টাইগার্সের দুটি ম্যাচ বাকি, যা জিতলে তাদেরও ১২ পয়েন্ট হবে। ফলে শেষ চারে জায়গা নিশ্চিত করতে নেট রানরেটের হিসাব গুরুত্বপূর্ণ হয়ে উঠবে।

বুধবার (২৯ জানুয়ারি) টস হেরে আগে ব্যাট করতে নেমে রংপুর নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে সংগ্রহ করে মাত্র ১৪৩ রান। ইনিংসের শুরু থেকেই উইকেট হারিয়ে চাপে পড়ে যায় তারা। ওপেনার স্টিভেন টেইলর ৭ বল খেলে কোনো রান না করেই ফিরলে ধাক্কা খায় রংপুর। সৌম্য সরকার ২৩ রান করলেও ইনিংস বড় করতে পারেননি। তিন নম্বরে নেমে ব্যর্থ হন ইনফর্ম সাইফ হাসান, তার ব্যাট থেকে আসে মাত্র ৮ রান।

তবে একপ্রান্ত আগলে রেখে রংপুরকে লড়াইয়ে রাখার চেষ্টা করেছেন ইফতিখার আহমেদ। পাকিস্তানি ব্যাটার ৪৭ বলে ৬৫ রানের অপরাজিত ইনিংস খেললেও তার সঙ্গে বড় জুটি গড়ে স্কোর বাড়ানোর মতো কেউ ছিলেন না।

১৪৪ রানের সহজ লক্ষ্য তাড়া করতে নেমে চিটাগাং শুরুতেই ধাক্কা খায়। ওপেনার লাহিরু মিলান্থা মাত্র ৬ রান করে ফিরলে ভাঙে ১৩ রানের উদ্বোধনী জুটি। এরপর তিন নম্বরে নামা গ্রাহাম ক্লার্ক (১৫) ও মোহাম্মদ মিঠুন (১০) সুবিধা করতে পারেননি।

৬৩ রানে ৩ উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়লেও এরপর ম্যাচের লাগাম নিজেদের হাতে নিয়ে নেয় চিটাগাং। পারভেজ হোসেন ইমন ও হায়দার আলি মিলে ৪৩ রানের গুরুত্বপূর্ণ জুটি গড়েন। ইমন ৪১ রান করে আউট হলেও হায়দার আলির দুর্দান্ত ব্যাটিংয়ে জয় নিশ্চিত করে চিটাগাং।

মাত্র ১৮ বলে ৪৮ রানের বিধ্বংসী ইনিংস খেলে অপরাজিত থাকেন হায়দার। তার ব্যাটিং ঝড়েই ১৭.৪ ওভারেই জয় তুলে নেয় চিটাগাং কিংস, হাতে থাকে ৫ উইকেট।

এই জয়ের ফলে প্লে-অফ প্রায় নিশ্চিত করেই ফেলেছে চিটাগাং কিংস। এখন তাদের ভাগ্য কিছুটা নির্ভর করছে খুলনার শেষ দুই ম্যাচের ফলাফলের ওপর। তবে নেট রানরেটে এগিয়ে থাকায় তারা অনেকটাই নিরাপদ অবস্থানে রয়েছে।

চিটাগাং কিংসের প্লে-অফ নিশ্চিত করতে খুলনার অন্তত একটি ম্যাচ হারলেই হয়। অন্যদিকে, রংপুর রাইডার্সের জন্য চিন্তার বিষয় হয়ে উঠেছে তাদের টানা হার। নিজেদের শুরুর দাপট ধরে রাখতে না পারলে নকআউটে গিয়ে সমস্যায় পড়তে পারে দলটি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রুমিন ফারহানাকে ইঙ্গিত করে যা বললেন বিএনপির জোট প্রার্থী

মানুষ আর বস্তাপচা রাজনীতি দেখতে চায় না : ডা. শফিকুর

আইসিসিকে ক্ষতির মুখে ফেলতে যে ‘ছক’ কষছে পাকিস্তান

জামায়াতের ৩ নেতা গেলেন ইসিতে

শাজাহান খানের ছেলে আসিবুর গ্রেপ্তার 

জনগণই নির্বাচনের জয়-পরাজয় নির্ধারণ করবে : ড. জালাল

আগামী নির্বাচন হবে মানুষের ভাগ্য বদলানোর : সালাহউদ্দিন

স্বস্তিকার আক্ষেপ

মিলের কর্মচারীদের বেঁধে ৬৩৩ বস্তা চাল লুট

দীর্ঘদিন মনের ভেতর রাগ চেপে রাখছেন? যেসব ক্ষতি হতে পারে

১০

যে কারণে ডাকসু থেকে পদত্যাগের সিদ্ধান্ত সর্বমিত্র চাকমার

১১

আইনি ব্যবস্থা নেওয়ার কথা ভাবছেন বুবলি

১২

বিশ্বকাপে না খেললে পথে বসবে পাকিস্তানের সম্প্রচারকারীরা!

১৩

খালেদা জিয়ার ত্যাগের সম্মানে জনগণ ধানের শীষকে বিজয়ী করবে : রহমাতুল্লাহ

১৪

সবসময় একা থাকতে ভালো লাগে? এটা কীসের লক্ষণ জেনে নিন

১৫

আমরা দুর্নীতিমুক্ত ও কোরআন সুন্নাহভিত্তিক সমাজ গড়ব : ফয়জুল করীম

১৬

ক্ষমতায় এলে চাঁদাবাজদের কর্মসংস্থানের ব্যবস্থা করব : জামায়াত আমির

১৭

সেনাসদরে প্রধান উপদেষ্টার মতবিনিময়, ভোটে নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের আহ্বান

১৮

ধর্মের উছিলায় একটি দল ভোট চায় : সালাহউদ্দিন

১৯

ভোলায় সড়কে ঝরল ৩ প্রাণ

২০
X