স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৮ ফেব্রুয়ারি ২০২৫, ০২:০৪ পিএম
অনলাইন সংস্করণ

আসর শুরুর একদিন আগে ছিটকে গেলেন কিউই পেসার

লকি ফার্গুসন। ছবি : সংগৃহীত
লকি ফার্গুসন। ছবি : সংগৃহীত

আর মাত্র একদিন! দীর্ঘ আট বছর পর ফিরতে যাচ্ছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি, যেখানে শিরোপার লড়াই শুরু হবে আগামীকাল করাচিতে পাকিস্তান ও নিউজিল্যান্ডের ম্যাচ দিয়ে। তবে প্রতিযোগিতা শুরু হওয়ার আগেই বড় ধাক্কা খেয়েছে একাধিক দল। গুরুত্বপূর্ণ পেসারদের চোটের কারণে ব্যাকফুটে যেতে হচ্ছে অনেককেই। এই তালিকায় সর্বশেষ সংযোজন কিউই পেসার লকি ফার্গুসন।

আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫ শুরুর আগে বড় ধাক্কা খেল নিউজিল্যান্ড। দলের অন্যতম প্রধান পেসার লকি ফার্গুসন পায়ের চোটের কারণে পুরো টুর্নামেন্ট থেকে ছিটকে গেছেন। তার পরিবর্তে স্কোয়াডে অন্তর্ভুক্ত হয়েছেন কাইল জেমিসন। বুধবার করাচিতে স্বাগতিক পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে টুর্নামেন্ট শুরু করবে ব্ল্যাক ক্যাপসরা।

রোবার আফগানিস্তানের বিপক্ষে একটি অনানুষ্ঠানিক প্রস্তুতি ম্যাচে বোলিং করার সময় ফার্গুসন তার ডান পায়ে অস্বস্তি অনুভব করেন। মেডিকেল পরীক্ষার পর জানা যায়, তিনি পুরো টুর্নামেন্টে খেলতে পারবেন না। চ্যাম্পিয়ন্স ট্রফির সংক্ষিপ্ত সময়সূচির কথা মাথায় রেখে, নিউজিল্যান্ড টিম ম্যানেজমেন্ট তাকে পুনর্বাসনের জন্য দেশে ফেরানোর সিদ্ধান্ত নিয়েছে।

ফার্গুসনের অনুপস্থিতিতে স্কোয়াডে যোগ দিচ্ছেন কাইল জেমিসন। তিনি মঙ্গলবার সন্ধ্যায় পাকিস্তানের উদ্দেশ্যে রওনা দেবেন। দীর্ঘ চোট কাটিয়ে গত ডিসেম্বর থেকে ঘরোয়া টি-টোয়েন্টি লিগ সুপার স্ম্যাশে খেলছিলেন জেমিসন। ক্যান্টারবুরির হয়ে দারুণ পারফরম্যান্স করেছেন তিনি, ১৪ উইকেট নিয়ে প্রতিযোগিতার যৌথ দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারি হয়েছিলেন।

নিউজিল্যান্ড কোচ গ্যারি স্টেড ফার্গুসনের চোটকে বড় ধাক্কা হিসেবে দেখছেন। তিনি বলেন, ‘লকির জন্য আমরা সত্যিই হতাশ। বড় মঞ্চের অভিজ্ঞতা তাকে দলে অত্যন্ত গুরুত্বপূর্ণ করে তুলেছিল। সে অনেক আশা নিয়ে এই টুর্নামেন্ট খেলতে এসেছিল, কিন্তু দুর্ভাগ্যবশত তাকে ফিরে যেতে হচ্ছে। আমরা তার দ্রুত সুস্থতা কামনা করি।’

তবে তিনি জেমিসনকে যথাযথ বিকল্প মনে করছেন, ‘কাইলের উচ্চতা ও পেস তাকে পাকিস্তানের কন্ডিশনে কার্যকর করে তুলবে। সুপার স্ম্যাশে ফেরার পর থেকে সে দারুণ গতিতে ও শক্তি নিয়ে বল করছে, যা এই ধরনের প্রতিযোগিতায় খুব গুরুত্বপূর্ণ।’

চ্যাম্পিয়ন্স ট্রফির উদ্বোধনী ম্যাচেই শক্তিশালী পাকিস্তানের মুখোমুখি হবে নিউজিল্যান্ড। করাচির মাঠে স্পিন ও পেসের মিশ্রণ কেমন প্রভাব ফেলবে, সেটাই এখন বড় প্রশ্ন। তবে ফার্গুসনের না থাকাটা যে ব্ল্যাক ক্যাপসের জন্য বড় ধাক্কা, তা বলাই বাহুল্য।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমির খানের গোপন সন্তান থাকার অভিযোগ ভাই ফয়সালের

জিপিএ-৫ পেয়েও কলেজ পায়নি ৫৭৬৫ জন

শিল্পাকে বিয়ে করতে কঠিন শর্ত মানেন রাজ

ভুটানকে হারিয়ে সাফে শুভ সূচনা বাংলাদেশের

৩১ দফার সমর্থনে বিএনপি নেতা ফয়সাল আলীমের গণসংযোগ ও পথসভা

ভারতে আ.লীগের রাজনৈতিক অফিস চালু নিয়ে কড়া অবস্থানে সরকার

সাতক্ষীরায় জেল পলাতক ১১ মামলার আসামি গ্রেপ্তার

প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় শিক্ষিকাকে পুড়িয়ে মারার চেষ্টা স্কুলছাত্রের

শিল্টনের বিশ্বরেকর্ড ভেঙে ইতিহাস গড়লেন ব্রাজিলিয়ান গোলকিপার

ফিল্ম স্টাইলে ব্যবসায়ীর বসতঘরে গুলি

১০

জানা গেল দিল্লির মুখ্যমন্ত্রীকে চুলের মুঠি ধরে চড় মারার কারণ

১১

ঘরের ভেতর জামাকাপড় শুকাচ্ছেন? হতে পারে যেসব বিপদ

১২

ডিএমপির সাবেক এডিসি নাজমুল বরখাস্ত

১৩

বৈদেশিক কর্মসংস্থানের নতুন প্ল্যাটফর্ম উদ্বোধন

১৪

পাথরকাণ্ডে দুদকের তালিকায় সেই মোকাররিম

১৫

একাদশ শ্রেণিতে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ, দেখবেন যেভাবে

১৬

‘সমন্বিত শিক্ষার্থী সংসদ’ প্যানেলে সেই মাহিন সরকারসহ প্রার্থী হলেন যারা

১৭

জানা গেল আইসিসি র‍্যাঙ্কিং থেকে রোহিত-কোহলির নাম মুছে যাওয়ার কারণ

১৮

অনুমতি ছাড়া ছবি-ভিডিও ব্যবহার নিয়ে ক্ষুব্ধ প্রভা

১৯

অভিজ্ঞতা ছাড়াই অর্ধলাখের বেশি বেতনে চাকরির সুযোগ

২০
X