ভারতীয় ক্রিকেট দলের ব্যাটিং লাইনআপের বর্তমানে সবচেয়ে ফর্মে থাকা ব্যাটার শুভমান গিল। আইপিএল থেকে জাতীয় দল, সাদা পোশাক কিংবা রঙিন, সবখানেই সমানভাবে সফল গিল। এশিয়া কাপ কিংবা বিশ্বকাপ স্কোয়াডে নিশ্চিত নাম থাকার কথা তার। রোহিত শর্মার সঙ্গে ভারতের ইনিংস ওপেন যে তিনি করবেন এটিও ছিল স্বীকৃত।
তবে সবাইকে অবাক করে দিয়ে ভারতের এশিয়া কাপের স্কোয়াডে রাখা হয়নি তাকে। দুপুর ১টা ২৬ মিনিটে ঘোষিত ভারত দলে ছিল না শুভমান গিলের নাম। সাম্প্রতিক ফর্ম বিবেচনায় গিলকে ছাড়া ভারতের এশিয়া কাপ দল অবাক করেছে সবাইকে।
তবে পরে জানা গিয়েছে এশিয়া কাপের দলে গিলের না থাকা ছিল টেকনিক্যাল ভুল। ৮ মিনিট পর নিজেদের ভুল বুঝতে পারে বিসিসিআই। ভুল সংশোধন করে শুভমান গিলকে আবার দলে অন্তর্ভুক্ত করা হয়।
এবারের এশিয়া কাপে ভারত রয়েছে ‘এ’ গ্রুপে। যেখানে তাদের প্রতিপক্ষ পাকিস্তান এবং নেপাল। হাইব্রিড পদ্ধতির এবারের এশিয়া কাপে রোহিত শর্মাদের সব ম্যাচই হবে সহআয়োজক শ্রীলঙ্কার মাটিতে। আগামী ২ সেপ্টেম্বর পাকিস্তানের বিপক্ষে এশিয়া কাপের প্রথম ম্যাচে মাঠে নামবে ভারত। শ্রীলঙ্কার ক্যান্ডিতে মুখোমুখি হবে বিশ্ব ক্রিকেটের এই দুই চিরপ্রতিদ্বন্দ্বী।
এদিকে আসন্ন এশিয়া কাপের জন্য রোহিত শর্মাকে অধিনায়ক করে গোষিত ১৭ সদস্যের দলে ফিরেছেন ওপেনার লোকেশ রাহুল ও মিডলঅর্ডার ব্যাটার শ্রেয়াস আইয়ার। এ ছাড়াও প্রথমবারের মতো ওয়ানডে দলে ডাক পেয়েছেন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টিতে অভিষেক হওয়া বাঁহাতি মিডল অর্ডার ব্যাটার তিলক ভার্মা।
এদের মধ্যে আইয়ার ম্যাচ খেলার জন্য ফিট থাকলেও প্রশ্ন আছে রাহুলকে নিয়ে। যদিও প্রধান নির্বাচক অজিত আগারকারের প্রত্যাশা প্রথম ম্যাচ থেকেই পাওয়া যাবে এই উইকেটকিপার ব্যাটারকে।
মন্তব্য করুন