স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২২ এপ্রিল ২০২৫, ১২:৫৬ পিএম
অনলাইন সংস্করণ

গিলেস্পি ও পিসিবির দ্বন্দ্ব গড়ালো আইসিসিতে

জেসন গিলেস্পি। ছবি : সংগৃহীত
জেসন গিলেস্পি। ছবি : সংগৃহীত

পাকিস্তানের সাবেক প্রধান কোচ জেসন গিলেস্পি ও পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)-এর মধ্যে বকেয়া পাওনা নিয়ে বিরোধ দেখা দিয়েছে, যা এখন আইসিসির দরবারে গিয়েছে।

২০২৪ সালের ডিসেম্বরে কোচের পদ থেকে পদত্যাগ করার পর গিলেস্পি দাবি করেছেন, পিসিবি তার পাওনা অর্থ পরিশোধ করেনি। তিনি অভিযোগ করেছেন, বোর্ড একাধিকবার চুক্তি লঙ্ঘন করেছে। গিলেস্পির মতে, ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ ও অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ের জন্য যে বোনাসের প্রতিশ্রুতি তাকে দেওয়া হয়েছিল, তা এখনো দেয়া হয়নি।

অন্যদিকে, পিসিবির পাল্টা অভিযোগ—গিলেস্পি চার মাসের নোটিশ পিরিয়ড না দিয়ে হঠাৎ করেই পদত্যাগ করেছেন, যা স্পষ্টভাবে চুক্তি লঙ্ঘনের শামিল। পিসিবি একটি বিবৃতিতে জানিয়েছে, ‘তিনি নির্ধারিত নোটিশ পিরিয়ড পালন না করে চুক্তি লঙ্ঘন করেছেন, ফলে আমরা তার আর্থিক দাবি মানছি না।’

পাকপ্যাশনকে দেয়া এক সাক্ষাৎকারে গিলেসপি বলেন, ‘পিসিবির আচরণে আমি পুরোপুরি হতবাক। আমার সহকারী টিম নিলসেনের চুক্তি না বাড়ানোর সিদ্ধান্তও ছিল আমার কোচিং ভূমিকা খর্ব করার একটি পরিকল্পনার অংশ।’

বলা হচ্ছে, গিলেস্পি পিসিবির সঙ্গে লিখিত চুক্তিতে কিছু আর্থিক সুবিধার নিশ্চয়তা পেয়েছিলেন, যেগুলো এখনো তাকে দেয়া হয়নি। তিনি বিষয়টি আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) কাছে তুলেছেন, যদিও আইসিসির এ ধরনের অর্থনৈতিক বিরোধে হস্তক্ষেপের এখতিয়ার আছে কিনা তা পরিষ্কার নয়।

পিসিবির পক্ষ থেকে জানানো হয়েছে, তারা গিলেস্পির প্রতিনিধিদের কাছে বিষয়টির ব্যাখ্যা চেয়ে যোগাযোগ করেছে এবং তার জবাবের অপেক্ষায় রয়েছে। যদিও এখন পর্যন্ত পিসিবি গিলেস্পির কাছ থেকে কোনো ক্ষতিপূরণ দাবি করেনি, তবে এটি তারা বিবেচনায় রাখছে।

উল্লেখযোগ্যভাবে, গিলেস্পি চাকরি ছাড়ার দুই মাস আগেই নির্বাচক প্যানেল থেকে বাদ পড়েন এবং পরে জানান, তার ভূমিকা শুধু ‘ম্যাচডে স্ট্র্যাটেজিস্ট’ হিসেবে সীমাবদ্ধ হয়ে পড়েছিল—যা তিনি কখনোই চুক্তিতে সম্মত হননি।

এই বিরোধ সামনে আসে এমন এক সময়ে, যখন পিসিবি নতুন কোচ খুঁজছে। ডিসেম্বরে গিলেস্পির বিদায়ের পর অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে থাকা আকিব জাভেদ এবার কোচিং প্যানেল থেকে বাদ পড়েছেন, ফলে দলের জন্য নতুন কোচ নিয়োগ এখন জরুরি হয়ে পড়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হামজাকে দলে পেতে মরিয়া বিশ্বের অন্যতম সেরা ক্লাব

খালেদা জিয়ার সুস্থতাই দেশবাসীর কামনা: টুকু

ড্রোন হামলায় ক্ষতিগ্রস্ত জাহাজ থেকে ৪ বাংলাদেশি নাবিক উদ্ধার

নরসিংদী প্রেস ক্লাবের সহ-সভাপতি মশিউর রহমান মারা গেছেন

মাহফিলে বয়ানরত অবস্থায় বক্তার মৃত্যু

বিশ্বরেকর্ড গড়ার প্রত্যয়ে বিজয় দিবসে পতাকাসহ ঝাঁপ দেবেন ৫৪ প্যারাট্রুপার

আগামী জাতীয় নির্বাচন / বৃহত্তর সুন্নী জোটের সাথে একীভূত হচ্ছে প্রগতিশীল ইসলামী জোট

সড়ক দুর্ঘটনায় স্লিপার বাস, নিহত ১

রেল ইঞ্জিন রক্ষণাবেক্ষণ প্রশিক্ষণের জন্য বিদেশ যাচ্ছেন রেলের ১২ কর্মী

ঢাকা–১৯ আসনে খেলাফত মজলিসের প্রার্থী মুহিউদ্দীন রাব্বানীর শোডাউন

১০

তাপমাত্রা কমবে না বাড়বে, জানাল আবহাওয়া অফিস

১১

৩ লাল কার্ডের ম্যাচে বাংলাদেশকে হারাতে ব্যর্থ আর্জেন্টিনার ক্লাব

১২

৮ পরিকল্পনা ঘোষণা তারেক রহমানের

১৩

দলীয় প্রার্থীদের বিষয়ে নেতাকর্মীদের প্রতি তারেক রহমানের বার্তা

১৪

আলোকিত সমাজ গড়তে শিক্ষকদের জন্য উন্নত কর্মপরিবেশ সৃষ্টি করতে চাই: মাসুদ সাঈদী

১৫

মওলানা ভাসানী সেতু সড়কে ‘লাল নিশান’

১৬

চবি শিক্ষার্থীকে উদ্ধার ও নিরাপত্তা জোরদারের দাবিতে মানববন্ধন

১৭

শেবাচিমের লাখ লাখ টাকার ইলেকট্রিক সামগ্রী পানির দরে বিক্রি

১৮

সৌদি আরবে দ্গ্ধ হয়ে বাংলাদেশি যুবকের মৃত্যু

১৯

ইসলামী আন্দোলন ছেড়ে বিদ্রোহী প্রার্থী হচ্ছেন মুফতি হাবিবুর রহমান

২০
X