আইপিএল ২০২৫-এর প্লে-অফের আগে পয়েন্ট টেবিলের লড়াই যেন আরও তীব্র হয়ে উঠেছে। ইতোমধ্যে চেন্নাই সুপার কিংসএবং রাজস্থান রয়্যালস বাদ পড়ে গেছে। এখন বাকি আট দলের চোখ শেষ চারে জায়গা করে নেওয়ার দিকে। তবে সবচেয়ে সুবিধাজনক অবস্থানে রয়েছে বেঙ্গালুরু এবং মুম্বাই। এক নজরে দেখে নেওয়া যাক কারা কোথায় দাঁড়িয়ে আছে—
বেঙ্গালুরু:
১১ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে শীর্ষে। শেষ তিন ম্যাচ লখনৌ, হায়দরাবাদ ও কলকাতার বিপক্ষে। দুটি ঘরের মাঠে। প্লে-অফ নিশ্চিত করতে দুই জয় দরকার, তবে অন্য ফলাফলে একটি জয়েই হতে পারে।
গুজরাট:
১০ ম্যাচে ১৪ পয়েন্ট ও ০.৮৬৭ রানরেট। মুম্বাই, দিল্লি, লখনৌ এবং চেন্নাইয়ের বিপক্ষে বাকি চার ম্যাচ। প্লে-অফ তো বটেই, শীর্ষ দুইতেও জায়গা পেতে পারে, বিশেষ করে দুটি ম্যাচ ঘরের মাঠে থাকায়।
মুম্বাই:
১১ ম্যাচে ১৪ পয়েন্ট, সবার সেরা রানরেট ১.১২৪। পরের ম্যাচগুলো গুজরাট, পাঞ্জাব ও দিল্লির বিপক্ষে। শেষ ছয় ম্যাচে টানা জয় তুলে নেওয়ায় তারাই এখন ফেভারিট।
পাঞ্জাব:
১০ ম্যাচে ১৩ পয়েন্ট। লখনৌ, দিল্লি ও মুম্বাইয়ের বিপক্ষে টানা তিন হোম ম্যাচ—যেখানে তারা ইতিমধ্যে বেশ সফল। তিন ম্যাচ জিতলেই নিশ্চিত, দুই ম্যাচ জিতলে ঝুঁকিতে থাকবে।
দিল্লি:
১০ ম্যাচে ১২ পয়েন্ট। পরের ম্যাচগুলো হায়দরাবাদ, পাঞ্জাব, গুজরাট ও মুম্বাইয়ের বিপক্ষে। তিনটি অ্যাওয়ে ম্যাচ যেখানে তারা বরাবর ভালো খেলেছে। তবে শেষ চার থেকে এখনো নিশ্চিত নয় কিছুই।
লখনৌ:
১০ ম্যাচে ১০ পয়েন্ট ও নেতিবাচক রানরেট (-০.৩২৫)। কঠিন পথ সামনে—বাকি ম্যাচগুলো পাঞ্জাব, বেঙ্গালুরু, গুজরাট ও হায়দরাবাদের বিপক্ষে। চারটিতেই জয় পেলেও নিশ্চয়তা নেই।
কলকাতা:
১০ ম্যাচে ৯ পয়েন্ট। বাকি চার ম্যাচের প্রতিপক্ষ রাজস্থান, চেন্নাই, হায়দরাবাদ ও বেঙ্গালুরু। সম্ভাব্য সর্বোচ্চ ১৭ পয়েন্ট পেলেও তা যথেষ্ট না-ও হতে পারে। সব জয় পেলেও নির্ভর করতে হবে অন্যদের ফলের ওপর।
হায়দরাবাদ:
১০ ম্যাচে মাত্র ৬ পয়েন্ট। রানরেট -১.১৯২। দিল্লি, কলকাতা, বেঙ্গালুরু ও লখনৌ—সব ম্যাচ জিতলেও ১৪ পয়েন্টেই থামতে হবে। যা সম্ভাবনা প্রায় অসম্ভব।
শেষ চারের জায়গা নিয়ে লড়াই চূড়ান্ত উত্তেজনায় পৌঁছেছে। শেষ ম্যাচগুলোতে প্রতিটি জয়-পরাজয় বদলে দিতে পারে পয়েন্ট টেবিলের চিত্র। এখন দেখার, কে হাসবে শেষ হাসি!
মন্তব্য করুন