আবু বকর সিদ্দিক, জীবননগর (চুয়াডাঙ্গা)
প্রকাশ : ২০ আগস্ট ২০২৫, ১০:৫৫ পিএম
অনলাইন সংস্করণ
টিটিইসহ ৫ জন আসামি

তিন মাসেও শেষ হয়নি ট্রেন থেকে ফেলে হত্যার তদন্ত

নিহত আব্দুল গাফফার আকাশ। ছবি : কালবেলা
নিহত আব্দুল গাফফার আকাশ। ছবি : কালবেলা

চুয়াডাঙ্গার জীবননগরে সরকারি কর্মচারী আব্দুল গাফফার আকাশ (২৬) নামে এক যুবককে চলন্ত ট্রেন থেকে ধাক্কা দিয়ে হত্যার অভিযোগে ট্রেনের টিটিইসহ রেলওয়ের পাঁচ কর্মকর্তার বিরুদ্ধে মামলা করা হয়েছে।

মামলার আসামিরা হলেন- কপোতাক্ষ এক্সপ্রেস ট্রেনের ‘ঙ’ বগিতে দায়িত্বে থাকা ট্র্যাভেলিং টিকিট পরীক্ষক (টিটিই) লালন চক্রবর্তী (৪২), রেলওয়ে পুলিশের উপপরিদর্শক পারভেজ (৩৬), কনস্টেবল কাদের (৪০), অ্যাটেনডেন্ট মিলন (৩৭) ও সোহাগ মিয়া (৩৬)।

গত ২৬ মে নিহত আব্দুল গাফফারের বাবা জিন্নাত আলী বাদী হয়ে পাঁচজনকে আসামি করে চুয়াডাঙ্গা আদালতে এ হত্যা মামলা করেন।

মামলা সূত্রে জানা যায়, আব্দুল গাফফার চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার সেনেরহুদা গ্রামের মো. জিন্নাত আলীর একমাত্র ছেলে। তিনি চুয়াডাঙ্গা পানি উন্নয়ন বোর্ড অফিসের গেট কিপার হিসেবে কর্মরত ছিলেন।

২১ মে অফিসের কাজ শেষ করে চুয়াডাঙ্গা স্টেশন থেকে কপোতাক্ষ-৭১৬ (রাজশাহী-খুলনা) এক্সপ্রেস ট্রেনের (ঙ) বগিতে উঠে বাড়ির উদ্দেশে রওনা করেন। ট্রেনে উঠার পরে দেখতে পান টিটিই লালন, এসআই পারভেজ, কনস্টেবল কাদের, অ্যাটেনডেন্ট মিলন, সোহাগ মিয়াসহ অজ্ঞাত আরও চার থেকে পাঁচজন ট্রেনে টিকিট ছাড়া ওঠা যাত্রীদের কাছ থেকে অবৈধভাবে টাকা নিচ্ছেন।

টাকা দিতে না পারলে যাত্রীদের বিভিন্নভাবে হেনস্তা করছেন। এটা দেখার পর আসামিদের এ অপকর্মের প্রতিবাদ করেন গাফফার। তখন আসামিদের সঙ্গে গাফফারের চলন্ত ট্রেনে বাকবিতণ্ডা শুরু হয়।

একপর্যায়ে আসামিরা ট্রেনের দরজার কাছে নিয়ে জয়রামপুর রেলওয়ে স্টেশনের ১৫০ থেকে ২০০ গজ পূর্বে চলন্ত ট্রেন থেকে ধাক্কা দিয়ে ফেলে দেন। পরবর্তী সময়ে স্থানীয়রা তাকে মৃত অবস্থায় উদ্ধার করেন। নিহত গাফফারের অসুস্থ বাবা-মা একমাত্র সন্তানকে হারিয়ে দিশাহারা।

গাফফারের বাবা জিন্নাত আলী বলেন, আমি দীর্ঘদিন থেকে অসুস্থ। কর্ম করতে পারি না। আমার সন্তানই আমাদের পরিবারের একমাত্র উপার্জনকারী। তার এ অকাল মৃত্যু আমরা কেউ মেনে নিতে পারছি না। আমার মৃত্যুর আগে আমার সন্তান হত্যাকারীদের বিচার দেখে মরতে চাই। এ সময় জিন্নাত আলী অভিযোগ করে বলেন, আমার সন্তান হত্যার মামলা তিন মাস পেরিয়ে গেলেও মামলার কোনো অগ্রগতি নেই। হত্যা মামলার আসামি সবাই বাইরে বুক ফুলিয়ে বেড়াচ্ছে। আমি আমার একমাত্র সন্তান হত্যার বিচার চাই।

এ বিষয়ে অভিযুক্ত টিটিই লালন চক্রবর্তী ও খুলনা রেলওয়ে পুলিশের এসআই পারভেজ অভিযোগ অস্বীকার করে বলেন, ঘটনার দিন আমরা কপোতক্ষ এক্সপ্রেস ট্রেনে ডিউটিতে ছিলাম। কিন্তু কোনো যাত্রীর সঙ্গে এমন কোনো ঘটনা আমাদের সঙ্গে ঘটেনি। এটা সম্পূর্ণ বানোয়াট ও মিথ্যা অভিযোগ।

চুয়াডাঙ্গা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) কনক কুমার দাস কালবেলাকে বলেন, হত্যা মামলাটি বর্তমানে ঝিনাইদহ পিবিআই তদন্ত করছে।

এ বিষয় জানতে চাইলে ঝিনাইদহ পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) পুলিশ সুপার গাজী রবিউল হক কালবেলাকে বলেন, আমরা প্রাথমিক কপোতাক্ষ-৭১৬ ট্রেনের (ঙ) বগিতে থাকা প্রত্যেক যাত্রীর সঙ্গে যোগাযোগ করছি। মামলার তদন্ত চলমান রয়েছে।

বাবা-মায়ের একমাত্র সন্তান আব্দুল গাফফার অত্যন্ত নম্র, ভদ্র, শান্ত ও প্রতিবাদী স্বভাবের ছিলেন। তার অকাল মৃত্যুর রহস্য উদ্ঘাটন করে প্রকৃত অপরাধীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে নিহতের পরিবার ও গ্রামবাসী।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রায় ৯ ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল শুরু

বাংলাদেশে বাস করে মুক্তিযোদ্ধাদের অপমান করা কাম্য নয় : কাদের সিদ্দিকী

নরসিংদীতে ভূমিকম্প আতঙ্ক / ঘর ছেড়ে রাস্তা-মাঠে নির্ঘুম রাত, শহর ছাড়ার ভাবনা

ঘাস খাওয়ায় গরুর পায়ের রগ কাটল প্রতিবেশী

রেস করতে গিয়ে প্রাণ গেল ২ তরুণের

কবিতা-গানের মনোমুগ্ধময় সন্ধ্যা― ‘আমার মুক্তি আলোয় আলোয়’

রেফারি বিতর্ক নিয়ে বার্সাকে ফের আক্রমণ রিয়াল সভাপতির

লেবাননে আবারও ইসরায়েলি হামলা

সাতক্ষীরা-৩ / আশ্বাস পেয়ে গণসংযোগে ব্যস্ত ডা. শহিদুল আলম

বিএনপির সাথে বৈঠক / খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ নিলেন ভুটানের প্রধানমন্ত্রী

১০

বরিশালের ৬টি আসনে এনসিপির মনোনয়ন চান ১১ জন, তিনটিতে একক প্রার্থী

১১

কতজন প্রবাসী পোস্টাল ব্যালটের নিবন্ধন করেছেন জানাল ইসি

১২

জামায়াত নেতার বিতর্কিত বক্তব্যের নিন্দা এনসিপির

১৩

ভূমিকম্পের সময় কী করা উচিত, জানাল ফায়ার সার্ভিস

১৪

নর্দান ইউনিভার্সিটির নতুন ভিসি অধ্যাপক ড. মো. মিজানুর রহমান

১৫

বিএনপি বিনামূল্যে প্রাথমিক চিকিৎসাসেবা চালু করবে : আমীর খসরু

১৬

এমপি হলে সৎপথে ব্যবসার লাইন দেখিয়ে দেব : আজহারুল ইসলাম মান্নান

১৭

হাসপাতালে ভর্তি খালেদা জিয়া

১৮

কমনওয়েলথ মহাসচিবের সঙ্গে এনসিপি নেতাদের সাক্ষাৎ

১৯

ইসলামবিরোধী আইন মেনে নেওয়া হবে না : মাওলানা রাব্বানী

২০
X