স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২০ মে ২০২৫, ১২:০৩ পিএম
অনলাইন সংস্করণ

আমিরাতের বিপক্ষে হারে শিশিরকে দায়ী করলেন লিটন

লিটন দাস। পুরোনো ছবি
লিটন দাস। পুরোনো ছবি

২০৫ রানের পাহাড় সমান স্কোর। এমন সংগ্রহের পরও ম্যাচ হারের ব্যথা সামলানো কঠিন। তাও যদি প্রতিপক্ষ হয় সংযুক্ত আরব আমিরাতের মতো সহযোগী সদস্য দল, তাহলে সেই হার কেবলই ব্যথার নয়, হয়ে ওঠে ইতিহাসের এক গুমোট অধ্যায়।

শারজাহতে সেই রকমই এক রাত পার করল বাংলাদেশ। টস জিতে আগে ব্যাট করে ২০৫ রান তুলে ধরা হয়েছিল আমিরাতের সামনে। টি-টোয়েন্টি ক্রিকেটে এমন লক্ষ্য সাধারণত জয় নিশ্চিত করার মতোই। কিন্তু লড়াইটা সেখানেই থেমে থাকেনি। শেষ বলে ২ উইকেটে জয় তুলে নেয় আমিরাত। এটাই তাদের প্রথম জয় কোনো টেস্ট খেলুড়ে দলের বিপক্ষে, যেখানে তারা এত বড় রান তাড়া করেছে।

অথচ এই হারটিকে সহজভাবে নিতে পারলেন না অধিনায়ক লিটন দাস। ম্যাচশেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে শিশিরকেই দায়ী করলেন তিনি, ‘আমরা ব্যাট হাতে ভালোই শুরু করেছিলাম। উইকেটও দারুণ ছিল। কিন্তু দ্বিতীয় ইনিংসে শিশির আমাদের বোলারদের কঠিন অবস্থায় ফেলেছে। তবে ছেলেরা চেষ্টার কোনো কমতি রাখেনি।’

এখানেই থামেননি লিটন। অভিজ্ঞতা থেকে শিক্ষা নেওয়ার কথাও বললেন, ‘এই ধরনের ছোট মাঠে খেলতে গেলে শিশির কতটা প্রভাব ফেলতে পারে, সেটা আগে থেকেই মাথায় রাখতে হবে। বল করার সময় তাই একটু বেশিই হিসাব-নিকাশ করতে হবে।’

এই ম্যাচ দিয়েই আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে অভিষেক হলো পেসার নাহিদ রানার। যদিও তার প্রথম ম্যাচটি রাঙানো হয়নি সাফল্যে। ৪ ওভারে ২ উইকেট পেলেও খরচ করেছেন ৫০ রান। এ নিয়ে লিটনের মন্তব্য, ‘আমরা ওর কাছ থেকে আরও ভালো কিছুর আশা করেছিলাম। তবে প্রতিটি ক্রিকেটারেরই ভালো-মন্দ সময় থাকে।’

বাংলাদেশের বোলিং ব্যর্থতার সুযোগটি দারুণভাবেই কাজে লাগিয়েছেন আমিরাত অধিনায়ক মোহাম্মদ ওয়াসিম। মাত্র ৪২ বলে ৮২ রানের ইনিংস খেলেছেন তিনি। উদ্বোধনী জুটিতে মোহাম্মদ জুহাইবকে সঙ্গে নিয়ে ১০৭ রান তুলে ম্যাচের ভিত গড়ে দেন দুজনেই। ওয়াসিমের নেতৃত্বে আত্মবিশ্বাসে বলিয়ান দলটি শেষ পর্যন্ত ইতিহাস গড়েই মাঠ ছেড়েছে।

জয়ের পর আবেগে আপ্লুত হয়ে ওয়াসিম বলেন, ‘আমার বলার মতো ভাষা নেই। বাংলাদেশকে হারাতে পারাটা আমাদের জন্য গর্বের। আমরা জানতাম, এই কন্ডিশনে রান তাড়া করা সম্ভব, আর সেই বিশ্বাস থেকেই খেলেছি।’

এই হারের মধ্য দিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে বাংলাদেশের টি-টোয়েন্টি প্রস্তুতি নিয়ে। শিশির, ছোট মাঠ কিংবা চাপ—কোনটিই নতুন নয়। তবে এমন এক ম্যাচে, যেখানে বাংলাদেশ আগে ব্যাট করে রানপাহাড় গড়ে, সেখানে এভাবে হেরে যাওয়া কেবলই হতাশার নয়, অ্যালার্ম বেল বাজানোর মতোই।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চিহ্নিত সন্ত্রাসীদের জেলের বাইরে রেখে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় : আসিফ

যাত্রী ছাউনি থেকে পাইপগান ও বোমা উদ্ধার

ডিআইজির ভাতিজা পরিচয়ে সাংবাদিককে হুমকি

জকসু নির্বাচন / আইন ও অ্যাকাউন্টিং বিভাগে রেকর্ড ভোট, ফয়জুন্নেছা হলে সর্বোচ্চ কাস্টিং

ওসমান হাদি হত্যাকাণ্ডে ১৭ জনের বিরুদ্ধে চার্জশিট

শিবিরকে ছাত্রদল নেতা হামিমের পরামর্শ

যে কারণে হাদির ওপর চরমভাবে ক্ষুব্ধ হন হত্যাকারীরা, জানাল ডিবি

বিএনপির দুগ্রুপের সংঘর্ষ

অল্প পুঁজিতে এখনই শুরু করতে পারেন এমন সেরা ১০টি হালাল ব্যবসা

দুধ দিয়ে গোসল করে বিএনপি নেতার পদত্যাগ

১০

আগুন পোহাতে গিয়ে বৃদ্ধার মৃত্যু

১১

তাপমাত্রা ৬ ডিগ্রিতে নামতে পারে যেসব এলাকায়

১২

বাংলাদেশের উন্নয়নের জন্য আমাদের পরিকল্পনা আছে : সালাহউদ্দিন

১৩

রাঙামাটি জেনারেল হাসপাতালে দুদকের অভিযান

১৪

বিশ্বের সবচেয়ে বেশি মসজিদ যে ৫ দেশে

১৫

শেষ হলো জকসুর ভোট গ্রহণ ‎ ‎

১৬

গাইবান্ধায় বিপন্ন ‘হিমালয়ান গৃধিনী’ শকুন উদ্ধার

১৭

ত্রয়োদশ সংসদ নির্বাচনে পর্যবেক্ষক পাঠাচ্ছে না জাতিসংঘ

১৮

থানা থেকে লুট হওয়া অস্ত্র-গুলি নিয়ে যা বললেন ইসি সানাউল্লাহ

১৯

কাঁপছে কক্সবাজার

২০
X