স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৪ মে ২০২৫, ০৩:০০ পিএম
অনলাইন সংস্করণ

গিলকে অধিনায়ক করে ভারতের টেস্ট দল ঘোষণা

শুভমান গিল। ছবি : সংগৃহীত
শুভমান গিল। ছবি : সংগৃহীত

ভারতের টেস্ট দলের নতুন অধিনায়ক হিসেবে শুভমান গিলের নাম ঘোষণা করেছেন নির্বাচক কমিটির প্রধান অজিত আগারকার। ইংল্যান্ডে আসন্ন পাঁচ ম্যাচের টেস্ট সিরিজকে সামনে রেখে শনিবার ১৮ সদস্যের দল ঘোষণার সময় গিলের নেতৃত্বের বিষয়টি নিশ্চিত করা হয়। সহ-অধিনায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন ঋষভ পান্ত ।

পূর্ণ স্কোয়াড:

শুভমান গিল (অধিনায়ক), ঋষভ পান্ত (সহ-অধিনায়ক ও উইকেটকিপার), যশস্বী জয়সওয়াল, কেএল রাহুল, সাই সুদর্শন, অভিমন্যু ঈশ্বরন, করুণ নায়ার, নিতীশ রেড্ডি, রবীন্দ্র জাদেজা, ধ্রুব জুরেল (উইকেটকিপার), ওয়াশিংটন সুন্দর, শার্দুল ঠাকুর, জাসপ্রীত বুমরাহ, মোহাম্মদ সিরাজ, প্রসিদ্ধ কৃষ্ণ, আকাশ দীপ, অর্শদীপ সিং, কুলদীপ যাদব।

৩৫ বছর বয়সী রোহিত শর্মার টেস্ট থেকে অবসরের পর শুরু হলো ভারতের এক নতুন অধ্যায়। কেবল রোহিতই নন, বর্ষীয়ান তারকা বিরাট কোহলি ও রবিচন্দ্রন অশ্বিনও ইতিমধ্যে টেস্ট ক্রিকেটকে বিদায় জানিয়েছেন।

২৫ বছর ২৫৮ দিন বয়সে গিল ভারতের পঞ্চম সর্বকনিষ্ঠ টেস্ট অধিনায়ক হলেন। তার চেয়ে কম বয়সে অধিনায়কত্ব পেয়েছেন কেবল মনসুর আলী খান পাতৌদি, শচীন টেন্ডুলকার, কপিল দেব ও রবি শাস্ত্রী।

যদিও প্রথম শ্রেণির ক্রিকেটে মাত্র পাঁচটি ম্যাচে অধিনায়কত্বের অভিজ্ঞতা রয়েছে গিলের, তবে আইপিএলে গুজরাট টাইটান্সকে নেতৃত্ব দিয়ে দ্বিতীয় মৌসুমেই প্লে-অফে নিয়ে গেছেন তিনি।

নির্বাচক আগারকার বলেন, 'আমরা সব সম্ভাবনা নিয়েই আলোচনা করেছি। গত এক বছরে গিলকে কয়েকটি পরিস্থিতিতে মূল্যায়ন করেছি। ও অসাধারণ প্রতিভাবান খেলোয়াড়। আমরা বিশ্বাস করি, সঠিক সিদ্ধান্তই নিয়েছি।'

গিল কোন পজিশনে ব্যাট করবেন, তা নিশ্চিত করেননি আগারকার। তবে দলে ফিরেছেন করুণ নায়ার, যিনি ২০১৭ সালের পর আবার সুযোগ পেলেন। সুযোগ পেয়েছেন প্রথমবারের মতো সাই সুদর্শন। ওপেনিংয়ে থাকবেন যশস্বী ও রাহুল; রিজার্ভ হিসেবে আছেন ঈশ্বরন। পার্থ টেস্টে তিন নম্বরে ব্যাট করা দেবদত্ত পাড়িক্কল চোটের কারণে ছিটকে গেছেন।

ইংল্যান্ডের কন্ডিশনে কার্যকর হতে পারেন শার্দুল ঠাকুর, যিনি অলরাউন্ডার হিসেবে দলে ফিরেছেন। তাঁর সঙ্গে রয়েছেন জাদেজা, ওয়াশিংটন সুন্দর ও নিতীশ রেড্ডি। চোট কাটিয়ে ফিরেছেন কুলদীপ যাদব।

মোহাম্মদ শামিকে দলে রাখা হয়নি, কারণ মেডিকেল টিম জানিয়েছেন, টেস্ট বোলিংয়ের ধকল সহ্য করার মতো অবস্থায় তিনি এখনো নেই। প্রথমবার টেস্ট দলে ডাক পেয়েছেন আর্শদীপ সিং। বুমরাহ, সিরাজ, প্রসিদ্ধ ও আকাশ দীপের সঙ্গে মিলিয়ে গড়া হয়েছে পেস আক্রমণ।

এই সিরিজ শুরু হবে ২০ জুন হেডিংলিতে। পরবর্তী টেস্টগুলো অনুষ্ঠিত হবে এজবাস্টন, লর্ডস, ওল্ড ট্র্যাফোর্ড ও দ্য ওভালে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায় বিএনপি : নজরুল ইসলাম

সেমিনারে বক্তারা / আমদানিতে শুল্ক ও ট্যারিফ কাঠামোর দক্ষ ব্যবস্থাপনা জরুরি

দুর্নীতির সংবাদ প্রকাশ, সাংবাদিককে আ.লীগ নেতার হত্যার হুমকি

রাজনীতিবিদদের প্রতিপক্ষ বানাবেন না : ডা. জাহিদ

ড. ইউনূসের পদত্যাগের ‘হুমকি’ নিয়ে নিউইয়র্ক টাইমসের প্রতিবেদন

আরও একটি সিরিজ হার বাংলাদেশের

গণতান্ত্রিক উত্তরণই সংকট সমাধানের একমাত্র পন্থা : মঈন খান

এনসিপির সভায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা সাদ্দাম

প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে বিএনপি

যমুনার পথে বিএনপির প্রতিনিধিদল

১০

এইচএসসি পরীক্ষা উপলক্ষে ৩৩ নির্দেশনা

১১

আ.লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতার দেশত্যাগে নিষেধাজ্ঞা

১২

ডা. মুরাদকে আদালতে হাজিরের নির্দেশ

১৩

যুদ্ধবিরতির মধ্যেই ভারতীয় সীমান্তরক্ষীর গুলিতে পাকিস্তানি নিহত

১৪

চবি কওমি স্টুডেন্টস নেটওয়ার্কের নেতৃত্বে নূর ও কুতুব

১৫

মুন্নি সাহা ও স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তি-প্রতিষ্ঠানের ৩৫টি ব্যাংক হিসাব ফ্রিজ 

১৬

হ্যাক হয়েছে ইভ্যালি

১৭

প্রধান উপদেষ্টার সঙ্গে এনসিপির বৈঠক রাতে

১৮

ভারত চায় না ড. ইউনূস সরকারে থাকুক : মুফতি ফয়জুল করীম

১৯

ভারতকে আলোচনায় বসার আহ্বান পাকিস্তানের

২০
X