মিরপুরে বাংলাদেশ-আফগানিস্তান সিরিজের একমাত্র টেস্টে ৬৬২ রানের বিশাল লক্ষ্যে ব্যাট করছে আফগানিস্তান। দ্বিতীয় ইনিংসের শুরুতেই দুই উইকেট হারিয়ে চাপে পরে আফগানরা। এরপরই তাসকিন আহমেদের বাউন্সারের সরাসরি মাথায় আঘাত পেয়ে মাঠ ছাড়েন সফরকারি দলের অধিনায়ক।
আফগান ইনিংসের ৬ নম্বর ওভারের সময় তাসকিনের বাউন্সারে ডাক (নিচু হয়ে) করে এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন হাশমতউল্লাহ শহীদি। তবে বলের লাইন থেকে নিজেকে সরিয়ে নিতে পারেননি। বল সরাসরি আঘাত হানে হেলমেটে। মাটিতে লুটিয়ে পড়েন হাশমতউল্লাহ।
বাংলাদেশ দলের ক্রিকেটার এবং আম্পায়াররা ছুটে যান সঙ্গে সঙ্গে। আফগানদের ফিজিও মাঠে প্রবেশ করেন আফগান অধিনায়কে প্রাথমিক চিকিৎসা দেন। তবে করার মতো অবস্থায় না থাকায় মাঠ ছাড়তে হয় তাকে। হাশমতউল্লাহর পরিবর্তে ব্যাট করতে নামেন নাসির জামাল। সুযোগ আছে কনকাশন বদলির।
মন্তব্য করুন