স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৮ জুলাই ২০২৫, ১২:১৬ পিএম
আপডেট : ০৮ জুলাই ২০২৫, ১২:২৮ পিএম
অনলাইন সংস্করণ

ইতিহাস গড়ার ম্যাচে কেমন হতে পারে বাংলাদেশের একাদশ?

বাংলাদেশ ক্রিকেট দল । ছবি: সংগৃহীত
বাংলাদেশ ক্রিকেট দল । ছবি: সংগৃহীত

বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজ এখন ১-১ সমতায়। সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচ আজ মঙ্গলবার ক্যান্ডির পাল্লেকেলে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। বিকেল ৩টায় শুরু হতে যাওয়া এই ম্যাচটি শুধুই একটি ওয়ানডে নয়—এটি বাংলাদেশের জন্য একটি সম্ভাব্য ইতিহাস গড়ার মঞ্চ। কেননা, শ্রীলঙ্কার মাটিতে আগে কখনো দ্বিপাক্ষিক ওয়ানডে সিরিজ জিততে পারেনি টাইগাররা।

এমন গুরুত্বপূর্ণ ম্যাচকে ঘিরে রয়েছে অনেকগুলো প্রশ্ন—কেমন হবে বাংলাদেশ একাদশ? কে থাকবেন, কে বাদ পড়বেন? শান্ত কি খেলতে পারবেন? ফিরে আসবেন তাসকিন?

টপ অর্ডারে ইনজুরি শঙ্কায় রয়েছেন নাজমুল হোসেন শান্ত। তার জায়গায় দলে সুযোগ পেতে পারেন বাঁহাতি ওপেনার নাঈম শেখ, যিনি ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিকভাবে রান করছেন। শান্ত খেলতে না পারলে ইমন ও তামিমের সঙ্গে ওপেনিংয়ে নামার সম্ভাবনাই বেশি নাঈমের।

দ্বিতীয় ম্যাচে স্পিনারদের দাপটে জয় এলেও সিরিজ নির্ধারণী ম্যাচে উইকেট হবে হাই-স্কোরিং। পাল্লেকেলের উইকেট ব্যাটারদের সহায়ক হলেও দ্বিতীয় ইনিংসে কিছুটা সহায়তা করতে পারে পেসারদের। এই ম্যাচে তাসকিন আহমেদের একাদশে ফেরা একরকম নিশ্চিত ধরা হচ্ছে। মোস্তাফিজ ও তানজিম হাসান সাকিবকে নিয়ে গড়া পেস ত্রয়ী হতে পারে বাংলাদেশের মূল শক্তি।

মেহেদী হাসান মিরাজের নেতৃত্বে স্পিন বিভাগে আছেন তানভীর ইসলাম ও শামীম হোসেন পাটোয়ারী। আগের ম্যাচে এই তিনজনই কার্যকর ছিলেন। মিরাজের অভিজ্ঞতা, শামীমের বোলিং বৈচিত্র্য এবং তানভীরের নিখুঁত লাইন-লেন্থ লঙ্কান ব্যাটারদের ভোগাতে পারে আবারও।

সম্ভাব্য একাদশ:

তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, নাজমুল হোসেন শান্ত/নাঈম শেখ, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), তাওহীদ হৃদয়, জাকের আলী অনিক, শামীম হোসেন পাটোয়ারী, তানজিম হাসান সাকিব, তানভীর ইসলাম, তাসকিন আহমেদ ও মোস্তাফিজুর রহমান।

শ্রীলঙ্কার মাটিতে এটাই বাংলাদেশের ১১তম ওয়ানডে সিরিজ। এর আগে ১০টির মধ্যে টাইগাররা জিতেছে মাত্র ২টি সিরিজ—তাও নিজেদের ঘরের মাঠে। শ্রীলঙ্কা জিতেছে ৬টি, আর ২টি ড্র হয়েছে। ওয়ানডে ফরম্যাটে দুই দল এখন পর্যন্ত মুখোমুখি হয়েছে ৫৯ বার, যেখানে বাংলাদেশের জয় ১৩টি এবং শ্রীলঙ্কার জয় ৪৪টি। বাকি ২টি ম্যাচ পরিত্যক্ত।

শ্রীলঙ্কার সম্ভাব্য একাদশ:

পাথুম নিশাঙ্কা, নিশান মাদুশকা, কুশল মেন্ডিস, কামিন্দু মেন্ডিস, চারিথ আসালাঙ্কা (অধিনায়ক), জানিথ লিয়ানাগে, দুনিথ ভেল্লালাগে/মিলান রত্ননায়েকে, ওয়ানিন্দু হাসারাঙ্গা, মহেশ থিকশানা, আসিথা ফার্নান্দো, দুষ্মন্ত চামিরা।

যদি আজ বাংলাদেশ জিতে যায়, তবে শ্রীলঙ্কার মাটিতে সেটি হবে টাইগারদের প্রথম ওয়ানডে সিরিজ জয়। সেক্ষেত্রে ৮ জুলাই তারিখটি নতুন করে লেখা হবে ইতিহাসের পাতায়। এখন দেখার পালা—বাংলাদেশ একাদশ কীভাবে গড়ে সেই সম্ভাবনার ভিত।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিহত র‍্যাব সদস্য মোতালেবের দাফন সম্পন্ন, গার্ড অব অনার প্রদান

বিএনপিতে যোগ দিলেন উপজেলা খেলাফত আন্দোলনের সভাপতিসহ ১২ নেতাকর্মী

জিয়াউর রহমানের জন্মবার্ষিকীতে মাদ্রাসা ও এতিমখানায় জেডআরএফ’র শীতবস্ত্র বিতরণ

ভোট দেয়ার জন্য মানুষ মুখিয়ে রয়েছে : শেখ বাবলু

রক্তস্পন্দন প্ল্যাটফর্মে অ্যাম্বুলেন্স সার্ভিসের উদ্বোধন

চ্যাম্পিয়নস লিগেই ঘা শুকোল রিয়ালের

নির্বাচিত সরকারই রাজনৈতিক স্থিতিশীলতার চাবিকাঠি: রবিউল

ঢাকাস্থ কূটনীতিকদের সঙ্গে বৈঠক / দেশ পরিচালনার কর্মপরিকল্পনা জানাল বিএনপি

আর্কটিক ঠান্ডায় চ্যাম্পিয়ন্স লিগে ধরাশায়ী ম্যানসিটি

বোয়ালখালীর সাবেক উপজেলা চেয়ারম্যান জাহিদুল ঢাকায় গ্রেপ্তার

১০

নিরাপত্তা শঙ্কায় বাংলাদেশ থেকে কূটনীতিকদের পরিবারকে ফিরিয়ে নিয়েছে ভারত

১১

অঝোরে কাঁদলেন রুমিন ফারহানা, যা বললেন

১২

মধ্যরাতে ঢাকা-১৫ আসন নিয়ে জামায়াত আমিরের পোস্ট

১৩

চরমোনাই পীরের জন্য ভোট চেয়ে মনোনয়ন প্রত্যাহার করলেন জামায়াত প্রার্থী

১৪

ছাত্রদলের ১৫ নেতাকে অব্যাহতি

১৫

স্টার নিউজের আনুষ্ঠানিক সম্প্রচার শুরু

১৬

সিলেটে লাল-সবুজের বাসে নির্বাচনী প্রচারণায় অংশ নেবেন তারেক রহমান

১৭

ডিজিটাল মিডিয়া ফোরামের নতুন কমিটি ঘোষণা

১৮

আমি কোনো সাংবাদিককে থ্রেট দিতে চাই না : রাশেদ খান

১৯

ভোটারদের ‘ব্রেইন হ্যাক’ করার ডিজিটাল স্ট্র্যাটেজি

২০
X