স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৮ জুলাই ২০২৫, ১২:৪৩ পিএম
আপডেট : ০৮ জুলাই ২০২৫, ০৪:১৫ পিএম
অনলাইন সংস্করণ

সিরিজ জয়ের মঞ্চে বাংলাদেশের সামনে বৃষ্টির শঙ্কা

ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

বাংলাদেশের সামনে আজ একটি বিরল সুযোগ—শ্রীলঙ্কার মাটিতে প্রথমবারের মতো দ্বিপক্ষীয় ওয়ানডে সিরিজ জয়ের হাতছানি। তিন ম্যাচের সিরিজ এখন ১-১ সমতায়। এমন গুরুত্বপূর্ণ ম্যাচে টাইগারদের লক্ষ্য যেখানে ইতিহাস লেখা, ঠিক সেখানে বাধা হয়ে দাঁড়াতে পারে পাল্লেকেলের আকাশ।

আবহাওয়ার পূর্বাভাস বলছে, ম্যাচ চলাকালীন বৃষ্টির সম্ভাবনা ৬৫ শতাংশ। বিশ্বস্ত আবহাওয়া সাইট আকুওয়েদার জানিয়েছে, দুপুর গড়াতেই বাড়বে আর্দ্রতা, আর বিকেল নাগাদ পাল্লেকেলের আকাশে থাকবে প্রায় ৭০ শতাংশ মেঘাচ্ছন্নতা। দিনের তাপমাত্রা থাকবে ৩২ ডিগ্রি সেলসিয়াস, যা বাস্তবে আরও বেশি অনুভূত হতে পারে।

এই মাঠে বৃষ্টি যেন নিয়মিত অতিথি। সর্বশেষ পাঁচ ওয়ানডের মধ্যে বেশ কয়েকটি ম্যাচেই বৃষ্টির প্রভাব ছিল উল্লেখযোগ্য। গত নভেম্বরে শ্রীলঙ্কা-নিউজিল্যান্ড সিরিজের তৃতীয় ম্যাচ এই মাঠে পরিত্যক্ত হয়েছিল। এমনকি শ্রীলঙ্কা-ওয়েস্ট ইন্ডিজ সিরিজেও প্রতিটি ম্যাচে ওভার কমাতে হয়েছিল বৃষ্টির কারণে। ফলে আজকের ম্যাচেও এমন কিছু ঘটলে অবাক হওয়ার কিছু থাকবে না।

পাল্লেকেলের উইকেটে শুরুতে কিছুটা সহায়তা পেলেও সময় গড়ানোর সঙ্গে সঙ্গে ব্যাটিং সহজ হয়ে যায়। তাই এই মাঠে দ্বিতীয় ইনিংসে ব্যাট করা দলগুলো তুলনামূলক বেশি সাফল্য পায়। ওয়ানডেতে এই মাঠে প্রথম ইনিংসে গড় স্কোর প্রায় ২৪২ রান; কিন্তু রান তাড়ার দলগুলোর সাফল্যের হার উল্লেখযোগ্য।

বাংলাদেশ দলে আজ দুটি পরিবর্তন দেখা যেতে পারে। দ্বিতীয় ওয়ানডেতে ফিল্ডিংয়ের সময় ঊরুর চোট পাওয়া নাজমুল হোসেন শান্ত পুরোপুরি ফিট না হলে তার জায়গায় সুযোগ পেতে পারেন বাঁহাতি ওপেনার মোহাম্মদ নাঈম। আর পেস আক্রমণে হাসান মাহমুদের পরিবর্তে দলে ফিরতে পারেন তাসকিন আহমেদ।

গত দশ বছরে বাংলাদেশ মাত্র একবারই তিন ম্যাচ সিরিজে প্রথম ম্যাচ হেরে পরে সিরিজ জিতেছে—২০১৫ সালে, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ঘরের মাঠে। আজ সেই সংখ্যাটা দুইয়ে নেওয়ার হাতছানি টাইগারদের সামনে।

ইতিহাসের দরজায় কড়া নাড়ছে বাংলাদেশ, তবে পাল্লেকেলের আবহাওয়া যদি মুখ ফিরিয়ে নেয়, তাহলে হয়তো কপালটাই হবে বাধা। সিরিজ জয়ের আশায় মুখিয়ে থাকা মিরাজরা তাই আজ মাঠে নামবেন শুধু প্রতিপক্ষ নয়, আকাশের বিরুদ্ধেও লড়াই করতে। অপেক্ষা এখন শুধুই সময়ের—কে হাসবে শেষ হাসি, টাইগাররা নাকি বৃষ্টি?

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিখোঁজ কুকুরের সন্ধান দিলে ৩ লাখ টাকা পুরস্কার ঘোষণা

দেশের বাইরে বসে বাংলাদেশের ভাগ্য নির্ধারণের দিন শেষ : সারজিস

ফলাফল না জানা পর্যন্ত কেন্দ্র ছাড়বেন না : শেখ আব্দুল্লাহ 

৩২ দলের অংশগ্রহণে শেষ হলো জমজমাট “হনডা ফুটসাল লিগ”

হাসপাতালে নারী ওয়াশরুমে গোপন ক্যামেরা, ইন্টার্ন চিকিৎসক আটক

দুই স্পিডবোটের সংঘর্ষে নারী নিহত

মিজানুর রহমান সোহেলের ‘কনটেন্ট ক্রিয়েটর’ বইয়ের প্রি-অর্ডার শুরু

বিদ্যালয়ের ক্রীড়া প্রতিযোগিতায় দুই শিক্ষকের মারামারি

বিএনপি ১৮ কোটি মানুষের ৩৬ কোটি হাতকে কর্মের হাতে পরিণত করবে : সালাহউদ্দিন

গণমানুষের স্বাস্থ্যসেবায় বিএনপি প্রতিশ্রুতিবদ্ধ : ডা. রফিক

১০

এলাকার মানুষের দুঃখ দূর করতে প্রতিশ্রুতিবদ্ধ : হাবিব

১১

আবার নির্বাচনের আগে বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র : মির্জা আব্বাস

১২

বৃষ্টির পূর্বাভাস

১৩

ঢাবিতে দোয়া-স্মরণসভায় শহীদ ওসমান হাদির ন্যায়বিচারের দাবি

১৪

ধানের শীষ প্রতীক বরাদ্দ পেলেন মোবাশ্বের আলম

১৫

সুরক্ষা ছাড়াই দেয়াল বেয়ে ১০১ তলা ভবনের চূড়ায় পর্বতারোহী

১৬

বিশ্বকাপে দেশকে মিস করব : মিশা সওদাগর

১৭

বিশ্বকাপ থেকে ছিটকে গেল বাংলাদেশ

১৮

‘কেয়ামত থেকে কেয়ামত’ ছোটবেলায় দেখেছি: অনন্ত জলিল

১৯

ঈদগাহ মাঠ নিয়ে সংঘর্ষ, আহত ১০

২০
X