ব্যাটিং ব্যর্থতায় এশিয়া কাপ ক্রিকেট আসরে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলংকার কাছে বাজেভাবে হারতে হয় বাংলাদেশকে। ব্যাট হাতে একমাত্র নাজমুল হোসেন শান্ত ছিলেন সফল। আফগানিস্তানের বিপক্ষে জয়ের বিকল্প নেই বাংলাদেশের। পাকিস্তানের লাহারের গাদ্দাফি স্টেডিয়ামে নামার আগে বাংলাদেশের একাদশে পরিবর্তন ছিল অনুমেয়। আফগানদের বিপক্ষে সেটাই হয়েছে। এতে কপাল খুলেছে শামীম হোসেন পাটোয়ারীর।
দেশের ১৪৪তম ক্রিকেটার হিসেবে বাংলাদেশ জার্সিতে অভিষেক হলো বাঁহাতি এই ব্যাটারের। টি-টোয়েন্টি দলে নিয়মিত খেলছেন তিনি। ঘরোয়া লিস্ট এ ক্রিকেটে এ পর্যন্ত ৪৮ ম্যাচ খেলেছেন শামীম। ৪৪ ইনিংসে করেছেন ১ হাজার ৯৩ রান। ছয় অর্ধশতের সঙ্গে একটি শতক রয়েছে তার।
লোয়ার মিডল অর্ডারে সংকট চলছে বাংলাদেশ দলে। অভিজ্ঞ মাহমুদউল্লাহ রিয়াদের বিকল্প হিসেবে অনেককেই অনেকে খেলিয়েও সফল হয়নি টিম ম্যানেজমেন্ট। টি-টোয়েন্টি ফরম্যাটে নিজেকে প্রমাণ করেছেন শামীম। জাতীয় দলের জার্সিতে ক্রিকেটে সংক্ষিপ্ত ফরম্যাটে তার স্ট্রাইক রেট ১২০-এর কাছাকাছি। পাওয়ার হিটারের অভাব মেটাতে তাকে একাদশে নিয়েছে টিম ম্যানেজমেন্ট। এবার ওয়ানডে নিজেকে প্রমাণ করার পালা বাঁহাতি এই ব্যাটারের।
আফগানদের বিপক্ষে তিনটি পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে বাংলাদেশ দল। শ্রীলংকার বিপক্ষে মোহাম্মদ নাঈম শেখের সঙ্গে ওপেন করেন অভিষিক্ত তানজিদ তামিম। এক ম্যাচ পরই বাদ পড়লেন তিনি। তানজিদের পরিবর্তে ওয়ানডেতে অভিষেক হলো শামীম হোসেন পাটোয়ারীর। এদিকে একাদশে ফিরেছেন আফিফ হোসেন ও হাসান মাহমুদ। অফস্পিনার শেখ মেহেদী হাসানের পরিবর্তে আফিফ হোসেন ও পেসার মুস্তাফিজুর রহমানের পরিবর্তে একাদশে ফিরেছেন হাসান মাহমুদ।
মন্তব্য করুন