এশিয়া কাপের ভেন্যু নিয়ে ঝামেলা যেন থামছেই না। ভারত দল পাকিস্তান সফরে আপত্তি জানালে প্রতিযোগিতার মোট ৯টি ম্যাচ শ্রীলঙ্কায় সরিয়ে নিয়েছিল এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)। তবে দ্বীপরাষ্ট্রটিতে বর্ষা মৌসুমের কারণে ভারত-পাকিস্তানের ম্যাচ পরিত্যক্তের ঘটনায় নড়েচড়ে বসেছে এসিসি। তাই কলম্বো থেকে ম্যাচ সরিয়ে নেওয়ার চিন্তা করছে এশিয়ান ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।
কলম্বোর প্রেমাদেসা স্টেডিয়াম থেকে এশিয়া কাপের ৬টি ম্যাচ সরিয়ে নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে জনপ্রিয় ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফো এবং পাকিস্তানের বার্তা সংস্থা পিটিআই।
হাইব্রিড মডেলে অনুষ্ঠিত এশিয়া কাপের ১৩ ম্যাচের মধ্যে পাকিস্তানে হবে ৪টি ম্যাচ। শ্রীলঙ্কায় মাঠে গড়াবে ৯টি ম্যাচ। এর মধ্যে ১৭ সেপ্টেম্বরের ফাইনাল ম্যাচের ভেন্যুও প্রেমাদেসা স্টেডিয়াম। গত কয়েকদিনের ভারী বর্ষণে কলম্বোর উত্তর অংশে বন্যার দেখা দিয়েছে। প্রেমাদাসা স্টেডিয়ামও কলম্বোর উত্তরে অবস্থিত। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস জানিয়েছে, আরও দুই সপ্তাহ ধরে টানা বৃষ্টিপাত অব্যাহত থাকবে কলম্বোয়।
অধিক বৃষ্টিপাতের কারণে ফাইনালসহ সুপার ফোরের খেলাগুলো পণ্ড হয়ে যাবে। সেক্ষেত্রে বিশাল আর্থিক ক্ষতির মুখে পড়বে এসিসি ও প্রধান সম্প্রচারকারী চ্যানেল স্টার স্পোর্টস। ভেন্যু পরিবর্তনের সিদ্ধান্তে সম্মতি দিয়েছে দুই স্বাগতিক দেশের ক্রিকেট বোর্ডও (এসএলসি) ও (পিসিবি)।
এশিয়া কাপের ভেন্যু পরিবর্তন হলে কলম্বোর ম্যাচগুলো ক্যান্ডি, ডাম্বুলা অথবা হাম্বানটোটায় অনুষ্ঠিত হতে পারে। এর মধ্যে ক্যান্ডিতে বাংলাদেশ-শ্রীলঙ্কা, ভারত-পাকিস্তান এবং ভারত-নেপাল ম্যাচের আয়োজক পাল্লেকেলে ক্রিকেট স্টেডিয়াম। প্রথম দুটি ম্যাচই বৃষ্টির কারণে বিলম্বিত হয়েছে। ভারত-পাকিস্তান মহারণ তো বাতিলই হয়ে গেছে। এ ছাড়া আগামী কিছুদিনও পাহাড়ি এই শহরে প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
ক্যান্ডি শহর থেকে ৭০ কিলোমিটার দূরের শহর ডাম্বুলায় সুপার ফোর ও ফাইনাল আয়োজন করাও সম্ভব নয়। লঙ্কান ক্রিকেট বোর্ডের এক কর্মকর্তা বার্তা সংস্থা পিটিআইকে জানিয়েছেন, দ্রুত সময়ের মধ্যে ডাম্বুলাকে ম্যাচ আয়োজনের উপযোগী করা সম্ভব নয়।
সেক্ষেত্রে কলম্বোর বিকল্প ভেন্যুর তালিকায় কেবল হাম্বানটোটা বাদ থাকে। এই শহরে আগামী কয়েক দিন বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই। আর হাম্বানটোটার মাহিন্দা রাজাপাকসে স্টেডিয়ামে গত সপ্তাহে শেষ হয়েছে পাকিস্তান-আফগানিস্তান ওয়ানডে সিরিজ। তাই এখানে ভেন্যু প্রস্তুত করতে বেগ পেতে হবে না এসএলসির।
আগামী ৬ সেপ্টেম্বর থেকে শুরু হবে এশিয়া কাপের সুপার ফোর পর্ব। সেক্ষেত্রে ভেন্যু পরিবর্তনের সিদ্ধান্ত নিতে হাতে দুদিন সময় আছে এসিসির।
মন্তব্য করুন