ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ : ০৬ আগস্ট ২০২৫, ০৪:৫৪ পিএম
অনলাইন সংস্করণ

ট্রফির দিকে চোখ সোহানের

নুরুল হাসান সোহান। ছবি : সংগৃহীত
নুরুল হাসান সোহান। ছবি : সংগৃহীত

বাংলাদেশের মতো দেশের ক্ষেত্রে অস্ট্রেলিয়ার মাটিতে দ্বিপক্ষীয় সিরিজ খেলার সুযোগ মিলে কালেভন্দ্রে। তবে জাতীয় দলের বাইরে থাকা ক্রিকেটারদের জন্য সুযোগটা আবার একটু ভিন্নই বলা চলে। অচেনা কন্ডিশন, অচেনা উইকেট, প্রতিকূল আবহওয়ার দেশটিতে গত দুই বছর ধরে নিয়মিতই সফর করছে জাতীয় দলের আশপাশের খেলোয়াড়রা। গত মৌসুমে টপ এন্ড টি–টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টে রানার্সআপও হয়েছিল বিসিবির হাই পারফরম্যান্স (এইচপি) ইউনিট। এবার সেই একই টুর্নামেন্টে নুরুল হাসান সোহানের নেতৃত্বে খেলতে যাচ্ছে বাংলাদেশ ‘এ’ দল। দেশটিতে শিখতে নয়, ট্রফি জিততে যাচ্ছেন বলে নিশ্চিত করেছেন অধিনায়ক সোহান। মিরপুরে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

দীর্ঘদিন ধরেই জাতীয় দলের বাইরে আছেন সোহান। তবে ঘরোয়া টুর্নামেন্টগুলোতে ধারাবাহিক পারফর্ম করে যাচ্ছেন তিনি। জাতীয় দলে না থাকলেও নিজের সেরাটা খুঁজে পেতে পরিশ্রম করে যাচ্ছেন তারা। অস্ট্রেলিয়ার মাটিতে তাই শিখতে যাচ্ছেন মানতে রাজি নন তিনি। সোহান বলেন, ‘অবশ্যই, আমার কাছে মনে হয় লার্নিং প্রসেস জিনিসটা আমি খুব একটা বিশ্বাস করি না। কারণ, আমরা শিখতেই আছি। অবশ্যই, শিখব—এটা জীবনের অংশ। আমাদের মূল লক্ষ্য হওয়া উচিত—যেহেতু একটা টুর্নামেন্ট খেলতে যাচ্ছি ফাইনাল খেলব। আমার মনে হয় প্রতিটা খেলোয়াড় এবং আমাদের যারা টিম ম্যানেজমেন্ট আছে; তাদের সবারই লক্ষ্য ট্রফির দিকে।’

টুর্নামেন্টটিতে বাংলাদেশ ‘এ’ দল ছাড়াও খেলবে পাকিস্তান শাহিনস থেকে শুরু করে মোট ৭টি ভিন্ন দল। তাদের খুটিনাটি শক্তি, দুর্বলতা সম্পর্কেও জানার চেষ্টা করেছেন সোহানরা, ‘অবশ্যই, দেখুন—আমরা একটা ভালো টুর্নামেন্টে যাচ্ছি এবং যেটা বললাম আমি যতটুকু পড়াশোনা করেছি এবছরের দলগুলো খুবই ভালো। অবশ্যই, আমাদের জন্য ভালো একটা সুযোগ এবং আমরা চাইব যাতে ফাইনাল খেলতে পারি ইনশাআল্লাহ।’

এ সফরে টি–টোয়েন্টির পাশাপাশি একটি চার দিনের ম্যাচ খেলবে বাংলাদেশ ‘এ’ দল। টেস্ট স্কোয়াডে থাকা হাসান মাহমুদ, নাঈম হাসানরা খেলবেন সেই দলের। ম্যাচটি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণও বটে। কেননা, আগামী বছর অস্ট্রেলিয়ায় দুটি টেস্ট খেলতে যাবে বাংলাদেশ জাতীয় দল। সেই টেস্ট সিরিজের আগে ২৮ আগস্ট দক্ষিণ অস্ট্রেলিয়ার বিপক্ষে চার দিনের ম্যাচ দিয়ে কিছু হলেও আইডিয়া পাবেন হাসান-নাঈমরা। তবে অধিনায়ক সোহান ভাবছেন টি–টোয়েন্টি সিরিজের ট্রফি নিয়েই, ‘সামনের বছর যেহেতু টেস্ট আছে, এটা আমাদের জন্য দারুণ সুযোগ, বিশেষ করে যারা টেস্ট খেলবেন তাদের জন্য। কিন্তু এখন যেহেতু আমরা বড় একটা টি–টোয়েন্টি টুর্নামেন্ট খেলতে যাচ্ছি, তাই আপাতত মাথায় টি–টোয়েন্টিটাই ঘুরছে। চার দিনের দল তো এখনো যায়নি। (টেস্ট দলের) যারাই খেলবেন, এটা তাদের জন্য বড় সুযোগ।’

দুই ভাগ আজ থেকে অস্ট্রেলিয়ার উদ্দেশে রওনা দেওয়ার কথা সোহানদের। সেখানে ভালো করলে ভাগ্যক্রমে সুযোগ মিলে যেতে পারে এশিয়া কাপের চূড়ান্ত স্কোয়াডেও। তাইতো পারফরম্যান্সের দিকেই তাকিয়ে থাকতে হবে তাদের।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাথর লুট / ডিসি, এসপি ও বিভাগীয় কমিশনারকে দুষলেন জামায়াত নেতা

ফ্যান চালালে মাসে কত টাকা বিদ্যুৎ খরচ হয় জেনে নিন

নতুন নাটকে আইনা আসিফ

বাংলাদেশ এখন অর্থনীতিকে উচ্চপর্যায়ে নিয়ে যেতে প্রস্তুত : আমির খসরু

সিলেটের পাথর উদ্ধারে চলছে দুদকের অভিযান

ডিজিটাল ডিভাইস থেকে চোখ সরছে না, হতে পারে বিপদ

২০২৭ বিশ্বকাপে বাংলাদেশের সরাসরি খেলার সম্ভাবনা কতটুকু?

আন্তর্জাতিক যুব দিবস ২০২৫ / বাংলাদেশের অর্থনৈতিক অগ্রযাত্রায় তরুণদের মূল্যায়ন কতটা জরুরি? 

রেলপথ অবরোধে আটকা ৮টি ট্রেন, ভয়াবহ শিডিউল বিপর্যয়

পাকিস্তান সীমান্তে দুপক্ষের গোলাগুলি, ভারতীয় সেনা নিহত

১০

জেসিকাকে ওরকার খেয়ে ফেলার দাবি ভুয়া, ভিডিওটি এআই নির্মিত

১১

সন্ধ্যার মধ্যে যেসব জেলায় হতে পারে বজ্রবৃষ্টি

১২

আটক ৫ বাংলাদেশিকে ফেরত দিল বিএসএফ

১৩

অবশেষে প্রকাশ্যে এলো ‘দেবী চৌধুরানী’র টিজার

১৪

আড়তে মেলে ইলিশ, পাতে ওঠে না সবার

১৫

নির্বাচনের সময় উপদেষ্টা থাকবেন না আসিফ মাহমুদ

১৬

বাস-ট্রাকের ভয়াবহ সংঘর্ষ

১৭

শিক্ষকরা প্রেস ক্লাবের সামনে, যান চলাচল বন্ধ

১৮

নিউজিল্যান্ডের সাবেক ক্রিকেটার এবার খেলবেন স্কটল্যান্ডের হয়ে

১৯

কিশোরগঞ্জে ২ কলেজের নাম পরিবর্তন

২০
X