স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১০ অক্টোবর ২০২৫, ১০:৩২ পিএম
অনলাইন সংস্করণ

কিউইদের কাছে বিশ্বকাপে বাংলাদেশের শোচনীয় পরাজয়

একা লড়াই করেও বড় পরাজয় ঠেকাতে পারেননি ফাহিমা। ছবি : সংগৃহীত
একা লড়াই করেও বড় পরাজয় ঠেকাতে পারেননি ফাহিমা। ছবি : সংগৃহীত

নারী ওয়ানডে বিশ্বকাপে নিজেদের তৃতীয় ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে ১০০ রানের বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ। গোহাটির বারসাপারা ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ফিল্ডিংয়ে নেমে ২২৭ রান হজম করার পর ব্যাট হাতে ১২৭ রানে গুটিয়ে যায় নিগার সুলতানার দল।

বিশ্বকাপের শুরুতে পাকিস্তানকে হারিয়ে দারুণ সূচনা করেছিল টাইগ্রেসরা। তবে ইংল্যান্ডের বিপক্ষে লড়াই করে হারার পর এবার কিউইদের বিপক্ষে ছিল একপেশে পরাজয়। তিন ম্যাচে একটি জয় নিয়ে বাংলাদেশ পয়েন্ট তালিকার পঞ্চম স্থানে, প্রথম জয়ে নিউজিল্যান্ড উঠে এসেছে ছয় নম্বরে।

টসে জিতে ব্যাটিংয়ে নেমে নিউজিল্যান্ড শুরুতে ধাক্কা খেলেও মাঝের জুটিতে ঘুরে দাঁড়ায়। রাবেয়া খানের ঘূর্ণিতে জর্জিয়া প্লিমার (১২) ফেরার পর রান আউট হন অভিজ্ঞ সুজি বেটস (২৯)। এরপর অধিনায়ক সোফি ডিভাইন ও ব্রুক হ্যালিডের জুটিতে ইনিংসের ভিত গড়ে কিউইরা। ডিভাইন ৮৫ বলে ৬৩ এবং ব্রুক ১০৪ বলে ৬৯ রান করে দলকে শক্ত অবস্থানে নিয়ে যান। শেষ দিকে লিয়া তাহুহুদের ছোট ছোট অবদান মিলিয়ে ৫০ ওভারে নিউজিল্যান্ডের সংগ্রহ দাঁড়ায় ২২৭/৯।

বাংলাদেশের হয়ে রাবেয়া খান নেন সর্বোচ্চ তিন উইকেট। একটি করে উইকেট ভাগ করে নেন ফাহিমা খাতুন, নিশিতা আক্তার নিশি, নাহিদা আক্তার এবং মারুফা আক্তার।

লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। ১৩ রানের মধ্যেই ফেরেন দুই ওপেনার রুবাইয়া হায়দার (৪) ও শারমিন সুপ্তা (৩)। এরপর নিয়মিত বিরতিতে পড়ে উইকেট। অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি ২৮ বলে ৪ রান করে ফিরে গেলে চাপ আরও বেড়ে যায়। একে একে সাজঘরে ফেরেন সোবহানা মোস্তারি (২), সুমাইয়া আক্তার (১) ও স্বর্ণা আক্তার (১)।

মাত্র ৩৩ রানে ছয় উইকেট হারিয়ে যখন ম্যাচ প্রায় হাতছাড়া, তখন হাল ধরেন ফাহিমা খাতুন। ৭৯ বলে ৩৪ রানের লড়াকু ইনিংসে শেষ পর্যন্ত অপরাজিত থাকেন তিনি। নাহিদা আক্তার (১৭) ও রাবেয়া খান (২৫) কিছুটা সঙ্গ দিলেও দলকে বড় পরাজয়ের হাত থেকে রক্ষা করতে পারেননি কেউই। ৩৯.৫ ওভারে ১২৭ রানে অলআউট হয় বাংলাদেশ।

নিউজিল্যান্ডের পক্ষে জেস কের ও লিয়া তাহুহু নেন তিনটি করে উইকেট।

ব্যাটে-বলে উজ্জ্বল ছিলেন ফাহিমা খাতুন—একই ম্যাচে উইকেটও নিয়েছেন, ব্যাট হাতেও দলকে টেনে নেওয়ার চেষ্টা করেছেন। তবে তাঁর একার লড়াইয়ে হারের ব্যবধান কমানো সম্ভব হয়নি। বিশ্বকাপে টিকে থাকার লড়াইয়ে এখন বাকি ম্যাচগুলোতে ফিরে আসাই টাইগ্রেসদের বড় চ্যালেঞ্জ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ / ‘শঙ্কিত’ সংখ্যালঘুরা ভোটদানে নিরুৎসাহিত হতে পারেন

প্যারাডাইস ল্যান্ড ডেভেলপমেন্ট অ্যান্ড হাউজিং লিমিটেডের আবাসন প্রকল্প ‘আশুলিয়া আরবান সিটি’র শুভ উদ্বোধন

সড়কে ঝরল বিএনপি নেতার প্রাণ

অতীত ভুলে শরীয়তপুরকে আধুনিক জেলা গড়ার অঙ্গীকার নুরুদ্দিন অপুর

মেন্টরশিপ, তৃণমূল সংযোগ ও পারিবারিক বাধা : চ্যালেঞ্জের মুখে নারীর রাজনীতি

শিশির মনিরের প্রচার গাড়িতে হামলা ও ভাঙচুরের অভিযোগ

দলের ক্ষুদ্র স্বার্থে উত্তেজনা সৃষ্টি করা উচিত নয় : রবিউল

চট্টগ্রামে বর্জ্য সংগ্রহে ধীরগতি, ক্ষেপলেন মেয়র

সিলেটে সাবেক মেয়র গ্রেপ্তার

৩ শতাধিক স্বেচ্ছা রক্তদাতা পেলেন কোয়ান্টামের সম্মাননা

১০

বাংলাদেশ ভ্রমণে নাগরিকদের সতর্ক করল যুক্তরাজ্য

১১

শুটিং দলকে ভারত পাঠানোর ব্যাখাসহ সাংবাদিকদের অ্যাক্রিডিটেশনের বিষয়ে যা জানা গেল

১২

অধ্যক্ষ-প্রধান শিক্ষক নিয়োগে বিজ্ঞপ্তি, শূন্যপদ ১৩৫৯৯

১৩

তারেক রহমানের বরিশাল সফরের নতুন তারিখ ঘোষণা

১৪

একুশে বইমেলা পেছানোর প্রতিবাদে প্রতীকী মেলা হবে যেদিন

১৫

স্বতন্ত্র প্রার্থীর ব্যতিক্রমী প্রচারণা, নজর কাড়ছে ‘জোকার’

১৬

এই আলো কি সেই মেয়েটিই

১৭

জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাচ্ছেন আইনুন পুতুল ও আফরান নিশো

১৮

বিচ্ছেদের ব্যথা ভুলতে কতটা সময় লাগে? যা বলছেন বিশেষজ্ঞরা

১৯

নতুন জাহাজ ‘বাংলার নবযাত্রা’ চীন থেকে বুঝে পেল বিএসসি

২০
X