অস্ট্রেলিয়াতে এ দলের চারদিনের সফরের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। মাহিদুল ইসলাম অঙ্কনকে অধিনায়ক করে ১৪ সদস্যের দল দেওয়া হয়েছে। সেখানে আছেন হাসান মাহমুদও। রোববার (১৭ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে বিসিবি। আগামী ২৮-৩১ আগস্ট পর্যন্ত ডারউইনে দক্ষিণ অস্ট্রেলিয়ার একটি দলের বিপক্ষে খেলবেন তারা।
বাংলাদেশ এ দল
মাহিদুল ইসলাম অঙ্কন (অধিনায়ক), সাইফ হাসান, ইফতেখার হোসেন ইফতি, মাহমুদুল হাসান জয়, শাহাদাত হোসেন দিপু, অমিত হাসান, ইয়াসির আলি চৌধুরি, রাকিবুল হাসান, নাঈম হাসান, হাসান মুরাদ, রিপন মন্ডল, মুশফিক হাসান, এনামুল হক ও হাসান মাহমুদ।
মন্তব্য করুন