রবিবার, ২৫ জানুয়ারি ২০২৬, ১২ মাঘ ১৪৩৩
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ : ০৭ সেপ্টেম্বর ২০২৩, ০৩:২০ এএম
অনলাইন সংস্করণ

পরাজয়ে ব্যাটারদের দোষ দেখছেন সাকিব

সাকিব আল হাসান। ছবি: সংগৃহীত
সাকিব আল হাসান। ছবি: সংগৃহীত

শ্রীলংকার বিপক্ষে পরাজয় দিয়ে এবারের এশিয়া কাপ মিশন শুরু হয় বাংলাদেশ ক্রিকেট দলের। তবে আফগানিস্তানের বিপক্ষে পরের ম্যাচেই ঘুরে দাঁড়িয়ে এশিয়া কাপের সুপার ফোরে খেলার যোগ্যতা অর্জন করে সাকিব আল হাসানের দল। গ্রুপের প্রথম দল হিসেবে কোয়ালিফাই করায় আত্মবিশ্বাসও ছিল বেশ। কিন্তু সুপার ফোরের শুরুতেই আবার পরাজয়ের খাতায় বাংলাদেশের নাম, পাকিস্তানের বিপক্ষে কোনো প্রতিরোধেই গড়ে তুলতে পারেনি সাকিব-মুশফিকরা। ১০ ওভার হাতে রেখে সহজ জয় তুলে নিয়েছে বাবর আজমের দল।

লাহোরে পাকিস্তানের কাছে ৭ উইকেটে হেরে আসরের সুপার ফোর অংশের সূচনা করেছে বাংলাদেশ। এশিয়া কাপে নিজেদের শেষ দেখায় পাকিস্তানকে হারানো দলটা পরের টুর্নামেন্টে পাত্তাই পায়নি বাবরদের কাছে। ম্যাচশেষে এরকম পরাজয়ের কারণ জানালেন অধিনায়ক সাকিব।

পাকিস্তানের বিপক্ষে বুধবারের (৬ সেপ্টেম্বর) ম্যাচে ৪৭ রানে প্রথম ৪ উইকেট হারায় বাংলাদেশ। এরপর সাকিব-মুশফিক ১০০ রানের জুটি গড়ে কিছুটা প্রতিরোধ গড়লেও সাকিবের বিদায়ের পর আবার বিপর্যয় ঘটে টাইগারদের ব্যাটিংয়ে। ৪৬ রানে ৬ উইকেট হারায় বাংলাদেশ। শেষ ৬৮ বল খেলতেই পারেনি টাইগাররা।

অভিজ্ঞ সাকিব-মুশফিক ছাড়া ব্যাট হাতে কেউই তেমন দাঁড়াতে পারেননি পাকিস্তানের বিপক্ষে। তরুণ ব্যাটারদের মধ্যে কেউই পার হতে পারেননি ২০ রানের ঘর। লিটন, নাঈম, শামীম এবং আফিফ প্রত্যেকেই ভালো শুরু পেয়ে ইনিংস বড় করতে পারেননি। তাওহীদ হৃদয় তো তিন ম্যাচেই ব্যর্থ।

পাকিস্তানের বিপক্ষে দলের এমন ব্যাটিংকে 'বাজে ব্যাটিং' বলছেন বাংলাদেশ অধিনায়ক। ম্যাচশেষে পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে তিনি বলেন, 'আমরা শুরুতেও কয়েকটা উইকেট হারিয়ে ফেলেছি। কিছু বাজে শটও আমরা খেলেছি। এই ধরনের উইকেটে প্রথম দশ ওভারে ৪ উইকেট হারানো উচিত না। কিন্তু এটাই হয়েছে। আমাদের জুটি (সাকিব-মুশফিকের ১০০ রানের জুটি) ভালো ছিল। আমাদের আরও ৭-৮ ওভার ব্যাট করা দরকার ছিল। এই ধরনের উইকেটে এটা খবুই বাজে ব্যাটিং প্রদর্শনী।'

বোলাররা সহায়তা পাবে এমন উইকেট হওয়ায় শ্রীলঙ্কায় বাংলাদেশ ভালো করবে বলে বিশ্বাস সাকিবের, 'আমি যখন এলপিএলে খেলেছি, পিচ অনেক স্লো ছিল। পিচও বোলিংয়ের জন্য ভালো। এটা আমারদের জন্য ভালোই হবে। আশা করি কলম্বোতে আমরা ভালো খেলব।'

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ড. ফরিদুজ্জামান ফরহাদ / অবহেলিত নড়াইলের উন্নয়নের জন্য ধানের শীষকে বিজয়ী করুন

১০ দলীয় নির্বাচনী ঐক্যে যুক্ত হলো লেবার পার্টি

আবারও পেছাল তারেক রহমানের বরিশাল সফরের তারিখ

মানুষের ভাগ্য গড়তে ১০ দলীয় ঐক্য নির্বাচন করছে : মামুনুল হক

সাতক্ষীরায় সাংবাদিক লাঞ্ছিত ও ক্যামেরা ভাঙচুরের প্রতিবাদে মানববন্ধন ও আলটিমেটাম

এই দেশের ভূমিপুত্ররাই দেশ শাসন করবে : হাসনাত আব্দুল্লাহ

‘নিজ স্বার্থে ওসমান হাদিকে বিক্রি করছেন নাসীরুদ্দীন পাটওয়ারী’

আফগানিস্তানে তুষারপাত ও ভারী বৃষ্টিতে নিহত ৬১

ইউনিভার্সেল মেডিকেলে নবজাতক ও পেডিয়াট্রিক ক্রিটিক্যাল কেয়ারের বৈজ্ঞানিক কর্মশালা অনুষ্ঠিত

সাকিব আল হাসানকে দলে ফেরানোর উদ্যোগ নিয়েছে বিসিবি

১০

ভারতের ৭৭তম প্রজাতন্ত্র দিবসে জামায়াত নেতাদের অংশগ্রহণ

১১

দিনাজপুরে এক বীর মুক্তিযোদ্ধার জামায়াতে যোগদান

১২

হাজারো মানুষের ভিড়ে তারেক রহমানকে দেখতে এসে বৃদ্ধা নারীর মোনাজাত

১৩

মহাসড়কে অটোরিকশা চলাচলে বাধা দেওয়ায় সড়ক অবরোধ

১৪

আইফোনের জন্য বন্ধুকে হত্যা, অভিযুক্ত গ্রেপ্তার

১৫

আমার হাঁস আমার চাষ করা ধানই খাবে : রুমিন ফারহানা

১৬

আইনশৃঙ্খলা ও দুর্নীতি দমনই অগ্রাধিকার হবে : তারেক রহমান

১৭

এআই ফটোকার্ডের বিভ্রান্তি মোকাবিলায় সচেতনতার বিকল্প নেই

১৮

এবারের নির্বাচন স্বাধীনতার পক্ষে ও বিপক্ষের শক্তির বিরুদ্ধে : আবু আশফাক

১৯

অস্ত্র কেনা ও মজুত নিয়ে আলোচনার ভিডিও ভাইরাল, অভিযুক্তসহ গ্রেপ্তার ৩

২০
X