ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ : ০৭ সেপ্টেম্বর ২০২৩, ০৩:২০ এএম
অনলাইন সংস্করণ

পরাজয়ে ব্যাটারদের দোষ দেখছেন সাকিব

সাকিব আল হাসান। ছবি: সংগৃহীত
সাকিব আল হাসান। ছবি: সংগৃহীত

শ্রীলংকার বিপক্ষে পরাজয় দিয়ে এবারের এশিয়া কাপ মিশন শুরু হয় বাংলাদেশ ক্রিকেট দলের। তবে আফগানিস্তানের বিপক্ষে পরের ম্যাচেই ঘুরে দাঁড়িয়ে এশিয়া কাপের সুপার ফোরে খেলার যোগ্যতা অর্জন করে সাকিব আল হাসানের দল। গ্রুপের প্রথম দল হিসেবে কোয়ালিফাই করায় আত্মবিশ্বাসও ছিল বেশ। কিন্তু সুপার ফোরের শুরুতেই আবার পরাজয়ের খাতায় বাংলাদেশের নাম, পাকিস্তানের বিপক্ষে কোনো প্রতিরোধেই গড়ে তুলতে পারেনি সাকিব-মুশফিকরা। ১০ ওভার হাতে রেখে সহজ জয় তুলে নিয়েছে বাবর আজমের দল।

লাহোরে পাকিস্তানের কাছে ৭ উইকেটে হেরে আসরের সুপার ফোর অংশের সূচনা করেছে বাংলাদেশ। এশিয়া কাপে নিজেদের শেষ দেখায় পাকিস্তানকে হারানো দলটা পরের টুর্নামেন্টে পাত্তাই পায়নি বাবরদের কাছে। ম্যাচশেষে এরকম পরাজয়ের কারণ জানালেন অধিনায়ক সাকিব।

পাকিস্তানের বিপক্ষে বুধবারের (৬ সেপ্টেম্বর) ম্যাচে ৪৭ রানে প্রথম ৪ উইকেট হারায় বাংলাদেশ। এরপর সাকিব-মুশফিক ১০০ রানের জুটি গড়ে কিছুটা প্রতিরোধ গড়লেও সাকিবের বিদায়ের পর আবার বিপর্যয় ঘটে টাইগারদের ব্যাটিংয়ে। ৪৬ রানে ৬ উইকেট হারায় বাংলাদেশ। শেষ ৬৮ বল খেলতেই পারেনি টাইগাররা।

অভিজ্ঞ সাকিব-মুশফিক ছাড়া ব্যাট হাতে কেউই তেমন দাঁড়াতে পারেননি পাকিস্তানের বিপক্ষে। তরুণ ব্যাটারদের মধ্যে কেউই পার হতে পারেননি ২০ রানের ঘর। লিটন, নাঈম, শামীম এবং আফিফ প্রত্যেকেই ভালো শুরু পেয়ে ইনিংস বড় করতে পারেননি। তাওহীদ হৃদয় তো তিন ম্যাচেই ব্যর্থ।

পাকিস্তানের বিপক্ষে দলের এমন ব্যাটিংকে 'বাজে ব্যাটিং' বলছেন বাংলাদেশ অধিনায়ক। ম্যাচশেষে পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে তিনি বলেন, 'আমরা শুরুতেও কয়েকটা উইকেট হারিয়ে ফেলেছি। কিছু বাজে শটও আমরা খেলেছি। এই ধরনের উইকেটে প্রথম দশ ওভারে ৪ উইকেট হারানো উচিত না। কিন্তু এটাই হয়েছে। আমাদের জুটি (সাকিব-মুশফিকের ১০০ রানের জুটি) ভালো ছিল। আমাদের আরও ৭-৮ ওভার ব্যাট করা দরকার ছিল। এই ধরনের উইকেটে এটা খবুই বাজে ব্যাটিং প্রদর্শনী।'

বোলাররা সহায়তা পাবে এমন উইকেট হওয়ায় শ্রীলঙ্কায় বাংলাদেশ ভালো করবে বলে বিশ্বাস সাকিবের, 'আমি যখন এলপিএলে খেলেছি, পিচ অনেক স্লো ছিল। পিচও বোলিংয়ের জন্য ভালো। এটা আমারদের জন্য ভালোই হবে। আশা করি কলম্বোতে আমরা ভালো খেলব।'

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভয়াবহ আগুনে তুলার মিল পুড়ে ছাই

২১ আগস্ট : কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

দুপুরের মধ্যে যেসব জেলায় হতে পারে বজ্রবৃষ্টি

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার উল্টে নিহত ৩

বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকার মার্কেট বন্ধ

২১ আগস্ট : আজকের নামাজের সময়সূচি

৪ দিনের সফরে ঢাকায় পাকিস্তানের বাণিজ্যমন্ত্রী

ঢাকা-নারায়ণগঞ্জ রুটে বাড়ল বাস ভাড়া

পরিকল্পিত বর্জ্য ব্যবস্থাপনায় গড়ে তোলা হবে ক্লিন সিটি : চসিক মেয়র

জুলাই সনদে মিত্রদের ‘কাছাকাছি মতামত’ দেওয়ার পরামর্শ বিএনপির

১০

সন্তানকে বাঁচিয়ে প্রাণ দিলেন বাবা

১১

সৈকতে ফের ভেসে এলো মৃত ইরাবতী ডলফিন

১২

ইঞ্জিন সংকটে ‘নাজুক’ রেল অপারেশন

১৩

স্পেনে রিয়ালের আর্জেন্টাইন তারকাকে নিয়ে অদ্ভুত বিতর্ক

১৪

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব হলেন আবু তাহের

১৫

মানবিক ড্রাইভার গড়তে নারায়ণগঞ্জে ডিসির যুগান্তকারী উদ্যোগ

১৬

গৃহকর্মীদের অধিকার সুরক্ষায় জাতীয় পরামর্শ সভা অনুষ্ঠিত

১৭

পিএসসি সদস্য হলেন অধ্যাপক শাহীন চৌধুরী

১৮

রিয়ালের হয়ে ইতিহাস গড়লেন আর্জেন্টিনার ‘মাস্তান’

১৯

দাম্পত্য কলহ এড়ানোর সহজ ৫ উপায়

২০
X