ভারত সরকারের নতুন আইনের কারণে প্রধান স্পন্সরশিপ থেকে সরে দাঁড়াচ্ছে ‘ড্রিম ১১’। আর এতে বড় অঙ্কের ক্ষতির মুখে পড়বে ভারতের ক্রিকেট বোর্ড। এরই মধ্যে নতুন খবর, খরচ বাঁচাতে বিরল সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। এশিয়া কাপের মতো বড় আসরের আগে বিসিসিআইয়ের এমন সিদ্ধান্তে অবাক ক্রিকেট সমর্থকরা।
আগামী ৯ সেপ্টেম্বর থেকে সংযুক্ত আরব আমিরাতে শুরু হবে এশিয়া কাপ। টুর্নামেন্টে অংশ নেওয়ার লক্ষ্যে আগামী ৪ সেপ্টেম্বর দুবাইয়ে পৌঁছানোর কথা ভারতের ক্রিকেটারদের। কিন্তু খরচ বাঁচাতে ক্রিকেটারদের একই ফ্লাইটে পাঠাচ্ছে না বিসিসিআই।
ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, প্রত্যেক ক্রিকেটার নিজ নিজ শহর থেকে এশিয়া কাপের উদ্দেশে যাবেন। এমন দৃশ্য ভারতীয় ক্রিকেটে বিরল বলে দাবি করা হয় দেশটির গণমাধ্যমে।
দেশের বাইরে সিরিজ খেলতে যাওয়ার আগে ক্রিকেটাররা একটি নির্দিষ্ট শহর থেকে রওয়ানা দিতেন। সর্বশেষ চ্যাম্পিয়ন্স ট্রফি বা ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজের আগেও সে দৃশ্য দেখা গেছে। তবে এবার তার ব্যতিক্রম হতে যাচ্ছে। মূলত, যাতায়াতের খরচ কমাতে এই সিদ্ধান্ত নিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড। ভারতীয় ক্রিকেট বোর্ডের এক কর্মকর্তা বলেন, ‘৪ সেপ্টেম্বর সন্ধ্যায় ক্রিকেটাররা দুবাই পৌঁছাবেন। ৫ সেপ্টেম্বর প্রথম অনুশীলন হবে। মুম্বাই থেকে পাঠাতে হলে সবাইকে এখানে আসা লাগত। সেক্ষেত্রে খেলার সরঞ্জাম বয়ে নিয়ে যাওয়ার খরচ ও ক্রিকেটারদের টিকিটের বিমানযাত্রার খরচ দুবার করে দিতে হতো। তাই এবার সবাই নিজ নিজ শহর থেকে যাবে।’
উল্লেখ্য, এবারের এশিয়া কাপে ১০ সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে প্রথম ম্যাচ খেলবে ভারত। ১৪ সেপ্টেম্বর হাইভোল্টেজ ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষে লড়বে তারা। শেষ ম্যাচে আগামী ১৯ সেপ্টেম্বর ওমানের মুখোমুখি হবে ভারতের ক্রিকেটাররা।
মন্তব্য করুন