জয়ের ধারা অব্যাহত রেখে দ্বিতীয় ম্যাচ জিতে নেদারল্যান্ডসের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ নিশ্চিত করতে চায় বাংলাদেশ। সিরিজ জয়ের লক্ষ্য নিয়ে সোমবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় ম্যাচে নেদারল্যান্ডসের মুখোমুখি হবে টাইগাররা। সন্ধ্যা ৬টায় শুরু হবে ম্যাচটি।
দুর্দান্ত পারফরম্যান্সে নেদারল্যান্ডসের বিপক্ষে জয় দিয়ে সিরিজ শুরু করে বাংলাদেশ। প্রথম ম্যাচে ৮ উইকেটের জয়ে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে আছে টাইগাররা। প্রথম ম্যাচে তিন বিভাগেই নেদারল্যান্ডসের বিপক্ষে আধিপত্য বিস্তার করে খেলেছে বাংলাদেশ।
পারফরম্যান্সের ধারাবাহিকতা অব্যাহত রেখে দ্বিতীয় ম্যাচেই সিরিজ জয় নিশ্চিত করতে চান বাংলাদেশ অধিনায়ক লিটন দাস। সন্ধ্যা ৬টায় শুরু হতে যাওয়া ম্যাচটি টি-স্পোর্টস সরাসরি সম্প্রচার করবে। এ ছাড়া মোবাইলেও ম্যাচটি সরাসরি দেখার সুযোগ রয়েছে। যদিও এর জন্য কিনতে হবে সাবস্ক্রিপশন।
অনলাইনে বাংলাদেশ-নেদারল্যান্ডস সিরিজ সরাসরি দেখাবে ওটিটি প্ল্যাটফর্ম ট্যাপম্যাড। সাবস্ক্রিপশন কেনার মাধ্যমে এই প্ল্যাটফর্ম ব্যবহার করে যে কেউ মোবাইলে খেলা উপভোগ করতে পারবে। ভারতের দর্শকরা খেলা দেখতে পারবে ফ্যানকোডে। আর বিশ্বের অন্যান্য দেশের ভক্তরা খেলা দেখতে পারবেন টি স্পোর্টসের ইউটিউব চ্যানেলে।
মন্তব্য করুন