কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৪ সেপ্টেম্বর ২০২৫, ১০:১৩ এএম
আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২৫, ১০:৪৫ এএম
অনলাইন সংস্করণ

১০ হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

রাজধানীতে ১০ হাজার পিস ইয়াবাসহ মো. জসিম উদ্দিন ওরফে জসিম (৪৫) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বৃহস্পতিবার (০৪ সেপ্টেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে, বুধবার (০৩ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে রাজধানীর পল্টন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেলও জব্দ করা হয়।

ডিবির মতিঝিল বিভাগ সূত্রে জানা গেছে, বুধবার বিশেষ অভিযান চলাকালে গোপন তথ্যে তারা জানতে পারে, কয়েকজন মাদক কারবারি ইয়াবাসহ ঢাকায় প্রবেশ করছে। এ তথ্যের ভিত্তিতে ডিবির মতিঝিল বিভাগের একটি দল নয়াপল্টন এলাকায় অবস্থান নেয়।

পরবর্তীতে রাত সাড়ে ৮টার দিকে পল্টন মডেল থানার অধীনে রয়েল ক্রিস্টাল নামের একটি গাড়ির শোরুমের সামনে চেকপোস্ট বসানো হয়। এ সময় সন্দেহজনক একটি মোটরসাইকেলকে থামানোর সংকেত দেওয়া হলে তল্লাশিতে ১০ হাজার ইয়াবাসহ জসিম উদ্দিনকে গ্রেপ্তার করা হয়। একই সঙ্গে মাদক পরিবহনে ব্যবহৃত মোটরসাইকেলটিও জব্দ করা হয়। এ ঘটনায় গ্রেপ্তার জসিমের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

এদিকে রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের আরও ১৫ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

গ্রেপ্তারকৃতরা হলো পাবনা জেলার আমিনপুর থানা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মো. সজিবুল হক রানা (৩৮), যাত্রাবাড়ী থানা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মিরাজ হোসেন শাওন (২৭), হাজারীবাগ থানা আওয়ামী লীগ ২২নং ওয়ার্ডের যুগ্ম সাধারণ সম্পাদক মো. সিরাজ উদ্দিন রুবেল (৪৫), যুবলীগের কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য মো. আরিফ হোসেন (৪৬), তেজগাঁও শিল্পাঞ্চল থানা আওয়ামী লীগের সাবেক তথ্য ও গবেষণা সম্পাদক মো. কাজী আবু দাউদ লালন (৫৯), ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক পাঠাগার বিষয়ক উপসম্পাদক মো. মোখলেসুর রহমান মুকুল (৩১), শাহবাগ থানা যুবলীগের সভাপতি মো. মোস্তফা (৫৫), আওয়ামী লীগ কৃষি ও সমবায় কেন্দ্রীয় উপকমিটির সদস্য মো. নাসিরুল কবির কায়েম (৩৫), মতিঝিল থানা ছাত্রলীগের সহসভাপতি শাওন কুমার দাস (২৮), মানিকগঞ্জ জেলার সিংগাইর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শওকত হোসেন (৪২), ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ১০নং ওয়ার্ড ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মো. আব্দুর রউফ সোহেল (২৪), ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের প্রচার সম্পাদক মো. মাহফুজ হোসেন (২৭), ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সদস্য মো. জহুরুল ইসলাম (৪৮), ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সহসভাপতি মো. রায়হান রনি (৩০), রাজশাহী জেলা আওয়ামী লীগের সদস্য ও সাবেক রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক এস এম তৌহিদ আল হোসেন ওরফে তুহিন (৩৬)।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তালাবদ্ধ ঘরে ব্যবসায়ীর লাশ, চিরকুটে লেখা ছিল হত্যার কারণ

সংসার ভাঙল মোনালি ঠাকুরের

স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে ১৪৪ পদে বড় নিয়োগ, আবেদন করুন দ্রুত

ঝাউবাগানে ঝুলছিল সাংবাদিকের মরদেহ

কালো জাদু হলে বুঝবেন কীভাবে? যে ৫টি আলামত বললেন বিশেষজ্ঞ আলেম

পররাষ্ট্র সচিবের সঙ্গে পিটার হাসের ঘণ্টাব্যাপী বৈঠক

‘ছাত্র ও যুবসমাজের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করবে বিএনপি’

বিপজ্জনক মধ্যপ্রাচ্য, যে কোনো সময় বৃহত্তর যুদ্ধ শুরু 

কুখ্যাত সন্ত্রাসী কোপা মাসুদ গ্রেপ্তার

আপিল বিভাগের রায়ে তারেক রহমান নির্দোষ প্রমাণিত: কায়সার কামাল

১০

যুক্তরাজ্যে বিনামূল্যে উচ্চশিক্ষার সুযোগ 

১১

ট্রাক-অটোরিকশার সংঘর্ষে প্রাণ গেল দুজনের

১২

আর্জেন্টিনায় ৫.৮ মাত্রার ভূমিকম্পের আঘাত 

১৩

সাপের কামড়ে প্রাণ গেল শিক্ষিকার

১৪

ছাত্রীদের ‘যৌনকর্মী’ বলা সেই ছাত্রদল নেতা আজীবন বহিষ্কার

১৫

চিকার বিষ্ঠা মাখানো ভাত খেতে হয়েছিল জাহিদ হাসানকে

১৬

নুর ইস্যুতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে গণঅধিকার পরিষদ

১৭

‘বাংলাদেশের গণতন্ত্র বিএনপির হাতেই নিরাপদ’

১৮

গাজায় গণহত্যা ঠেকাতে জাতিসংঘ ও আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান ফিলিস্তিনি যোদ্ধাদের 

১৯

অভিজ্ঞতা ছাড়াই চাকরি দিচ্ছে ড্রাগ ইন্টারন্যাশনাল

২০
X