ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে তীব্র সমালোচনার মুখে পড়েন সাবেক বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। যুব ও ক্রীড়া উপদেষ্টা সাফ জানিয়ে দেন, বাংলাদেশের জার্সিতে আর খেলতে দেওয়া হবে না সাকিবকে। সময়টা খারাপ যাচ্ছিল তারকা ক্রিকেটারের ঠিক তখনই কানাডার সুপার সিক্সটি টুর্নামেন্টে দল পাওয়ার খবর পান তিনি। এবার সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের সুসংবাদ দিয়েছেন সাকিব।
বুধবার (১ অক্টোবর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে আইএল টি-টোয়েন্টিতে দল পাওয়ার খবর জানান সাবেক বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব। তিনি লেখেন, ’আমি এমআই এমিরেটসের হয়ে আইএল টি-টোয়েন্টিতে আমার অভিষেক করতে সম্পূর্ণ প্রস্তুত! এমআই পরিবারের একটি অংশ হতে পারা আমার জন্য গর্বের মুহূর্ত।’
সাবেক বিশ্বসেরা অলরাউন্ডার সাকিবকে কিনেছে মুকেশ আম্বানির দল এমআই এমিরেটস। বাংলাদেশের মুদ্রায় প্রায় ৪৮ লাখ টাকায় তাকে দলে ভিড়িয়েছে এমআই। আইপিএলসহ বিশ্বের নামিদামি অধিকাংশ ফ্র্যাঞ্চাইজি লিগে সাকিব খেললেও কখনো খেলেননি আইএল টি-টোয়েন্টিতে।
এমিরেটস স্কোয়াডে সতীর্থ হিসেবে একাধিক তারকা ক্রিকেটারকে পাচ্ছে সাকিব। জনি বেয়ারস্টো, ক্রিস ওকস, কামিন্দু মেন্ডিস, ফজলহক ফারুকির মতো ক্রিকেটারদের পাশে সাকিবের দলে আরও আছে আন্দ্রে ফ্লেচার, উসমান খান, আল্লাহ গজনফর, রোমারিও শেফার্ড এবং মোহাম্মদ ওয়াসিম। ব্যাটিং, বোলিং মিলিয়ে বেশ শক্তিশালী দল গড়েছে এমআই এমিরেটস।
এমআই এমিরেটস স্কোয়াড- মোহাম্মদ রোহিদ, জর্ডান থম্পসন, নাভিন-উল-হক, আন্দ্রে ফ্লেচার, নোস্থুশ কেনজিগে, মোহাম্মদ শফিক, জায়ন উল আবেদিন, উসমান খান, আকিম অগাস্ট, আরব গুল, তজিন্দর ঢিল্লন, জাহুর খান, সাকিব আল হাসান, আল্লাহ গজনফর, ফজলহক ফারুকি, কামিন্দু মেন্ডিস, রোমারিও শেফার্ড, টম ব্যান্টন, মোহাম্মদ ওয়াসিম, ক্রিস ওকস ও জনি বেয়ারস্টো।
মন্তব্য করুন