বিসিবি নির্বাচন বন্ধ এবং নতুন তপশিলের দাবিতে সোচ্চার ঢাকার ক্লাবগুলোর বড় অংশ। অল্প সময়ের ব্যবধানে পরপর দুদিন মিডিয়ার মাধ্যমে ক্রীড়া উপদেষ্টার কাছে নির্বাচন বন্ধ করার আহ্বান জানিয়ে ব্যর্থ হয়ে অবশেষে সরকার প্রধান ড. মুহাম্মদ ইউনূসের স্মরণাপন্ন হলো ঢাকার ক্লাবগুলো। ক্লাব সংগঠকদের পক্ষে ইন্দিরা রোড ক্রীড়া চক্রের কাউন্সিলর রফিকুল ইসলাম বাবু স্বাক্ষরিত স্মারকলিপি রোববার (০৫ অক্টোবর) প্রধান উপদেষ্টার কার্যালয়ে জমা দেওয়া হয়।
স্মারকলিপিতে আগে ও পরে অনেক কথা থাকলেও মূল সারমর্ম হলো, নির্বাচন স্থগিত এবং নতুন নির্বাচনী প্রক্রিয়ার চালুর দাবি। চিঠিতে বলা হয়, ‘সবচেয়ে বিতর্কিত ব্যক্তিকে বিসিবি’র নির্বাহী পর্ষদে ফিরিয়ে আনতে মরিয়া চেষ্টা চলছে। যা গঠনতন্ত্র ৯ ও ১০ ধারার সুস্পষ্ট লঙ্ঘন। দেশের ক্রিকেটে সবচেয়ে বড় অবদান ঢাকার প্রিমিয়ার, প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বিভাগ ক্লাবগুলোর। ক্লাব সংগঠকরা টুর্নামেন্টগুলো চালাতে বার্ষিক অন্তত শত কোটি টাকা খরচ করে থাকে। বিনিময়ে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে দেশের ক্রিকেটে অবদান রাখতে চান তারা। সে রাস্তাটাই এবার রুদ্ধ হয়ে গেছে। এ অবস্থায় ঢাকার ক্লাবগুলো উপায় না দেখে আসন্ন টুর্নামেন্টগুলো থেকে নিজেদের সরিয়ে নেওয়ার চিন্তা করছে সক্রিয়ভাবে।’
প্রধান উপদেষ্টা বরাবর দেওয়া স্মারকলিপিতে বলা হয়েছে, বিসিবি নির্বাচন নিয়ে নানা অনিয়ম, স্বেচ্ছাচারিতা চলছে। বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল, ক্রীড়া পরিষদ ও ক্রীড়া মন্ত্রণালয়ের অযাচিত হস্তক্ষেপ হয়েছে। ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকে বারবার এসব বিষয় জানানোর পরও নির্বাচনের পরিবেশ ভালো হয়নি।
সংগঠকরা দাবি করছেন, ‘বিভাগ ও জেলা পর্যায়ের কাউন্সিলরদের তালিকায় সরাসরি সরকারি হস্তক্ষেপ ও মোহামেডান-আবাহনীর মত শীর্ষ ক্লাবগুলো এই নির্বাচনের গ্রহণযোগ্যতা না থাকায় বর্জন করেছে। একক ক্ষমতায় বর্তমান সভাপতি বিভাগ ও জেলা কমিটির পরিবর্তন চেয়ে নতুন কাউন্সিলর আহ্বানের চিঠি প্রদান করা গভীর ষড়যন্ত্র।’
মন্তব্য করুন