আগামীকাল সোমবার (০৬ অক্টোবর) অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচন। এর আগে নির্বাচন পেছানোর দাবিতে সরব ঢাকার কয়েকটি ক্লাব সংগঠন। তাদের অভিযোগ—নির্বাচনে ক্রীড়া মন্ত্রণালয়ের হস্তক্ষেপ রয়েছে, বিশেষ করে ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদের প্রভাব।
রোববার মিরপুরে নির্বাচন ইস্যুতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল এসব অভিযোগকে নাকচ করে দিয়েছেন। বুলবুল বলেন, ‘ক্রীড়া উপদেষ্টা আমাকে সব সময় সহযোগিতা করেছেন। তিনি মন্ত্রী পদমর্যাদার মানুষ, রাত-বিরাতে বিভিন্ন জায়গায় গিয়ে নিশ্চিত করেছেন যাতে একটা সুষ্ঠু নির্বাচন হয়। আমার কাছে কোনো ইনফ্লুয়েন্স মনে হয়নি।’
শনিবার সংবাদ সম্মেলনের পর রোববার প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে স্মারকলিপি দিয়েছে ঢাকা ক্রিকেট ক্লাব অর্গানাইজারস। বিসিবি কাউন্সিলর মো. রফিকুল ইসলাম বাবুর স্বাক্ষরিত সেই লিপিতে তারা অভিযোগ করেছে, নির্বাচনে ক্রীড়া উপদেষ্টার প্রভাব পড়ছে, যা সুষ্ঠু প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করছে।
ফারুক আহমেদকে অপসারণের পর স্বল্প সময়ের জন্য সভাপতির দায়িত্ব পান বুলবুল। এবার নির্বাচনের মাধ্যমে তার দায়িত্ব আরও দীর্ঘায়িত হওয়ার সম্ভাবনা। তবে তিনি জানান, ব্যক্তিগত স্বার্থ নয়, তার লক্ষ্য শুধু বাংলাদেশের ক্রিকেট।
‘বাংলাদেশ ক্রিকেটের জন্য আমার চালিয়ে যাওয়া উচিত। যারা ভোট দেবেন না বা মনে করবেন আমি যথেষ্ট ভালো নই, আমি সরে যেতে প্রস্তুত। আমার লক্ষ্য শুধু একটাই—বাংলাদেশ ক্রিকেট।’
আগামীকালের নির্বাচনের মাধ্যমে বিসিবির নতুন নেতৃত্ব চূড়ান্ত হবে। এই ভোটে প্রভাবের অভিযোগ থাকলেও বুলবুলের বক্তব্যে স্পষ্ট, তিনি চান সবকিছু হোক স্বচ্ছ ও ক্রিকেটের স্বার্থেই।
মন্তব্য করুন