স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২১ অক্টোবর ২০২৫, ০৯:৩০ পিএম
আপডেট : ২১ অক্টোবর ২০২৫, ০৯:৫৭ পিএম
অনলাইন সংস্করণ

টানটান উত্তেজনার ম্যাচ শেষে সুপার ওভারে বাংলাদেশের হার

ম্যাচের দৃশ্য। ছবি: সংগৃহীত
ম্যাচের দৃশ্য। ছবি: সংগৃহীত

মিরপুরের শেরে বাংলা স্টেডিয়ামে আজ যেন ক্রিকেটের এক রোমাঞ্চ নাটক মঞ্চস্থ হলো। শেষ বল পর্যন্ত হৃৎস্পন্দন বাড়ানো এক ম্যাচ, যেখানে জয়ের দরজায় পৌঁছে গিয়েও বাংলাদেশকে থামতে হলো হতাশার এক ধাপে। ৫০ ওভার শেষে ম্যাচ টাই, এরপর সুপার ওভারের উত্তেজনা—শেষ পর্যন্ত মাত্র ১ রানের হারে ওয়েস্ট ইন্ডিজের কাছে পরাজিত টাইগাররা।

এ ছিল একেবারে ‘ক্রিকেট থ্রিলার’। শুরু থেকে শেষ—উত্থান-পতন, ভুল-সাফল্য, সুযোগ-মিস—সব মিলিয়ে এক সম্পূর্ণ নাট্যমঞ্চ। ম্যাচের শেষ মুহূর্তে গ্যালারিতে যখন নিঃশ্বাস বন্ধ করে তাকিয়ে ছিলো দর্শক, তখনই হয়তো ভাগ্যের রেখাটা সরে গেল বাংলাদেশ দলের হাত থেকে।

টসে জিতে ব্যাটিংয়ে নেমে ভালো সূচনা পায়নি বাংলাদেশ। ওপেনার সাইফ হাসান ১৬ বলে ৬ রান করে বিদায় নেন। অপর প্রান্তে সৌম্য সরকার লড়ছিলেন ধৈর্য ধরে, কিন্তু সঙ্গী পাচ্ছিলেন না কেউ। তাওহিদ হৃদয় (১২), শান্ত (১৫), অঙ্কন (১৭)—সবাই শুরুটা পেলেও থিতু হতে পারেননি।

তবে এক প্রান্তে লড়তে থাকা সৌম্য ধীরে ধীরে রানের গতি বাড়াতে থাকেন। পঞ্চাশের দোরগোড়ায় এসে ৮৯ বলে ৪৫ রানে ফেরেন তিনি। তার পর ইনিংসটা ধরে রাখেন অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। ৫৮ বলে ৩২ রানে অপরাজিত থেকে দলকে ভরসা দেন।

শেষ দিকে ইনিংসের রঙ পাল্টে দেন রিশাদ হোসেন। ১৪ বলে ৩৯ রানের ঝড়ো ইনিংসে তিনটি করে চার-ছক্কা হাঁকিয়ে বাংলাদেশকে টেনে নিয়ে যান ২১৩ রানে।

ওয়েস্ট ইন্ডিজের হয়ে গুডাকেশ মোতি নেন ৩ উইকেট, ২টি করে পান আকিল হোসেইন ও আলিক আথানাজে।

জবাবে শুরুতেই বাংলাদেশ আঘাত হানে। নাসুম আহমেদের ঘূর্ণিতে ফিরেন ব্রেন্ডন কিং—প্রথম ওভারেই শূন্য রানে বিদায়। এরপরও ব্যাটিংয়ে স্থিতি আনেন আথানাজে (২৮) ও কেসি কার্টি (৩৫), কিন্তু রিশাদ হোসেনের স্পিনে আবারও বিপর্যয়।

৯০ রানের মধ্যেই ওয়েস্ট ইন্ডিজ হারায় ৪ উইকেট, পরে তানভীর ইসলামের দাপটে আরও বিপাকে পড়ে সফরকারীরা। ১৩৩ রানে ৭ উইকেট পড়ে গেলে মনে হচ্ছিল, এখানেই ম্যাচ শেষ।

কিন্তু অধিনায়ক শাই হোপ নামের সঙ্গে যে ‘আশা’ শব্দটা মিশে আছে, তা যেন ক্রিকেটকেও ছুঁয়ে যায়। একাই হাল ধরে রাখেন দলকে, সঙ্গে পান জাস্টিন গ্রেভসকে। ৮ম উইকেটে দুজন গড়েন গুরুত্বপূর্ণ ৪৪ রানের জুটি।

গ্রেভসকে সরাসরি থ্রোয়ে রান আউট করে মিরাজ সেই জুটি ভাঙলেও, আশা তখনও বেঁচে ছিল।

শেষ ৩ ওভারে দরকার ছিল ২৫ রান। মিরাজের ওভারে আসে ১১, ফিজের ওভারে ৯—শেষ ওভারে সমীকরণ ৫ রানে নেমে আসে। বোলিংয়ে আসেন সাইফ হাসান।

প্রথম দুই বল ডট। তৃতীয় বলে এক রান। এরপর চাপে থাকা হোপ নেন সিঙ্গেল। ২ বলে দরকার ৩ রান। পঞ্চম বলে আকিল বোল্ড! শেষ বলে ৩ রান দরকার, পিয়ের ক্যাচ দেন সোহানের হাতে—কিন্তু মিস! ওয়েস্ট ইন্ডিজ নেয় ২ রান। ম্যাচ টাই!

সুপার ওভারে প্রথম ব্যাটিংয়ে আসে ওয়েস্ট ইন্ডিজ। মুস্তাফিজুর রহমানের বলে হোপ-রাদারফোর্ডরা তুলে নেন ১০ রান। বাংলাদেশের সামনে লক্ষ্য—১১।

ব্যাট হাতে সাইফ হাসান ও সৌম্য সরকার। শুরুটা দারুণ—প্রথম বলেই ওয়াইড, তারপর নো-বল, সঙ্গে ২ রান! মাত্র ১ বলে ৫ রান পেয়ে যায় বাংলাদেশ। কিন্তু এখানেই মোড় ঘুরে যায়। পরের বলে ডট, তারপর সিঙ্গেল, এরপর সৌম্যর ক্যাচ, শান্ত আসেন ক্রিজে। ১ বলে দরকার ছিল ৪ রান—আকিল হোসেইনের বল ওয়াইড, তবুও শেষ বলে কেবল এক রানই নিতে পারেন সাইফ।

মাত্র ১ রানে হেরে যায় বাংলাদেশ। গ্যালারিতে নেমে আসে স্তব্ধতা। দলের মুখেও হতাশার ছায়া।

এই জয়ে সিরিজে সমতা ফেরাল ওয়েস্ট ইন্ডিজ (১-১)। তিন ম্যাচের সিরিজের নির্ধারণী ও তৃতীয় ওয়ানডে অনুষ্ঠিত হবে ২৩ অক্টোবর, একই মাঠে।

সেই ম্যাচই এখন নির্ধারণ করবে—বাংলাদেশ কি ঘরের মাঠে সিরিজ জয়ের হাসি হাসবে, নাকি ক্যারিবিয়ানরা ইতিহাসের পুনরাবৃত্তি করবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাবিপ্রবির ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

নিখোঁজের ৩ দিন পর ডোবায় মিলল ছাত্রলীগ নেতার মরদেহ

কিয়েভে হামলা বন্ধে রাজি হয়েছেন পুতিন

দেশে স্বর্ণের দাম কমলো

দুপুরে অপহরণ, রাতেই উদ্ধার মুগদার সেই শিশু

পাকিস্তান সিরিজেই জাতীয় দলে ফিরছেন সাকিব!

৫০তম বিসিএস পরীক্ষা শুরু

আজ থেকে নতুন দামে স্বর্ণ বিক্রি শুরু, ভরি কত

গণভোটের পর সরকারের মেয়াদ বৃদ্ধির প্রসঙ্গে প্রেস উইংয়ের বিবৃতি

সোহরাওয়ার্দীর পরীক্ষাকেন্দ্রে কবি নজরুল কলেজ শিক্ষার্থীদের নকলের ছড়াছড়ি

১০

ইরানের পারমাণবিক কেন্দ্র থেকে কর্মীদের সরিয়ে নিতে প্রস্তুত রাশিয়া

১১

জামিন ছাড়াই কারামুক্তি পাওয়া সেই ৩ আসামি গ্রেপ্তার

১২

সন্ত্রাসীদের পক্ষে দাঁড়ালে ১৭ বছরের নিপীড়নের গল্পকে ভুয়া ধরব : আসিফ মাহমুদ

১৩

রাজধানীতে আজ কোথায় কী

১৪

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৫

চাকরি দিচ্ছে আবুল খায়ের গ্রুপ, লাগবে না অভিজ্ঞতা 

১৬

৫০তম বিসিএসের প্রিলি আজ

১৭

বন্দি বিনিময়ের শেষ ধাপে ১৫ ফিলিস্তিনির মরদেহ হস্তান্তর করল ইসরায়েল

১৮

টিভিতে আজকের যত খেলা

১৯

আজ যেমন থাকবে ঢাকার আবহাওয়া

২০
X