স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৭ নভেম্বর ২০২৫, ০২:১৩ পিএম
আপডেট : ০৭ নভেম্বর ২০২৫, ০২:১৮ পিএম
অনলাইন সংস্করণ

জাহানারার অভিযোগের পরিপ্রেক্ষিতে যেসব ব্যবস্থা নিচ্ছে বিসিবি

জাহানারা আলম। পুরোনো ছবি
জাহানারা আলম। পুরোনো ছবি

জাতীয় নারী ক্রিকেট দলের সাবেক সদস্য জাহানারা আলমের বিস্ফোরক অভিযোগে নড়েচড়ে বসেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দিন কয়েক আগে এক সাক্ষাৎকারে নিজের অভিজ্ঞতার নানা অজানা দিক তুলে ধরার পর এবার যৌন হেনস্তাসহ একাধিক গুরুতর অভিযোগ তুলেছেন এই অভিজ্ঞ পেসার। অভিযোগের তালিকায় রয়েছেন সাবেক নির্বাচক, টিম ইনচার্জ, ম্যানেজার এবং কয়েকজন ক্রিকেটারও।

বিষয়টির সংবেদনশীলতা বিবেচনায় নিয়ে বিসিবি এরই মধ্যে একটি তদন্ত কমিটি গঠনের ঘোষণা দিয়েছে। কমিটিকে ১৫ কার্যদিবসের মধ্যে পূর্ণাঙ্গ প্রতিবেদন ও সুপারিশ জমা দিতে বলা হয়েছে।

বোর্ড সভাপতি আমিনুল ইসলাম বুলবুল বিষয়টিতে দ্রুত পদক্ষেপের নির্দেশ দিয়েছেন। দেশের একটি গণমাধ্যমের অনুযায়ী, বিসিবি এরই মধ্যে সিইওর জন্য কয়েকটি নির্দিষ্ট নির্দেশনা দিয়েছে—

  • সিইওকে জানাতে হবে, জাহানারার কাছ থেকে কোনো লিখিত অভিযোগ পাওয়া গিয়েছিল কি না, এবং পেলে তা পাওয়ার পর কেন কোনো পদক্ষেপ নেওয়া হয়নি, তা ব্যাখ্যা করতে হবে।
  • অভিযুক্ত কেউ যদি এখনো বিসিবির সঙ্গে যুক্ত থাকেন, তবে তাদের সাময়িকভাবে বরখাস্ত করতে হবে।
  • আইন বিভাগের সহায়তায় দুই সপ্তাহের মধ্যে তদন্ত সম্পন্ন করতে হবে এবং অগ্রগতির রিপোর্ট বোর্ডে জমা দিতে হবে।
  • ক্রিকেট অপারেশন্স ও নারী উইংয়ের সঙ্গে যৌথভাবে নারী খেলোয়াড়দের নিরাপত্তা ও সুরক্ষা ব্যবস্থা পুনর্বিবেচনা করতে হবে এবং দুই সপ্তাহের মধ্যে এ বিষয়ে বিস্তারিত প্রতিবেদন দিতে হবে।

বৃহস্পতিবার দিবাগত রাতে এক বিবৃতিতে বিসিবি জানায়, ‘জাতীয় নারী দলের সাবেক এক সদস্যের মাধ্যমে গণমাধ্যমে উত্থাপিত অভিযোগগুলো গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ করেছে বোর্ড। বিসিবি সব সময় খেলোয়াড় ও কর্মীদের জন্য নিরাপদ, সম্মানজনক ও পেশাদার পরিবেশ নিশ্চিত করতে বদ্ধপরিকর।’

বিবৃতিতে আরও বলা হয়, তদন্তের ফলাফলের ওপর ভিত্তি করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে তদন্ত প্রক্রিয়া সম্পন্ন না হওয়া পর্যন্ত গণমাধ্যমসহ সংশ্লিষ্ট সবাইকে অনুমাননির্ভর মন্তব্য বা প্রতিবেদন প্রকাশ থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে বোর্ড।

এ ঘটনার পর ক্রিকেট অঙ্গনে নানা প্রতিক্রিয়া দেখা দিয়েছে। নারী ক্রিকেটারদের সংগঠন কোয়াব (COAB) জাহানারার পক্ষে সমর্থন জানিয়ে দ্রুত দোষীদের শাস্তির দাবি তুলেছে।

এখন নজর থাকবে বিসিবির তদন্ত কমিটির দিকে—এই অভিযোগের পুঙ্খানুপুঙ্খ অনুসন্ধান কতটা গভীর হয়, সেটিই নির্ধারণ করবে বাংলাদেশ নারী ক্রিকেটের ভবিষ্যৎ নিরাপত্তা ও বিশ্বাসযোগ্যতার মানচিত্র।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির গণসংযোগে গুলি : সরোয়ার হত্যার ২ আসামি গ্রেপ্তার

ইন্দোনেশিয়ায় জুমার নামাজ চলাকালে বিস্ফোরণ, আহত ৫৪

খুলনা-মোংলা মহাসড়কে নিহত ২

ভারতেও রপ্তানি হচ্ছে পিরোজপুরের সুপারি

জাহানারার অভিযোগে সরকারের অবস্থান জানালেন ক্রীড়া উপদেষ্টা

জাপানে ১ কোটি ১০ লাখ জনশক্তির ঘাটতি পূরণে সব পদক্ষেপ নেবে বাংলাদেশ

শনিবার ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

নারায়ণগঞ্জে সংঘর্ষের ঘটনাটি পারিবারিক : মান্নান

আকবরের ঝড় ও মোসাদ্দেকের ঘূর্ণিতে লঙ্কানদের হারালো বাংলাদেশ

অ্যাপল ওয়াচের আলাদা হোয়াটসঅ্যাপের অ্যাপে যে সুবিধা পাবেন

১০

ন্যান্সি পেলোসির অবসরের ঘোষণায় ট্রাম্পের উল্লাস

১১

বরফের রাজ্যে যুগল নাচের ঝলক

১২

গাজীপুরে অসংক্রামক রোগ প্রতিরোধে রেড ক্রিসেন্টের বিশেষ উদ্যোগ 

১৩

৫ অসাধারণ অ্যাপ দিয়ে মোবাইলেই ছবি এডিট করুন

১৪

জাহানারার অভিযোগের স্বাধীন তদন্ত চাইলেন তামিম

১৫

ফের আন্দোলনে নামছেন প্রাথমিকের শিক্ষকরা, কর্মসূচি ঘোষণা

১৬

আমাদের সবার ভোটারদের মন জয় করে কাজ করতে হবে : সেলিমুজ্জামান 

১৭

বৃহৎ নেতৃত্বের জন্য তরুণদের প্রস্তুতি নেওয়ার আহ্বান জামায়াত আমির

১৮

আ.লীগ নেতা কাজী ফয়েজ গ্রেপ্তার

১৯

ঘরোয়া উপায়ে দূর করুন আঁচিল

২০
X