

বাংলাদেশ দল অপেক্ষায় ছিল মুমিনুলের সেঞ্চুরির। আর সে জন্যই লাঞ্চ বিরতির পর আবারও ব্যাটিংয়ে নামে স্বাগতিকরা। তবে ৮৭ রান করে মুমিনুল আউট হলে বাংলাদেশ তাদের ইনিংস ঘোষণা করে।
মিরপুরে টেস্টের দ্বিতীয় ইনিংসে বাংলাদেশ ৪ উইকেটে ২৯৭ রান তুলে নিজেদের ইনিংস ঘোষণা করে। তাতে জয়ের জন্য আয়ারল্যান্ডের লক্ষ্য দাঁড়িয়েছে ৫০৯ রানের। টেস্ট ক্রিকেটে চতুর্থ ইনিংসে রান তাড়া করে জয়ের রেকর্ড ওয়েস্ট ইন্ডিজের। ২০০৩ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৪১৮ রান তাড়া করতে সক্ষম হয়েছিল তারা। বাংলাদেশকে হারাতে হলে আয়ারল্যান্ডকে বিশ্ব রেকর্ড গড়তে হবে।
এর আগে, ৪৯১ রানের লিড নিয়ে লাঞ্চে যায় বাংলাদেশ। দিনের প্রথম সেশনে ২ উইকেট হারিয়ে বাংলাদেশ রান তুলে ১২৪। মুমিনুল ৭৯ ও মুশফিক অপরাজিত ছিলেন ৪৪ রানে। চালকের আসনে থাকায় মোটামুটি ওয়ানডে মেজাজেই খেলেছে দুই ব্যাটার।
প্রথম টেস্ট এবং দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসের পর দ্বিতীয় ইনিংসেও হাফ সেঞ্চুরি পেয়েছেন মুমিনুল হক। টেস্টে এটি তার ২৫তম হাফ সেঞ্চুরি। ৮২ এবং ৬৩ রানের পর আয়ারল্যান্ডের বিপক্ষে আরেকটি হাফ সেঞ্চুরি পেয়েছেন এই ব্যাটার। ৭৬ বলে আসে এই হাফ সেঞ্চুরি।
মন্তব্য করুন