

ভারত ও শ্রীলঙ্কার মাটিতে ২০২৬ সালের ফেব্রুয়ারি-মার্চে অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। ধারণা করা হচ্ছে, আইসিসির এই মেগা টুর্নামেন্টের ড্র অনুষ্ঠিত হবে আগামী ২৫ নভেম্বর। কে কোন গ্রুপে পড়ছে, তা জানতে অপেক্ষা করতে হবে আরও দিন দুয়েক। তবে সম্ভাব্য গ্রুপিং প্রকাশ করেছে ক্রীড়াভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজ।
ক্রিকবাজের প্রতিবেদন মতে, বিশ্বকাপে তুলনামূলক সহজ প্রতিপক্ষ পাচ্ছে ভারত। ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের গ্রুপে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান ছাড়াও থাকতে পারে নেদারল্যান্ডস, নামিবিয়া, ও যুক্তরাষ্ট্র। আরেক আয়োজক শ্রীলঙ্কাকে কঠিন প্রতিপক্ষের সম্মুখীন হতে হবে। তাদের গ্রুপে পড়তে পারে অস্ট্রেলিয়া, জিম্বাবুয়ে, আয়ারল্যান্ড ও ওমান।
২০২৬ এর বিশ্বকাপে বাংলাদেশের গ্রুপে কারা থাকতে পারে সেটিও জানিয়েছে ক্রিকবাজ। বাংলাদেশের গ্রুপে পড়তে পারে সাবেক দুই বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ। এ ছাড়া সহজ প্রতিপক্ষ হিসেবে টাইগাররা পাচ্ছে নেপাল ও ইতালির।
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের সম্ভাব্য গ্রুপিং
বাংলাদেশ, ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, নেপাল, ইতালি
দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড, আফগানিস্তান, সংযুক্ত আরব আমিরাত, কানাডা
ভারত, পাকিস্তান, নেদারল্যান্ডস, নামিবিয়া, যুক্তরাষ্ট্র
শ্রীলঙ্কা, অস্ট্রেলিয়া, জিম্বাবুয়ে, আয়ারল্যান্ড, ওমান
মন্তব্য করুন