

বাংলাদেশের কিংবদন্তি ক্রিকেটার মুশফিকুর রহিমের ক্যারিয়ারের মাইলফলক—শততম টেস্ট—উপলক্ষে বিসিবি যে জমকালো আয়োজন করেছিল, তা দেখে বিভ্রান্ত হয়ে গিয়েছিলেন মুমিনুল হক। সংবাদ সম্মেলনে রসিকতার ছলে সাবেক টেস্ট অধিনায়ক জানান, আয়োজন দেখে তার মনে হয়েছিল—মুশফিক বুঝি অবসরের ঘোষণা দিতে যাচ্ছেন!
মিরপুরে আয়ারল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্টের প্রথম দিন শেষে মুমিনুল বলেন, ‘একসময় মনে হচ্ছিল অনুষ্ঠানটা যেন রিটায়ারমেন্ট সেলিব্রেশনের মতো। বিদেশে সাধারণত অবসর নেওয়ার সময় এ রকম আয়োজন হয়। পরে বুঝলাম, এটা তার শততম ম্যাচের উদযাপন।’
এরপর মুশফিকের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তিনি বলেন, ‘মুশফিক ভাইয়ের উন্নতি, অনুশীলন নৈতিকতা—আপনারা আমরা সবাই দেখি। আমার মনে হয়, বাংলাদেশে এমন একজন ক্রিকেটার দ্বিতীয়বার হবে কি না, বলা মুশকিল। মাঠে তার নিষ্ঠা অসাধারণ।’
মুমিনুল মনে করেন, কঠোর পরিশ্রম ও নিয়মতান্ত্রিক জীবনযাপনের পুরস্কারই এই মাইলফলক— ‘রান করুক বা না করুক, উনার জিম, রানিং, ডায়েট—সব কিছু একইভাবে চলে। কোনো হতাশা তাকে স্পর্শ করে না। উনি শততম টেস্টের মতো অর্জনের যোগ্য। আর যদি কালকে তিনি ২০০ রান করেন, সেটারও তিনি যোগ্য দাবিদার।’
মন্তব্য করুন