

টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে এরই মধ্যে প্রকাশ করা হয়েছে সূচি ও গ্রুপিং। ২০২৬ সালের ফেব্রুয়ারি-মার্চে ভারত ও শ্রীলঙ্কায় হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। বৈশ্বিক আসরকে সামনে রেখে দলগুলো শেষ মুহুর্তে একাধিক ম্যাচ খেলে নিজেদের দুর্বলতা দূর করার চেষ্টা চালিয়ে যাবে। তবে এখানে ব্যতিক্রম বাংলাদেশ। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে একটিও ম্যাচ নেই টাইগারদের। যদিও আন্তর্জাতিক ম্যাচ না থাকলেও বিপিএল নিয়ে ব্যস্ত সময়ই পার করবে টাইগার ক্রিকেটাররা।
শুধু বাংলাদেশই নয়, ফেব্রুয়ারিতে শুরু হতে যাওয়া বিশ্বকাপের আগে ডিসেম্বর-জানুয়ারিতে কোনো ম্যাচ নেই আফগানিস্তান, আয়ারল্যান্ড ও জিম্বাবুয়েরও।
ডিসেম্বর-জানুয়ারিতে সবচেয়ে বেশি ১০টি আন্তর্জাতিক ম্যাচ খেলবে ভারত। বর্তমান চ্যাম্পিয়ন ও বিশ্বকাপের আয়োজকরা দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পাঁচটি টি-টোয়েন্টি খেলবে। এরপর নিউজিল্যান্ডের বিপক্ষে জানুয়ারিতে খেলবে আরও পাঁচটি টি-টোয়েন্টি। দুটোই হোম সিরিজ। ভারতের পাশাপাশি তাই প্রোটিয়া ও কিউইদেরও জম্পেশ বিশ্বকাপ প্রস্তুতি হয়ে যাচ্ছে বিশ্বকাপের ভেন্যুতে।
বিশ্বকাপের আগে কোন দল কয়টি ম্যাচ খেলবে
ইংল্যান্ড: ২০২৬ সালের জানুয়ারি-ফেব্রুয়ারিতে শ্রীলঙ্কার বিপক্ষে তিনটি টি-টোয়েন্টি খেলবে। সিরিজটি হবে শ্রীলঙ্কার মাটিতে।
ভারত: ডিসেম্বরে সাউথ আফ্রিকার বিপক্ষে পাঁচটি টি-টোয়েন্টি খেলছে ভারত। জানুয়ারিতে নিউজিল্যান্ডের বিপক্ষেও সমান পাঁচটি টি-টোয়েন্টি খেলবেন সূর্যকুমার যাদব-হার্দিক পান্ডিয়ারা। দুইটি সিরিজই হবে ভারতের মাটিতে।
শ্রীলঙ্কা: আগামী জানুয়ারিতে ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে তিনটি টি-টোয়েন্টি খেলবে শ্রীলঙ্কা। একই বছরের জানুয়ারি-ফেব্রুয়ারিতে লঙ্কান সমান তিনটি টি-টোয়েন্টি খেলবে ইংল্যান্ডের বিপক্ষেও। ওই সিরিজটিও ঘরের মাঠেই খেলবেন ওয়ানিন্দু হাসারাঙ্গারা।
ওয়েস্ট ইন্ডিজ: আগামী জানুয়ারি-ফেব্রুয়ারিতে সাউথ আফ্রিকার সফরে যাবে ওয়েস্ট ইন্ডিজ। বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবে তিনটি টি-টোয়েন্টি খেলবেন রভম্যান পাওয়েলরা।
নিউজিল্যান্ড: ২০২৬ সালের জানুয়ারিতে ভারতের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে নিউজিল্যান্ড। সিরিজটি অনুষ্ঠিত হবে ভারতে।
পাকিস্তান: বিশ্বকাপে যাওয়ার আগে আগামী জানুয়ারিতে শ্রীলঙ্কার বিপক্ষে তিনটি টি-টোয়েন্টি খেলবে পাকিস্তান। বাবর আজম-চারিথ আসালাঙ্কাদের সিরিজটি হবে শ্রীলঙ্কার মাটিতে।
দক্ষিণ আফ্রিকা: টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ভারতের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলছে সাউথ আফ্রিকা। সিরিজটি হচ্ছে ভারতের মাটিতে। পরবর্তীতে আগামী জানুয়ারি-ফেব্রুয়ারিতে প্রোটিয়ারা তিনটি টি-টোয়েন্টি খেলবে ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে। ওই সিরিজটি অবশ্য ঘরের মাঠে খেলবেন এইডেন মার্করামরা।
মন্তব্য করুন