সামাজিক যোগাযোগমাধ্যমে ক্রিকেট নিয়ে নিয়মিত সরব ব্যবহারকারীরা। ভালো খেললে প্রশংসা, আর খারাপ খেললে সমালোচনা—কোনো কিছুতেই যেন কমতি রাখেন না তারা। একটা সময় এসব দেখে প্রভাবিত হতেন ক্রিকেটাররাও। তবে এখন নাকি ফেসবুক দেখার মতো সময় নেই লিটন দাসদের। আজ মিরপুরে নিউজিল্যান্ড সিরিজ ঘিরে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
এশিয়া কাপে ব্যর্থতার পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন বিষয় নিয়ে সমালোচনা হচ্ছে। এগুলো ক্রিকেটারদের কতটা প্রভাবিত করে প্রশ্নে লিটন বলেছেন, ‘এখন এত পরিমানে খেলা, সামাজিক যোগাযোগমাধ্যম দেখার মতো সময় আমাদের হাতে নেই। প্রতিটি খেলোয়াড়ের মধ্যে কারও কাছে নেই।’
খেলার বাইরে যতটুক সময় পান, ততটুকুই পরিবারের সঙ্গে কাটান জানিয়ে বাংলাদেশ ওপেনার বলেছেন, ‘যে যার ব্যক্তিগত জীবন নিয়ে ব্যস্ত থাকে। তারপরের সময়টা পরিবারকে দেয়। আমার কাছে মনে হয় না এই জিনিসটা প্রভাব রাখে।’ সম্প্রতি লিটনের ব্যাটিং গড় নিয়েও ব্যাপক সমালোচনা হচ্ছে। যদিও ব্যাটিংয়ে ভালো করতে চেষ্টা করার কথা জানিয়েছেন তিনি।
মন্তব্য করুন