নিয়মিত অধিনায়ক ও সহঅধিনায়কের কেউ নেই। আসেননি বিশ্বকাপ স্কোয়াডের বেশিরভাগ ক্রিকেটারও। তাই নিউজিল্যান্ড পেসার লকি ফার্গুসেনের হাতেই কিউইদের নেতৃত্ব। আগামীকাল থেকে মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে শুরু হচ্ছে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে। সেই ম্যাচের আগে আজ সংবাদ সম্মেলনে এসে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন তিনি।
বিশ্বকাপ শুরুর আগে নিজেদের প্রস্তুতি পরখ করে নেওয়ার এটাই শেষ সুযোগ দুই দলের সামনে। বিশ্বকাপ ভেন্যুর সঙ্গে কন্ডিশনের মিল থাকায়, এই সিরিজে কিছুটা বাড়তি মনোযোগ আছে কিউইদের।
বাংলাদেশের বিপক্ষে চ্যালেঞ্জ হিসেবে অধিনায়ক লকি ফার্গুসনের কণ্ঠেও শোনা গেল সেই মানিয়ে নেওয়ার ব্যাপারেই, ‘আমরা জানি, প্রথম ম্যাচের প্রথম বল দিয়েই শুরু হবে সব। ফলে আগামীকাল কী আসছে—সেটির দিকে নজর দেওয়া, কন্ডিশনের সঙ্গে দ্রুত মানিয়ে নেওয়াটা গুরুত্বপূর্ণ। আর আমরা যারা আগে খেলিনি এখানে, আমাদের আরও দ্রুত মানিয়ে নিতে হবে।’
স্বাভাবিকভাবেই যাঁরা আগে খেলেছেন বা এই কন্ডিশন চেনেন, তারা সহায়তা করছেন ফার্গুসনদের। এ ক্ষেত্রে ঘুরেফিরেই এলো কিউইদের বোলিং কোচ শেন জার্গেনসনের কথা। যিনি একসময় বাংলাদেশের প্রধান কোচের দায়িত্বও পালন করেছেন।
ফার্গুসন যেমন বললেন, ‘তবে যারা এখানে এসেছে আগে, তাদের জানাশোনার ওপর অবলম্বন করছি। (বিশেষ করে) জার্গোর (জার্গেনসন) ওপর, যে জানে এখানে কীভাবে ম্যাচ জয়ের জন্য ব্যাটিংয়ে ইনিংস গড়তে হয়, এরপর বোলিংয়ে ডিফেন্ড করতে হয়। অথবা এর উল্টোটা। তবে হ্যাঁ, বড় একটা চ্যালেঞ্জ হতে যাচ্ছে। আশা করি যা বললেন (বাংলাদেশে জিততে না পারা), তার চেয়ে ভালো করব।’
এই সিরিজে প্রথমবারের মতো অধিনায়কের দায়িত্ব পাচ্ছেন তিনি। স্বাভাবিকভাবেই রোমাঞ্চিত তিনি, ‘অবশ্যই অধিনায়ক হওয়াটা আমার জন্য দারুণ সম্মানের। অবশ্যই আমাদের তিন অধিনায়ক নেই বলে অন্তর্বর্তীকালীন দায়িত্ব। কিন্তু এ ভূমিকা বেশ সম্মানের। ফাস্ট বোলার হিসেবে আমি জানি, ব্যাপারটা একটু ভিন্ন। তবে সুবিধাও আছে। বোলারদের সঙ্গে কথা বলা, পরিকল্পনা সাজানো, চাপের মুহূর্তে তাদের পরিস্থিতির মধ্য দিয়ে যাওয়ার অভিজ্ঞতা। এটি সুবিধা এনে দেবে। তবে আমি শুধু আমাদের দলে দারুণ নেতৃত্বের ধারাটাই ধরে রাখতে চাইব এ সিরিজেও।’
অধিনায়কত্বের পাশাপাশি নিজের বোলিং নিয়েও বিশেষ ভাবনা আছে ফার্গুসনের, ‘ভিন্ন কন্ডিশন, কিন্তু উপমহাদেশের অভিজ্ঞতা থেকে জানি পেসারদের ভিন্ন একটা ভূমিকা রাখতে হয়। সব সময় যে উইকেট নেওয়ার জন্য বোলিং করবেন, তা নয়। মাঝেমধ্যে এক প্রান্তে চাপ ধরে রাখতে হয়, যাতে অন্য প্রান্তে স্পিনাররা বড় ভূমিকা রাখতে পারে।’
ফার্গুসন নিজের বোলিংয়ের জন্য দেখেছেন ইংল্যান্ড সিরিজের হাইলাইটসও, ‘এখানে পেসারদের জন্যও ভালো উইকেট ছিল। অবশ্যই এখানে আর্দ্রতা বেশি বলে সুইং করতে পারে। আর আমরা সুইংয়ের জন্য পরিচিত। আমি নিশ্চিত কাল সেটি কাজে লাগাতে পারব।’
মন্তব্য করুন