স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১০ ডিসেম্বর ২০২৫, ০৬:৩৯ পিএম
অনলাইন সংস্করণ

আইসিসি র‍্যাঙ্কিংয়ে কোহলির বড় লাফ

বিরাট কোহলি। ছবি : সংগৃহীত
বিরাট কোহলি। ছবি : সংগৃহীত

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুর্দান্ত সিরিজের সুবাদে আইসিসি ওয়ানডে ব্যাটিং র‌্যাঙ্কিংয়ে বড় লাফ দিয়েছেন বিরাট কোহলি। সর্বশেষ হালনাগাদ তালিকায় দুই ধাপ এগিয়ে বিশ্বের দুই নম্বর ব্যাটসম্যান হয়ে উঠেছেন ভারতের সাবেক অধিনায়ক। শীর্ষস্থান দখল করে থাকা সতীর্থ রোহিত শর্মার সঙ্গে কোহলির ব্যবধান এখন মাত্র ৮ রেটিং পয়েন্ট।

তিন ম্যাচের সিরিজে ব্যাট হাতে একেবারে পুরোনো কোহলিকে দেখা গেছে। রাঁচিতে ১৩৫ ও গুয়াহাটিতে ১০২ রানের দুটি টানা সেঞ্চুরির পর বিশাখাপত্তমে অপরাজিত ৬৫ রানের ইনিংস খেলে সিরিজ শেষ করেন তিনি। মোট ৩০২ রান করে সিরিজ সেরার পুরস্কারও জিতেছেন ৩৭ বছর বয়সী এই ব্যাটার। ২০২১ সালের পর এই প্রথম আইসিসি ওয়ানডে র‌্যাঙ্কিংয়ের শীর্ষস্থানের এত কাছাকাছি এলেন কোহলি।

অন্যদিকে, পুরো সিরিজে ১৪৬ রান করলেও এক নম্বর স্থান ধরে রেখেছেন ভারতের বর্তমান অধিনায়ক রোহিত শর্মা। কোহলির ব্যাটিং ঝলকে কিছুটা আড়ালে থাকলেও তার ধারাবাহিক পারফরম্যান্সে রোহিত ও কোহলি—দুজনেই এখন বিশ্বের শীর্ষ দুই ব্যাটসম্যান। ফলে অনেকদিন পর আবারও ভারতের দখলে শীর্ষস্থানীয় র‌্যাঙ্কিংয়ের প্রথম দুই জায়গা।

ভারতের সুখবর এখানেই শেষ নয়। বিশ্রামে থাকা শুভমান গিল ব্যাটিং র‌্যাঙ্কিংয়ে পাঁচ নম্বর স্থান ধরে রেখেছেন। আর সিরিজে অধিনায়কত্বের দায়িত্ব পালন করা কে এল রাহুল দুই ধাপ এগিয়ে উঠে এসেছেন ১২ নম্বরে।

বোলারদের তালিকায়ও এগিয়েছে ভারত। বাঁহাতি চায়নাম্যান কুলদীপ যাদব তিন ধাপ লাফিয়ে উঠে এসেছেন ওয়ানডে বোলিং র‌্যাঙ্কিংয়ের তিন নম্বরে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাঝের ওভারে তার নিয়ন্ত্রিত বোলিং বিশেষ ভূমিকা রেখেছে।

প্রোটিয়া শিবিরেও র‌্যাঙ্কিংয়ে অর্জন এসেছে। কুইন্টন ডি কক উঠে এসেছেন ১৩ নম্বরে। এইডেন মার্করাম এগিয়ে ২৫ এবং অধিনায়ক টেম্বা বাভুমা ৩৭ নম্বরে অবস্থান করছেন।

টি–টোয়েন্টি র‌্যাঙ্কিংয়েও ভারতীয় বোলারদের অগ্রগতি চোখে পড়ার মতো। অক্ষর প্যাটেল উঠে এসেছেন ১৩ নম্বরে, আর্শদীপ সিং ২০ নম্বরে এবং জাসপ্রীত বুমরাহ ছয় ধাপ এগিয়ে জায়গা করে নিয়েছেন ২৫ নম্বরে।

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ভারতের ব্যাটিং নেতৃত্বে রয়েছেন যশস্বী জয়সওয়াল, অবস্থান আট নম্বরে। শুভমান গিল ও ঋষভ পান্ত আছেন যথাক্রমে ১১ ও ১৩ নম্বরে। বোলারদের তালিকায় শীর্ষে আছেন জাসপ্রীত বুমরাহ, তার পেছনে তিন নম্বরে উঠে এসেছেন মিচেল স্টার্ক।

দীর্ঘ সময় পর আবারও তিন সংস্করণেই ভারতের ক্রিকেটারদের এমন দাপুটে উপস্থিতি ২০২৬ সালের ঘনাগামী আন্তর্জাতিক সূচির আগে দলটির শক্তিমত্তাকেই চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩৫ ফুট গভীর নলকূপের পাইপে আটকা দুই বছরের শিশু

রংপুর-১ আসনে এনসিপির প্রার্থী জাপার ছাত্র সংগঠনের সাবেক সভাপতি

যে ৩ সময়ে ঘুমাতে নিরুৎসাহিত করা হয়েছে হাদিসে 

৬ নেতার বিষয়ে সিদ্ধান্ত বদলাল বিএনপি

স্বাধীনতার সুফল আমরা ঘরে তুলতে ব্যর্থ হয়েছি : মামুনুল হক

চাপে থাকা আলোনসোকে অদ্ভুত পরামর্শ দিলেন গার্দিওলা

হলিউডের নতুন জুটি

শিশু শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার শিক্ষক রিমান্ডে

হাতিয়ার মানুষ না চাইলে নির্বাচনে অংশ নেব না : হান্নান মাসউদ 

চট্টগ্রাম বন্দর অভিমুখে স্কপের মিছিল

১০

আসিফ ও মাহফুজের পদত্যাগ কার্যকর যখন থেকে

১১

পদত্যাগের পর আসিফ-মাহফুজকে যে পরামর্শ দিলেন প্রধান উপদেষ্টা

১২

ভারত বধের স্বীকৃতি হিসেবে ৭ লাখ টাকা করে পেলেন হামজারা

১৩

নবীজিকে (সা.) স্বপ্নে দেখার ৩ আমল

১৪

হজ ব্যবস্থাপনা নিয়ে সুখবর দিলেন ধর্ম উপদেষ্টা

১৫

পেশাগত দক্ষতা বৃদ্ধির আহ্বান সেনাপ্রধানের

১৬

বিএনপিতে যোগ দেওয়া সেলিমকে নিয়ে এলডিপি নেতাদের অভিযোগ

১৭

কারওয়ানবাজারে সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ

১৮

উদার-সৌহার্দ্যপূর্ণ রাজনীতির পরিবেশ নিশ্চিত করা হবে : শিবির সভাপতি

১৯

আইসিসি র‍্যাঙ্কিংয়ে কোহলির বড় লাফ

২০
X