স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১০ ডিসেম্বর ২০২৫, ০৬:৩৯ পিএম
অনলাইন সংস্করণ

আইসিসি র‍্যাঙ্কিংয়ে কোহলির বড় লাফ

বিরাট কোহলি। ছবি : সংগৃহীত
বিরাট কোহলি। ছবি : সংগৃহীত

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুর্দান্ত সিরিজের সুবাদে আইসিসি ওয়ানডে ব্যাটিং র‌্যাঙ্কিংয়ে বড় লাফ দিয়েছেন বিরাট কোহলি। সর্বশেষ হালনাগাদ তালিকায় দুই ধাপ এগিয়ে বিশ্বের দুই নম্বর ব্যাটসম্যান হয়ে উঠেছেন ভারতের সাবেক অধিনায়ক। শীর্ষস্থান দখল করে থাকা সতীর্থ রোহিত শর্মার সঙ্গে কোহলির ব্যবধান এখন মাত্র ৮ রেটিং পয়েন্ট।

তিন ম্যাচের সিরিজে ব্যাট হাতে একেবারে পুরোনো কোহলিকে দেখা গেছে। রাঁচিতে ১৩৫ ও গুয়াহাটিতে ১০২ রানের দুটি টানা সেঞ্চুরির পর বিশাখাপত্তমে অপরাজিত ৬৫ রানের ইনিংস খেলে সিরিজ শেষ করেন তিনি। মোট ৩০২ রান করে সিরিজ সেরার পুরস্কারও জিতেছেন ৩৭ বছর বয়সী এই ব্যাটার। ২০২১ সালের পর এই প্রথম আইসিসি ওয়ানডে র‌্যাঙ্কিংয়ের শীর্ষস্থানের এত কাছাকাছি এলেন কোহলি।

অন্যদিকে, পুরো সিরিজে ১৪৬ রান করলেও এক নম্বর স্থান ধরে রেখেছেন ভারতের বর্তমান অধিনায়ক রোহিত শর্মা। কোহলির ব্যাটিং ঝলকে কিছুটা আড়ালে থাকলেও তার ধারাবাহিক পারফরম্যান্সে রোহিত ও কোহলি—দুজনেই এখন বিশ্বের শীর্ষ দুই ব্যাটসম্যান। ফলে অনেকদিন পর আবারও ভারতের দখলে শীর্ষস্থানীয় র‌্যাঙ্কিংয়ের প্রথম দুই জায়গা।

ভারতের সুখবর এখানেই শেষ নয়। বিশ্রামে থাকা শুভমান গিল ব্যাটিং র‌্যাঙ্কিংয়ে পাঁচ নম্বর স্থান ধরে রেখেছেন। আর সিরিজে অধিনায়কত্বের দায়িত্ব পালন করা কে এল রাহুল দুই ধাপ এগিয়ে উঠে এসেছেন ১২ নম্বরে।

বোলারদের তালিকায়ও এগিয়েছে ভারত। বাঁহাতি চায়নাম্যান কুলদীপ যাদব তিন ধাপ লাফিয়ে উঠে এসেছেন ওয়ানডে বোলিং র‌্যাঙ্কিংয়ের তিন নম্বরে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাঝের ওভারে তার নিয়ন্ত্রিত বোলিং বিশেষ ভূমিকা রেখেছে।

প্রোটিয়া শিবিরেও র‌্যাঙ্কিংয়ে অর্জন এসেছে। কুইন্টন ডি কক উঠে এসেছেন ১৩ নম্বরে। এইডেন মার্করাম এগিয়ে ২৫ এবং অধিনায়ক টেম্বা বাভুমা ৩৭ নম্বরে অবস্থান করছেন।

টি–টোয়েন্টি র‌্যাঙ্কিংয়েও ভারতীয় বোলারদের অগ্রগতি চোখে পড়ার মতো। অক্ষর প্যাটেল উঠে এসেছেন ১৩ নম্বরে, আর্শদীপ সিং ২০ নম্বরে এবং জাসপ্রীত বুমরাহ ছয় ধাপ এগিয়ে জায়গা করে নিয়েছেন ২৫ নম্বরে।

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ভারতের ব্যাটিং নেতৃত্বে রয়েছেন যশস্বী জয়সওয়াল, অবস্থান আট নম্বরে। শুভমান গিল ও ঋষভ পান্ত আছেন যথাক্রমে ১১ ও ১৩ নম্বরে। বোলারদের তালিকায় শীর্ষে আছেন জাসপ্রীত বুমরাহ, তার পেছনে তিন নম্বরে উঠে এসেছেন মিচেল স্টার্ক।

দীর্ঘ সময় পর আবারও তিন সংস্করণেই ভারতের ক্রিকেটারদের এমন দাপুটে উপস্থিতি ২০২৬ সালের ঘনাগামী আন্তর্জাতিক সূচির আগে দলটির শক্তিমত্তাকেই চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মিলের কর্মচারীদের বেঁধে ৬৩৩ বস্তা চাল লুট

দীর্ঘদিন মনের ভেতর রাগ চেপে রাখছেন? যেসব ক্ষতি হতে পারে

যে কারণে ডাকসু থেকে পদত্যাগের সিদ্ধান্ত সর্বমিত্র চাকমার

আইনি ব্যবস্থা নেওয়ার কথা ভাবছেন বুবলি

বিশ্বকাপে না খেললে পথে বসবে পাকিস্তানের সম্প্রচারকারীরা!

খালেদা জিয়ার ত্যাগের সম্মানে জনগণ ধানের শীষকে বিজয়ী করবে : রহমাতুল্লাহ

সবসময় একা থাকতে ভালো লাগে? এটা কীসের লক্ষণ জেনে নিন

আমরা দুর্নীতিমুক্ত ও কোরআন সুন্নাহভিত্তিক সমাজ গড়ব : ফয়জুল করীম

ক্ষমতায় এলে চাঁদাবাজদের কর্মসংস্থানের ব্যবস্থা করব : জামায়াত আমির

সেনাসদরে প্রধান উপদেষ্টার মতবিনিময়, ভোটে নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের আহ্বান

১০

ধর্মের উছিলায় একটি দল ভোট চায় : সালাহউদ্দিন

১১

ভোলায় সড়কে ঝরল ৪ প্রাণ

১২

একসঙ্গে দিশা-তালবিন্দর

১৩

সালমান এফ রহমান ৪ দিনের রিমান্ডে

১৪

ধানের শীষের ২৯২ প্রার্থীর মধ্যে ২৩৭ জনই উচ্চশিক্ষিত : মাহদী আমিন

১৫

ডাকসু থেকে পদত্যাগের সিদ্ধান্ত সর্বমিত্র চাকমার

১৬

ভোটের পরেও যে কারণে প্রার্থীর বিরুদ্ধে ব্যবস্থা নেবে ইসি

১৭

বিএনপি ক্ষমতায় গেলে ৪ কোটি মানুষ ফ্যামিলি কার্ড পাবে : বাবুল

১৮

ঋণখেলাপি-দ্বৈত নাগরিকত্বের প্রমাণ পেলে ভোটের পরও ব্যবস্থা : ইসি মাছউদ

১৯

জামায়াত প্রার্থীকে সমর্থন দিয়ে মাঠ ছাড়লেন আরেক নেতা

২০
X