বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের দ্বিতীয় ওয়ানডে আজ। প্রথম ওয়ানডে বৃষ্টিতে পণ্ড হওয়ার পর দ্বিতীয় ওয়ানডেতে টস হেরে বোলিংয়ে এসেছে লিটন দাসের দল। বোলিংয়ে এসেই মুস্তাফিজুরের দারুণ বোলিং ভালো শুরু এনে দিয়েছে স্বাগতিকদের এ ছাড়াও এই ম্যাচ দিয়ে অভিষেক হওয়া খালেদ আহমেদ নিজের প্রথম ওভারেই পেয়েছেন সাফল্য।
প্রথম ওয়ানডের মতো এই ম্যাচেও রয়েছে বৃষ্টির আশঙ্কা। সেই আশঙ্কা মাথায় নিয়ে হওয়া টস জিতে ব্যাটিং নিতে ভ্রুক্ষেপ করেননি কিউই অধিনায়ক লকি ফার্গুসন। তবে তার ব্যাটিং নেওয়ার সিদ্ধান্তকে সমর্থন দিতে পারেননি কিউই ব্যাটাররা। ইনিংসের প্রথম বল চার দিয়ে শুরু করলেও পরবর্তীতে মুস্তাফিজুরের বোলিং তোপে দুই ওপেনারেই ফেরত গেছেন।
প্রথম ওভারে প্রথম বলে বাউন্ডারি। দ্বিতীয় ওভারে প্রথম বলেও বাউন্ডারি। বাদ গেল না তৃতীয় ওভারও! মোস্তাফিজের বাউন্সার উইকেটকিপার লিটন দাসও ধরতে পারেননি। এই ওভারেই তৃতীয় বলে ভালো লেংথ থেকে বল তুলে উইল ইয়াংকে আউট করেন মোস্তাফিজ। ব্যাট তার ব্যাটের কানা ছুঁয়ে লিটনের গ্লাভসে জমা পড়ে। ৮ বলে কোনো রান না করেই ফিরলেন ইয়াং।
দলীয় ১৫ রানেই প্রথম উইকেট হারানোর পরও আক্রমণাত্মক মেজাজেই ব্যাট চালাচ্ছিলেন আরেক ওপেনার ফিন অ্যালেন। সপ্তম ওভারে ফিজের প্রথম ডেলিভারি বলেও তিনি সজোরে হাঁকিয়েছেন। অফ-স্টাম্প বরাবর বলটি অ্যালেনের ব্যাট ছুঁয়ে মাথার ওপর দিয়ে যেতে থাকা ক্যাচ লাফিয়ে ধরেন সৌম্য সরকার। অ্যালেন ফিরেছেন মাত্র ১২ রানে (১৫ বল)।
এরপর বোলিংয়ে আসেন এই ম্যাচ দিয়ে বাংলাদেশের ১৪৬তম ওয়ানডে ক্রিকেটার হিসেবে অভিষেক হওয়া খালেদ আহমেদ। তার অভিষেক বলেই স্কয়ার লেগে চারের বাউন্ডারি খেলেন চ্যাড বোয়েস। এরপর দুটো বল ডট। খালেদের চতুর্থ বলে আবারও লেগে খেলতে যান বোয়েস, তবে ব্যাটের মাঝে লেগে সেটি শর্ট লেগে উড়ে যায়। সেখানে থাকা তাওহীদ হৃদয়ের ক্যাচটি ধরতে কোনো অসুবিধাই হয়নি। ৩৬ রানে তৃতীয় উইকেটের পতন হয়েছে কিউইদের। প্রতিবেদন লেখা পর্যন্ত ১২ ওভারে কিউইদের সংগ্রহ ৩ উইকেটে ৫৬ রান।
মন্তব্য করুন