ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ : ২৩ সেপ্টেম্বর ২০২৩, ০৭:০১ পিএম
আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২৩, ০৭:০৬ পিএম
অনলাইন সংস্করণ

মানকাডিং আউটের ইতিহাস

স্টাম্প ভেঙে মানকাডিং আউট করছেন বাংলাদেশের পেসার হাসান মাহমুদ। ছবি: সংগৃহীত
স্টাম্প ভেঙে মানকাডিং আউট করছেন বাংলাদেশের পেসার হাসান মাহমুদ। ছবি: সংগৃহীত

মিরপুরে আজ একটি আউট নিয়ে বেশ হই-চই। নিউজিল্যান্ডের ব্যাটার ইশ সোধিকে আউট করেও তাকে আবার ব্যাট করার সুযোগ দিয়েছেন বাংলাদেশ অধিনায়ক লিটন দাস। আউট করেছিলেন পেসার হাসান মাহমুদ। ক্রিকেটের ভাষায় যে আউটের নাম মানকাডিং।

মানকাড আউট হলো একজন বোলারের বল ডেলিভারি দেওয়ার আগ মুহূর্তে নন স্ট্রাইক প্রান্তে থাকা ব্যাটসম্যান কিছুটা সামনে এগিয়ে গেলে বোলার যদি স্টাম্প ভেঙে দেন তাহলে তিনি আউট হিসেবে ঘোষিত হবেন। আর একেই বলে মানকাড আউট। ব্যাটসম্যানরা সাধারণত দ্রুত সিঙ্গেল নেওয়ার সুবিধার্থে ক্রিজ ছেড়ে বাইরে চলে আসেন। তেমনটা করতে গিয়েই আউট হয়েছিলেন সোধি।

ইনিংসের ৪৬তম ওভারে বোলিং করতে এসেছিলেন হাসান। চতুর্থ বল করার আগে থেমে যান তিনি। দেখেন সোধি ক্রিজ ছেড়ে বাইরে। তিনি ভেঙে দেন স্টাম্প। এরপর আবেদনও করেন। অন ফিল্ড আম্পায়ার মারাই এরাসমাস যান টেলিভিশন আম্পায়ারের কাছে। রিপ্লেতে দেখা যায়, স্টাম্প ভাঙার সময় ক্রিজের বাইরেই ছিলেন সে সময় ২৫ বলে ১৭ রানে অপরাজিত থাকা সোধি।

আউট হওয়ার পর হাসতে হাসতে মাঠ ছাড়তে থাকেন সোধি। কিছুক্ষণ পর দেখা যায়, সোধি ফিরে আসছেন আবার। বাংলাদেশ অধিনায়ক লিটন দাসকে আম্পায়ার এরাসমাসের সঙ্গে কথা বলতে দেখা যায় এর আগে, এরপরই আম্পায়ার সোধিকে ফিরে আসার সংকেত দেন। এর অর্থ, আবেদন তুলে নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক। এসব ক্ষেত্রে চাইলে দলের অধিনায়ক আবেদন তুলে নিতে পারেন।

ফিরে আসা সোধির মুখের তখন চওড়া হাসি। জড়িয়ে ধরেন পেসার হাসান মাহমুদকে। শেরেবাংলার দর্শকেরাও করতালিতে তাকে স্বাগত জানান আবার। ক্রিকেটে ‘মানকাডিং’ বলে পরিচিত এ আউট নিয়ে বিতর্ক হয় মাঝেমধ্যেই। অনেকেই এটিকে ‘ক্রিকেটের চেতনাবিরোধী’ বলেন। যদিও এমন আউটকে ক্রিকেটের আইনে বেশ কিছুদিন আগেই ‘স্পিরিট অব ক্রিকেট’ থেকে ‘রান আউটের’ আওতায় নিয়ে আসা হয়েছে। তার মানে, এমন আউট এখন বৈধ, কোনো চেতনাবিরোধীর আওতায় তা এখন পড়ে না।

এমন আউটের ইতিহাস আজ থেকে ৭৬ বছর আগে। ভারতীয় বাঁহাতি স্পিনার ভিনু মানকড় সর্বপ্রথম আন্তর্জাতিক ক্রিকেটে এই আউটের প্রচলন করেন। তার নামের শেষাংশ ‘মানকড়’ বলেই এই ‘মানকাডিং’ নামকরণের উৎপত্তি। ১৯৪৭ সালে সিডনি টেস্টে বল ছোঁড়ার ঠিক আগ মুহূর্তে ভিনু মানকড় খেয়াল করলেন যে, নন স্ট্রাইকে থাকা ব্যাটসম্যান বিল ব্রাউন ক্রিজ থেকে কিছুটা বাইরে অবস্থান করছেন। তিনি বল ডেলিভারি না করে সোজা স্টাম্প ভেঙে দেন এবং আপিল করেন রান আউটের। যেহেতু ক্রিকেটের আইন অনুযায়ী, এভাবে আউট করার ব্যাপারটা সম্পূর্ণ বৈধ তাই মানকড়ের আপিলে সাড়া না দিয়ে কোনো উপায় ছিল না আম্পায়ারের। আর এই আউটের মধ্য দিয়েই মানকাডেড হওয়া ইতিহাসের প্রথম ব্যাটসম্যান হিসেবে রেকর্ডবুকে ঢুকে যান বিল ব্রাউন।

সে সময় অস্ট্রেলিয়ান মিডিয়ায় ব্যাপক শোরগোল ফেলে দিয়েছিল এই মানকাডিং আউট। ক্রিকেট মহলে এই বিষয়টি তুমুল সমালোচিতও হয়েছিল। কারণ অনেকেই এটিকে ক্রিকেটীয় চেতনার পরিপন্থি বলে মনে করেন। আবার অনেকে উপস্থিত বুদ্ধির বেশ তারিফও করেন। তাদের যুক্তি ছিল, একজন ব্যাটসম্যান যদি কয়েক ধাপ সামনে এগিয়ে থেকে ‘অনৈতিক’ সুবিধা ভোগ করতে পারেন তো একজন বোলার কেন তাকে আউট করার সুযোগ নিতে পারবেন না। তবে টেকনিক্যালি এই মানকাডিং আসলে রান আউট ছাড়া কিছুই নয়।

এখন পর্যন্ত ওয়ানডেতে এমন আউটের ঘটনা আছে ৫টি। সর্বশেষ পাকিস্তানের বিপক্ষে সিরিজে শাদাব খানকে এভাবে আউট করেছিলেন আফগানিস্তান বোলার ফজলহক ফারুকি। মিরপুরে আজ ষষ্ঠ ঘটনাটি দেখা গিয়েছিল প্রায়, শেষ পর্যন্ত সেটি হলো না।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

টাইমস হায়ারের ইন্টারডিসিপ্লিনারি সায়েন্স র‌্যাঙ্কিংয়ে দক্ষিণ এশিয়ায় প্রথম ঢাবি

যশোরে এবার রস-গুড় বিক্রির লক্ষ্যমাত্রা ১০০ কোটি টাকা

স্কুলে ভর্তির আবেদন শুরু শুক্রবার, কীভাবে করা যাবে জানাল মাউশি

মানব পাচার মোকাবিলায় বিচারিক প্রক্রিয়ার সহায়তায় বেঞ্চবুক উদ্বোধন

তারেক রহমানের ৬১তম জন্মদিনে ৬১টি কোরআন বিতরণ

খুলনায় বিজয় দিবস উদযাপনের প্রস্তুতি সভা

সোনমের ঘরে আসছে নতুন অতিথি

চেক প্রজাতন্ত্র / দুই ট্রেনের সংঘর্ষে আহত প্রায় অর্ধশত

এই ৫ লক্ষণ দেখলেই বুঝবেন কিডনি ক্যানসারে ভুগছেন

আগামী ৩-৪ কার্যদিবসের মধ্যে ‘গণভোট আইন’ করা হবে : আইন উপদেষ্টা

১০

এক দিনে ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭৪৫

১১

বর্তমান চ্যাম্পিয়ন ইনকিলাবকে হারিয়ে কালবেলার দ্বিতীয় জয়

১২

স্কুলশিক্ষার্থীদের নিয়ে লায়ন কল্লোলের হাইজিন ক্যাম্পেইন শুরু

১৩

খেজুর গাছ থেকে পড়ে শিবির নেতার মৃত্যু

১৪

প্রাণিসম্পদ অধিদপ্তরে বড় নিয়োগ, আবেদন অনলাইনে

১৫

কায়সার কামালের কাছে প্রকাশ্যে ক্ষমা চাইলেন মবিনা জান্নাত

১৬

সাভারে তারেক রহমানের জন্মদিনে মানবিক সেবা

১৭

আবারও ‘জেন-জি’ বিক্ষোভে উত্তাল নেপাল, কারফিউ জারি

১৮

‘মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীদের তথ্যপ্রযুক্তির সমন্বয়ে আধুনিকভাবে শিক্ষিত হতে হবে’

১৯

টুর্নামেন্টে নিম্নমানের পুরস্কার নিয়ে শিক্ষার্থীদের ক্ষোভ

২০
X