মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে তৃতীয় ও শেষ ওয়ানডেতে নিউজিল্যান্ডের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। টস জিতে আগে ব্যাট করছে স্বাগতিকরা।
বাংলাদেশ একাদশে একাধিক পরিবর্তন। এর মধ্যে উল্লেখযোগ্য জাকির হোসেনের আন্তর্জাতিক ম্যাচে অভিষেক। ওপেনিংয়ে নেমে অভিষেকটা সুখকর হয়নি এই ওপেনারের। ৫ বলে মাত্র ১ রান করে মিলনের বলে বোল্ড হয়ে ফেরেন জাকির। সেটাও ইনিংসের দ্বিতীয় ওভারে।
তৃতীয় ওভারের প্রথম বলে সাজঘরে ফেরেন আরেক ওপেনার তানজিদ হাসান সাকিব। ৫ বলে এক চারে ৫ রান করা সাকিব বোল্টের বলে ক্যাচ দেন অ্যালেনের হাতে।
শান্ত ও তৌহিদ হৃদয়ের জুটি সাময়িক বিপর্যয় রোধ করেছে। ভালো খেললেও ইনিংস বড় করতে পারেনি তৌহিদ হৃদয়। ১৭ বলে ১৮ রান করে মিলনের শিকার তিনি। এরপর মুশফিকুর রহীমের সঙ্গে অধিনায়ক নাজমুল হোসেন শান্তর জুটি ছিল বেশ ভালোই। তবে প্রত্যাশা পূরুণ করতে পারেননি মুশফিক।
কিউই অধিনায়ক লকি ফার্গুসনের বলে বোল্ড তিনি। অনেকটা নাটকীয়ই ছিল তার আউট। রক্ষণাত্মক ভঙ্গিতে ঠেকালেও বল গিয়ে লাগে স্টাম্পে, পা দিয়ে সরাতে গিয়েও পারেননি মুশফিক। দৃষ্টিকটু আউটে ফেরেন ২৫ বলে ১৮ রান করে।
তবে অন্য প্রান্তে শান্ত ছিলেন ঠিকই ছন্দে। অধিনায়কত্বের অভিষেকেই তিনি পেয়েছেন ফিফটির দেখা। যা তার ওয়ানডে ক্যারিয়ারে পঞ্চম ফিফটি। ৮৮ রানে ৪ উইকেট হারানো বাংলাদেশকে পথ দেখানোর চেষ্টা করছেন শান্ত ও অভিজ্ঞ মাহমুদউল্লাহ রিয়াদ। ২১.১ ওভারে এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের স্কোর ৪ উইকেটে ১১৩ রান।