শুরু হয়েছে অস্ট্রেলিয়া-ভারতের মধ্যকার আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল। প্রায় বছর দুই ধরে চলতে থাকা টেস্ট চ্যাম্পিয়নশিপের শিরোপা নিষ্পত্তি হবে এই ফাইনাল দিয়ে। ইংল্যান্ডের ওভালের শিরোপা নির্ধারণী ম্যাচে টস জিতে ফিল্ডিং নিয়েছে রোহিত শর্মার দল। বর্তমানের সেরা স্পিনার এবং টেস্ট র্যাঙ্কিংয়ের শীর্ষে থাকা রবিচন্দ্রন অশ্বিনকে ছাড়াই খেলতে নেমেছে রোহিত শর্মার দল।
ফাইনালে অজিদের ভালো শুরু এনে দিতে পারেননি উসমান খাজা ও ডেভিড ওয়ার্নার। পেসার মোহাম্মদ সিরাজের বলে উইকেটকিপার শ্রিখর ভারতের হাতে ধরা পড়েন খাজা (০)।
দুই দলের একাদশ :
অস্ট্রেলিয়া ডেভিড ওয়ার্নার, উসমান খাজা, মারনাস লাবুশেন, স্টিভেন স্মিথ, ট্রাভিস হেড, ক্যামেরুন গ্রিন, অ্যালেক্স ক্যারি, মিচেল স্টার্ক, প্যাট কামিন্স (অধিনায়ক), নাথান লায়ন ও স্কট বোল্যান্ড।
ভারত রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, চেতেশ্বর পুজারা, বিরাট কোহলি, অজিঙ্কা রাহানে, শ্রিখর ভারত, রবীন্দ্র জাদেজা, শার্দুল ঠাকুর, উমেশ যাদব, মোহাম্মদ শামি ও মোহাম্মদ সিরাজ।
মন্তব্য করুন