২০২৩ ওয়ানডে বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে টস হেরে ব্যাট করছে পাকিস্তান। মোহাম্মাদ রিজওয়ান ও সৌদ শাকিলের বীরত্বে বড় সংগ্রহের পথে এগোচ্ছে পাকিস্তান।
শুক্রবার (৬ অক্টোবর) হায়দ্রাবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামে পাকিস্তানকে শুরুতেই চেপে ধরে নেদারল্যান্ডস। তবে রিজওয়ান ও শাকিলের জোড়া ফিফটিতে বিপর্যয় থেকে দুর্দান্তভাবে ফিরে এসেছে পাকিস্তান।
হায়দ্রাবাদে প্রথমে ব্যাটিং করতে নেমে বিপর্যয়ে পড়ে পাকিস্তান। ডাচ বোলারদের আঘাতে ৩৮ রানের মধ্যেই ফিরে যান টপ অর্ডারের তিন ব্যাটার। ইনিংসের চতুর্থ ওভারে ১২ রান করা পাক ওপেনার ফখরকে ফেরান লোগান ভ্যান বেক। আক্রমণে এসেই বাবরকে আউট করেন স্পিনার কলিন অ্যাকারম্যান। মাত্র ৫ রান সংগ্রহ করেন পাকিস্তান দলপতি। ৪ রানের ব্যবধানে তৃতীয় উইকেট হারায় পাকিস্তান। ইমাম। ১৫ রানে ভ্যান মিকেরেনের বলে থার্ডম্যানে ক্যাচ দেন ইমাম।
চতুর্থ উইকেট শত রানের অবিচ্ছিন্ন জুটি গড়েন শাকিল-রিজওয়ান। দুজনই তুলে নিয়েছেন ফিফটি। শাকিল মাত্র ৩২ বলে ফিফটি পূরণ করেন এই বাঁহাতি ব্যাটার। রিজওয়ান ৫৯ বলে ক্যারিয়ারের ১৩তম অর্ধশতক তুলে নেন। ফিফটি পূরণের পথে ৬টি চার হাঁকান পাক উইকেটকিপার ব্যাটার। দুজনের অবিচ্ছিন্ন জুটিতে বড় সংগ্রহের পথে এগোচ্ছে পাকিস্তান।
মন্তব্য করুন