রবিবার, ০৫ অক্টোবর ২০২৫, ২০ আশ্বিন ১৪৩২
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৯ অক্টোবর ২০২৩, ০৪:০০ পিএম
অনলাইন সংস্করণ

বাংলাদেশের বিপক্ষে স্টোকসকে পাচ্ছে না ইংল্যান্ড 

বেন স্টোকস । ছবি : সংগৃহীত
বেন স্টোকস । ছবি : সংগৃহীত

ভারতে অনুষ্ঠিত ২০২৩ ক্রিকেট বিশ্বকাপের প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের কাছে নাস্তাবুদ হওয়ার পর দ্বিতীয় ম্যাচেই বাংলাদেশের বিপক্ষে মাঠে নামছে বর্তমান বিশ্বকাপ চ্যাম্পিয়নরা। নিতম্বের ইনজুরির কারণে প্রথম ম্যাচে একাদশের বাইরে ছিলেন ইংলিশ অলরাউন্ডার বেন স্টোকস। ইংরেজ গণমাধ্যমগুলোর খবর অনুযায়ী টাইগারদের বিপক্ষেও পাওয়া যাবে না ইংরেজ টেস্ট অধিনায়ককে। আজ ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে ইংল্যান্ড অধিনায়ক জস বাটলারও জানালেন স্টোকসের না খেলার সম্ভাবনাই বেশি।

বিশ্বকাপে আহমেদাবাদে নিউজিল্যান্ডের বিপক্ষে ইংল্যান্ডের প্রথম ম্যাচেও খেলেননি স্টোকস। ধর্মশালায় সংবাদ সম্মেলনে ইংল্যান্ডের এ অলরাউন্ডারকে নিয়ে প্রশ্নটা তাই অবধারিত ছিল—বাংলাদেশের বিপক্ষে আগামীকাল স্টোকসকে পাওয়া যাবে তো? বাটলারের উত্তর বাংলাদেশের সমর্থকদের একটু হলেও স্বস্তি দিবে।

রোববার ধর্মশালায় কিছুক্ষণ দৌড় অনুশীলন করেন স্টোকস। কিছুটা কষ্ট হচ্ছিল তার দৌড়াতে। পাশাপাশি মাঠের অবস্থাও ভালো নয়। বাংলাদেশ ও আফগানিস্তানের মধ্যকার ম্যাচে ধর্মশালার আউটফিল্ড নিয়ে অনেক সমালোচনা হয়েছে। সেদিক বিবেচনায় স্টোকসকে নিয়ে ঝুঁকি নিতে চায় না ইংলিশরা।

ধর্মশালায় আগামীকাল বেলা ১১টায় বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের মুখোমুখি হবে ইংল্যান্ড। নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচে হেরে যাওয়ায় খুব স্বাভাবিকভাবেই বাংলাদেশের বিপক্ষে জয়ের পথে ফিরতে চাইবে বাটলারের দল।

কিন্তু কোমরের ব্যথা পুরোপুরি না সারায় ও ম্যাচ ফিটনেস ফিরে না পাওয়ায় সম্ভবত বাংলাদেশের বিপক্ষেও স্টোকসকে পাবে না ইংল্যান্ড। বাটলারের কথায় তেমন ইঙ্গিতই ফুটে উঠল। সংবাদ সম্মেলনে তার কাছে জানতে চাওয়া হয়েছিল, স্টোকস ম্যাচ ফিটনেস ফিরে পেয়েছেন কি না? বাটলারের উত্তর, ‘সম্ভবত না, সেটা মনে হচ্ছে না। ভালো লাগছে, সে নেটে ফিরে এসেছে এবং ফিটনেস পুনরুদ্ধারের চেষ্টা করছে। কিন্তু আগামীকাল সম্ভবত খেলবে না।’

হাঁটুতে দীর্ঘমেয়াদি চোট থাকায় এবার বিশ্বকাপে শুধু ব্যাটসম্যান হিসেবে খেলবেন স্টোকস। বিশ্বকাপ শুরুর আগে এমন খবরই জানা গিয়েছিল। গুয়াহাটিতে বাংলাদেশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচেও খেলেননি স্টোকস। নিউজিল্যান্ডের বিপক্ষে গত বৃহস্পতিবার ৯ উইকেটে হারের ম্যাচেও তাকে পায়নি ইংল্যান্ড।

ক্রিকইনফো জানিয়েছে, আগামী রোববার দিল্লিতে আফগানিস্তানের বিপক্ষে ইংল্যান্ড একাদশে ফিরতে পারেন স্টোকস। তার অনুপস্থিতিতে নিউজিল্যান্ডের বিপক্ষে ৪ নম্বরে ব্যাট করেছিলেন হ্যারি ব্রুক। আগামীকাল বাংলাদেশের বিপক্ষেও তাকে একই ভূমিকায় দেখা যেতে পারে। আর ধর্মশালার হিমাচল প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে ইংল্যান্ড-বাংলাদেশ ম্যাচটি হবে নতুন উইকেটে।

এর আগে বাংলাদেশ-আফগানিস্তান যে মন্থর পিচে খেলেছে, সে উইকেটে এ ম্যাচটি হবে না। ধর্মশালার উইকেট যেহেতু ঐতিহাসিকভাবে পেসারবান্ধব, তাই বাংলাদেশের বিপক্ষে অতিরিক্ত আরও একজন সিমার খেলাতে পারে ইংল্যান্ড। স্পিন অলরাউন্ডার মঈন আলীর জায়গায় দেখা যেতে পারে পেসার রিস টপলিকে। বাটলারের কথায়ও রইল তেমন ইঙ্গিত, ‘এটা অবশ্যই একটা বিকল্প। উইকেটে পেস ও বাউন্স থাকতে পারে।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তোফায়েল আহমেদের মৃত্যুর গুঞ্জন

আ. লীগের সহসম্পাদক ব্যারিস্টার হাবিব গ্রেপ্তার

এক টাকারও অভিযোগ দিতে পারলে রাজনীতি থেকে ইস্তফা দিব : সারজিস

ঢাকা মহানগর আদালতে পরিচ্ছনতা অভিযান

উপস্বাস্থ্যকেন্দ্রে নারীসহ ফার্মাসিস্ট আটক

৮ দিন পর খাগড়াছড়িতে ১৪৪ ধারা প্রত্যাহার

চাঁদা না দেওয়ায় ঠিকাদারকে ডেকে নিয়ে মারধর

মাউন্ট-সেশকোর গোলে ম্যানইউর স্বস্তির জয়

সাবেক ছাত্রলীগ নেতা শিবু প্রসাদ গ্রেপ্তার

‘শহিদুল আলম ও গাজার পাশে আছি-থাকব’

১০

রেবতী মহাজন বাড়ির বিজয়া সম্মিলনী

১১

জামায়াত ধর্মের জন্য ক্ষতিকর : আমিনুল হক

১২

এভারেস্ট বেজ ক‍্যাম্প সামিট ৮ বাংলাদেশির

১৩

তারেক রহমানের ৩১ দফায় দেশের উন্নয়নের কর্মপরিকল্পনা : আবু বকর সিদ্দিক

১৪

মানবাধিকার কর্মীদের আটকের ঘটনা কলঙ্কজনক অধ্যায় : মুহিউদ্দীন রাব্বানী

১৫

শিয়ালের কামড়ে মেম্বারসহ আহত ১১

১৬

কাশফুলের গালিচায় মোড়া বরিশালের বিসিক

১৭

উপ-সহকারীর ভরসায় চলছে ২০ শয্যার হাসপাতাল

১৮

মার্কিন ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে জাতীয় নিরাপত্তা উপদেষ্টার বৈঠক 

১৯

নদীর স্রোতে তলিয়ে গেল ৩ বোন

২০
X